ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

ফুটপাত দখলমুক্ত করতে নওয়াপাড়া পৌরসভার উচ্ছেদ অভিযান


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৩০-৮-২০২৩ দুপুর ৪:৩৯

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর এলাকায় বিভিন্ন সড়কের ফুটপাত অবৈধভাবে দখল করে রেখেছে এক শ্রেণির ব্যবসায়ী। তারা নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ফুটপাত দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করেছে। ফলে জনগণের চলাচলে যেমন বাঁধা সৃষ্টি হচ্ছে, তেমন প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বার বার লিখিত নোটিশ ও মাইকিং করার পরও স্থাপনা অপসারণ না করায় নওয়াপাড়া পৌরসভা কর্তৃক ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান চালিয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নূরবাগ স্বাধীনতা চত্বর থেকে মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং স্বধীনতা চত্বর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করা হয়। এসময় ফুটপাতের উপর নির্মিত টিনের সেড, পাকা সিঁড়ি, সাইনবোর্ড, অস্থায়ী দোকানসহ বিভিন্ন স্থাপনা স্কেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক, সার্ভেয়ার আলী আকরাম হাওলাদারসহ অভয়নগর থানা পুলিশ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, শ্রমিক ও এলাকাবাসী।
এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, ‘জরিমানা ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে অসংখ্য অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। দখলমুক্ত করা ফুটপাত পুনরায় যারা দখল করবে তাদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি জেল-জরিমানা উভয় দন্ডে দন্ডিত করা হবে। পৌর এলাকার প্রতিটি সড়কের ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। জনকল্যাণমূলক এ ধরণের অভিযান পৌর কর্তৃপক্ষ অব্যাহত রাখবে।’ 

এমএসএম / এমএসএম

ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল গ্রেফতার

কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

বিউটিফিকেশন ও যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস পালিত

গত ১৫ বছরে আওয়ামীলীগ সবই ধ্বংস করে দিয়েছে, আলহাজ্ব ফখরুল ইসলাম

কুড়িগ্রামে তাফসীরুল কোরআন মাহফিল ও ইছালে ছওয়াব অনুষ্ঠিত

শেকৃবিতে 'জুলাই স্মৃতিচারণ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

সিংগাইর হাটে জমে উঠেছে শীতের গরম কাপড় বেচাকেনা

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার