ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়িতে শিক্ষার্থী পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষক চট্টগ্রামে আটক


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৯-৮-২০২৩ দুপুর ১:১৬

 খাগড়াছড়ির ভূয়াছড়িস্থ বায়তুল আমান ইসলামীয়া দাখিল মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থী আব্দুর রহমান আবিরকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) রাত সোয়া ৮ টার দিকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রামের চান্দগাও খলিফা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।

তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলামকে গ্রেফতার করা জন্য রবিবার রাত খাগড়াছড়ি পুলিশের ৩ টি টিম সম্ভাব্য সারা দেশে অভিযান চালায়। অবশেষে সোমবার রাত সোয়া ৮টার দিকে সফল হয়। তাকে খাগড়াছড়ি নিয়ে আসা হচ্ছে।

প্রসঙ্গত, খাগড়াছড়ির ভূয়াছড়িস্থ বায়তুল আমান ইসলামীয়া দাখিল মাদ্রাসার হেফজখানার শিক্ষক হাফেজ আমিনুল ইসলামের ধারাবাহিক নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী আব্দুর রহমান আবির (৮) রবিবার রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনার পথে মারা যায়। হাসপাতালে আনার পর চিকিৎসক শিক্ষার্থী আব্দুর রহমান আবিরকে মৃত ঘোষণা করলে শিক্ষক হাফেজ আমিনুল ইসলাম পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা করে।

গত কয়েক দিন ধরে প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ আমিনুল ইসলাম তাকে মারধর করে আসছিল। ধারাবাহিক মারধরে রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আব্দুর রহমান আবির শারীরিক অসুস্থ হয়ে পড়লে ভূয়াছড়িস্থ বায়তুল আমান ইসলামীয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদুর রহমানের নির্দেশে হাফেজ আমিনুল ইসলাম শিশুটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক শারতি দাশ তাকে মৃত ঘোষনা করলে ভয়ে আমিনুল ইসলাম পালিয়ে যায়।

আব্দুর রহমান আবির (৮) জেলার পানছড়ি উপজেলার আইয়ুব আলী মেম্বার পাড়ার বাসিন্দা মো. সারোয়ার হোসেন ও আমেনা বেগমের ছেলে।

ভূয়াছড়িস্থ বায়তুল আমান ইসলামীয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদুর রহমান বলেন, আমি আছরের সময় বাড়িতে ছিলাম।তখন শুনি আবিরকে মারধর করা হয়েছে। তখন আমি বলি ওকে ডাক্তারের কাছে নিয়ে যান। পরে আবার ফোন আসে আবির মারা গেছে। তখন হাফেজ আমিনুল ইসলামকে বলি আপনি হাসপাতালে থাকেন। এরপর ফোন দিয়ে তাকে আমি পাই নাই।

অভিযুক্ত শিক্ষক খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গাছাবিল এলাকার পিসি দেলোয়ার হোসেন (অবঃ) এর ছেলে।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী চাকমা জানান, হাসপাতালে আনার পূর্বেই মাদ্রাসায় ছাত্রটি মারা যায়। লাশ ময়নাতদন্ত এর জন্য মর্গে রয়েছে। চিকিৎসকের মতে, শিশুটির শরীরে প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন ছিল।

এমএসএম / এমএসএম

দেবীগঞ্জে দন্ডপাল ইউপির রাজস্বের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাভারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

বাকেরগঞ্জে কোটি টাকার সেতু কাজে আসছে না, উঠতে হয় মই দিয়ে!

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান, ১০ জেলে গ্রেফতার

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা