ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করল অভয়নগর শুভসংঘ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৫-৯-২০২৩ দুপুর ৪:৩

যশোরের অভয়নগরে বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার আয়োজনে উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ব্রাদার্স ট্রেডিংয়ের সহযোগিতায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে ভৈরব নদের নওয়াপাড়া বাজার খেয়াঘাট এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় ১৫ কেজি (প্রায় ১১০০ পিস) বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও ব্রাদার্স ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ নাঈমুল হাসান জনি, উপদেষ্টা ও কালের কণ্ঠের অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ ওরফে মাসুদ তাজ, সহ-সাধারণ সম্পাদক আশরাফ প্রিন্স, সদস্য ডিআর আনিস, আমেরিকা প্রবাসী অভয়নগর সোসাইটির (টঝঅ ওঘঈ) সভাপতি মাহমুদুল কবির, সাহারা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক রিদুয়ান কবির, শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি আজগর আলী বিশ্বাস, কোষাধ্যক্ষ আকিব হোসেন গালিব, সদস্য নাজমুস সাকিব, হাসান মাসুদ উৎস সহ শুভসংঘের বন্ধুরা।
এ ব্যাপারে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক বলেন, এক সময় সরকারিভাবে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হতো। পরবর্তীতে তা বিভিন্ন সমবায় প্রকল্পের জলাশয়ে অবমুক্ত করা শুরু হয়। বসুন্ধরা শুভসংঘ উন্মুক্ত জলাশয় হিসেবে ভৈরব নদে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে। শুভসংঘের এমন মহতি উদ্যোগ প্রশংসের দাবিদার।    
শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা মাসুদ তাজ বলেন, দখল-দূষণে ধীরে ধীরে নদ-নদী ও জলাশয় কমতে শুরু করেছে। ফলে দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি বাড়ছে। বিলুপ্তি রোধে শুভসংঘ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে। এ ধরণের কল্যাণকর কাজ অব্যাহত রাখবে বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখা।

এমএসএম / এমএসএম

ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল গ্রেফতার

কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

বিউটিফিকেশন ও যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস পালিত

গত ১৫ বছরে আওয়ামীলীগ সবই ধ্বংস করে দিয়েছে, আলহাজ্ব ফখরুল ইসলাম

কুড়িগ্রামে তাফসীরুল কোরআন মাহফিল ও ইছালে ছওয়াব অনুষ্ঠিত

শেকৃবিতে 'জুলাই স্মৃতিচারণ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

সিংগাইর হাটে জমে উঠেছে শীতের গরম কাপড় বেচাকেনা

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার