জনশক্তি আমাদের বড় শক্তি : শেখ মামুন
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বর্তমান সরকারের শুরু হওয়া কাজ দেখে দেশের মানুষ উচ্ছসিত। একের পর এক উন্নয়ন কাজের উদ্বোধন দেখে মানুষ অবাক হচ্ছে। জনসাধারণ কল্পনাতেও ভাবেনি যে সব প্রকল্পের বিষয়ে সেই সব প্রকল্প আজ বাস্তবায়ন হচ্ছে। এর সুফল মানুষ ভোগ করছে এবং আগমীতে আরো করবে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দেশের জনগণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি যথাযথ পরিকল্পনার ওপর জোর দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি নতুনের কথা বলেছেন নতুনদেরই দেখছেন। তাঁর ভরসার সবচেয়ে বড় জায়গাটিই হচ্ছে নতুন প্রজন্ম। এবারে আওয়ামী লীগ তাদের দলের নতুন প্রজন্মের উদ্দমী নেতাদের সংসদে নিয়ে আসতে চায়। এর অন্যতম এলাকা হচ্ছে রাজধানী ঢাকা। রাজধানী যার দখলে পুরো দেশ তার দখলে। ঢাকা-১৪ আসন এলাকার স্থানীয় মানুষ স্বপ্ন দেখে তাদের সন্তান শেখ মামুনকে নিয়ে, অনেক আকাঙ্খা তাদের এই শেখ মামুনকে নিয়ে, সুখে দুঃখে সঙ্গী হয়ে যে তাদেরকে আশা জাগায়। শেখ মামুনের জীবন চরিত্র এখানকার মানুষের জন্য কাঙ্খিত শেখ মামুন ছাড়া এই আসনের মানুষ কিছু ভাবতে পারেন না। আজ দৈনিক সকালের সময় থেকে এই তরুণ রাজনীতিবিদ নতুন প্রজন্মের শেখ মামুনের মুখোমুখি বসে জানতে চাই তাঁর প্রস্তুতি সম্পর্কে।
সকালের সময় : ভুবনীকরণের (গ্লোবালাইজেশন) এই যুগে আমাদের কী আছে ? যা আপনাকে সাহস দেয়।
শেখ মামুন : পৃথিবীর কাছে ২০৩০ সালের মধ্যে সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস থাকলেও আমাদের আছে স্মার্ট বাংলাদেশ এবং ডেলটা প্ল্যান। আমি দৃঢ়তার সাথে বলতে পারি স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্মেন্ট ও স্মার্ট সোসাইটি গড়ে তোলার কাজে তরুণদেরই সামনের কাতারে থাকতে হবে এর কোনো বিকল্প নেই এবং এর কোনো বিকল্প হতেই পারে না। কারণ টেকসই উন্নয়নের স্থানীয়করণ করা না গেলে ভুবনীকরণের (গ্লোবালাইজেশন) এই যুগে টিকে থাকা মুশকিল হবে। সরকার যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলছে তার জন্য দেশের সকল নাগরিকদের প্রস্তুত থাকতে হবে, যেখানে সব মানুষ ডিজিটাল ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার জানবে। আমাদের আইটি বিভাগ তেমনি পথে হাটছে। যেটা আমাদের ভিত্তি।
সকালের সময় : আগামীর বাংলাদেশের জন্য কী প্রস্তুতি প্রয়োজন ?
শেখ মামুন : আমাদের উচিত মানুষের সৃজনশীলতার সন্মান করা, তাদের চিন্তা-ভাবনা এবং এগিয়ে যাওয়ার ধারণা বিকাশের সুযোগ তৈরি করা। শিক্ষাসহ সব খাতে এগুলো ব্যবহার করা। স্মার্ট বাংলাদেশের জন্য নতুন প্রজন্মকে শিক্ষা ও প্রযুক্তি দিয়ে গড়ে তুলতে হবে।’ ডিজিটাল ডিভাইস, তথ্য-প্রযুক্তির ব্যবহার আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া প্রয়োজন। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে এবং ধাপে ধাপে কী করতে হবে সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
সকালের সময় : আমাদের বড় শক্তি কী ?
শেখ মামুন : ‘জনশক্তি আমাদের বড় শক্তি এবং সেইঅনুযায়ী আমাদের জনশক্তি প্রস্তুত করতে হবে।’ বিভিন্ন দেশের ভাষা শেখা, শিক্ষার মান বৃদ্ধি এবং বিষয়ভিত্তিক অধ্যয়নের পাশাপাশি দক্ষতা উন্নয়নের ওপরও জোর দিতে হবে। স্মার্ট বাংলাদেশে কোনো দারিদ্র্য থাকবে না, যেখানে মানুষ উন্নত ও সমৃদ্ধ জীবনযাপন করবে। স্মার্ট বাংলাদেশে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য। আমরা ১৯৯৬ সালে যখন ক্ষমতা গ্রহণ করি, তখন সারা বিশ্বে ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার করা হচ্ছিল। কিন্তু আমরা তখন পিছিয়ে ছিলাম। সেই জায়গা থেকে আমরা আজ দ্রুত এগিয়ে যাচ্ছি। যারা অগ্রসর ছিলো সে সব দেশের অনেক উন্নত দেশও এখন আমাদের চেয়ে পিছিয়ে আছে।’
এমএসএম / এমএসএম
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এএসআই গোলাম রসুলের মাদকবিরোধী অভিযানে অনন্য সাফল্য
কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযান: অবৈধ মদ উৎপাদনকারী চক্র আটক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের'র শোক প্রকাশ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিসিআরের গভীর শোক
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির শোক প্রকাশ
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ কংগ্রেসের গভীর শোক
উন্নত চিকিৎসা ও আধুনিক প্রযুক্তিতে আস্থার নাম শিন-শিন জাপান হাসপাতাল
তেজগাঁও শিল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, গণপূর্তের জমি উদ্ধার করল রাজউক
বিভিন্ন প্রতারণার অভিযোগে মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা: প্রতিবাদে ব্যবসায়ীদের লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ
প্রশিক্ষক হিসেবে ‘বেস্ট টিওটি’ অ্যাওয়ার্ড পেলেন রাজউকের অথরাইজড অফিসার মো. ইলিয়াস
মানবাধিকার দিবসে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত