ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

এমপির বিরুদ্ধে অপপ্রচার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ষড়যন্ত্রে প্রতিপক্ষরা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ১:২৬

খাগড়াছড়িতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে নতুন ষড়যন্ত্র। এরই মধ্যে একটি চক্র আওয়ামীলীগের সাংগঠনিক সুদৃঢ় অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে স্বার্থ হাসিলসহ খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সাধারন ভোটারদের কাছে হেয় প্রতিপন্ন করে ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নে কাজ করছে। 

এ ঘটনায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন,বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে রাজপথ। আওয়ামীলীগ নেতৃবৃন্দরা এ সময় খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মিথ্যা অপপ্রচারে আওয়ামীলীগ ভীত নয় মন্তব্য করে ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানান। 

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলাচত্তর হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। সাংবাদিক সম্মেলনে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী লিখিত বক্তব্যে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানান। এতে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, কুজেন্দ্র লাল ত্রিপুরার সংগঠন ও নেতাকর্মীদের প্রতি দুঃসময়ের ত্যাগ ও জায়গা-সম্পত্তি বিক্রি করে সংগঠনকে টিকিয়ে রেখেছে। একই সাথে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে উল্টো চিত্র তুলে ধরে খাগড়াছড়িতে স্বার্থ হাঁসিলের নীল নকশা,হানাহানি,সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোসহ নানা অপকর্মের কথা তুলে ধরেন। এ সময় তাদের রাজনৈতিক ইতিহাস ও দীর্ঘ কয়েক দশকের চিত্র স্বরণ করিয়ে দেন মংসুইপ্রু চৌধুরী অপু। 

এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড. আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরী, শতরূপা চাকমা,সুদর্শী চাকমা,খোকশ্বের ত্রিপুরা,নিলোৎপল খীসা,ক্যাজরী মারমা, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম,শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারী, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম এতে অংশ নেন। 

এছাড়াও বিক্ষোভ মিছিলে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মো. কাশেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার রইস উদ্দিন, জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল্লাহ হিরো,শামীম চৌধুরী,আফতাব উদ্দিন চৌধুরী,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ^জিৎ রায় দাশ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পরিমল দেবনাথ, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল,জেলা কৃষকলীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য,সাবেক জেলা ছাত্রনেতা ইকবাল বাহার,টিকো চাকমা উপস্থিত ছিলেন।  

গত ৩ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত ভীত্তিহীন মনগড়া অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলনসহ ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন,বানোয়াট,উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন।

সমাবেশে বলেন, জাতীয় সংসদ নির্বাচন এলেই রফিকুল আলম, জাহেদুল আলম ও আওয়ামী লীগ বিরোধী দলের লোকেরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়। উদ্দেশ্যমূলক ভাবে ফাঁয়দা লুটতে তৎপর স্বার্থনীশিমহল আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেন। এছাড়াও খাগড়াছড়িতে আওয়ামী লীগের জনপ্রিয়তা ধ্বংস করতে বিভ্রান্ত ছড়ানো অংশ হিসেবে একের পর এক অপপ্রচার চালিয়ে সফল হবে না বলেও হুশিয়ারী জানান তারা। একই সাথে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামীলীগ নেতারা। 

নির্বাচন আসলেই চিহিৃত ষড়যন্ত্রকারীরা অপতৎপর হয়ে উঠে মন্তব্য করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেছেন,পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে অসাম্প্রদায়িক রাজনৈতিক ঐক্যকে হেয় করাসহ ষড়যন্ত্রকারীদের স্বার্থ হাসিল করতে একের পর এক মিথ্যা সংবাদ প্রকাশ করে খাগড়াছড়িতে রাজনৈতিক ফাঁয়দা লুটার চেষ্টা করছে। 

প্রকাশিত মিথ্যা সংবাদ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রভাব ফেলার পাশাপাশি স্থানীয় ভোটারদের দৃষ্টি অন্যখাতে প্রবাহিত করতে দুস্কৃতিকারীদের এজেন্ডা বাস্তবায়নে মোটা অঙ্কের টাকার বিনিময়ে করা হয়েছে বলে এতে মন্তব্য করা হয়। বিভিন্ন সময় প্রকাশ-অপ্রকাশ্য চিহিৃত ষড়যন্ত্রকারী হিসেবে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা,সহ-সভাপতি শামসুল হক,সাবেক সাধারন সম্পাদক জাহেদুল আলম ও তারই সহদর সাবেক মেয়র রফিকুল আলমকে দায়ী করেন। 

বর্তমানে খাগড়াছড়িতে আওয়ামী লীগের শক্ত অবস্থানকে দুর্বল করতে মহলটি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলে তাদের নানা সময়ের কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় অসত্য ও অসংগতিপূর্ণ তথ্যের জবাব তুলে ধরে প্রশ্নের জবাব দেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির খান ও জেলা পরিষদের বাঙালি সদস্য ও মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন। 

এ ঘটনায় খাগড়াছড়ি জেলা সদরসহ প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশসহ ধারাবাহিক কর্মসূচীর ঘোষনা দেন। সে সাথে চিহিৃত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনি এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এতে বলা হয়, দৈনিক যুগান্তরে প্রকাশিত ৩ সেপ্টেম্বর এর প্রকাশিত সংবাদটি সুদুর প্রসারি ষড়যন্ত্রের ছকে করা। এছাড়াও কয়েকটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে আওয়ামীলীগের ভোট ব্যাংকে আঘাত করতেই চিহিৃত অপশক্তি অপ-তৎপরতার অংশ বলে জানান নেতারা উদ্দেশমূলক ভাবে প্রপাগান্ডা, ধারাবাহিক একের পর এক পত্রিকায় মিথ্যা, ভিত্তিহীন,মনগড়া,বানোয়াট সংবাদ প্রকাশ করানো হচ্ছে। যার তথ্য সম্পূর্ণ মিথ্যা। 

রফিকুল আলম আওয়ামী লীগের কেউ নয় দাবী করে দুই দুইবার পৌরসভা নির্বাচনের নিজেকে আওয়ামীলীগের বিরুদ্ধে প্রার্থী হওয়া, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা, পৌর মেয়র থাকাকালে জেলায় উন্নয়ন ঠিকাদারী,হাট-বাজার ইজারা,টোল-বালু-নিলামে একক নিয়ন্ত্রক ছিলেন বলে অভিযোগ করেন। একই সাথে তার বড় ভাই জাহিদুল আলম ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২০০৯ সালে আওয়ামী লীগ থেকে বহিঃস্কৃত হন বলে জানিয়ে জাহেদুল আলম প্রধানমন্ত্রীকে লাল কার্ড প্রদর্শন করে বলেও অভিযোগ তোলা হয় এতে। 

একই সাথে সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা ও সহ-সভাপতি মাটিরাঙা পৌরসভার মেয়র মো. সামসুল হকের কথা তুলে ধরে প্রকাশিত সংবাদে মনগড়া অবন্তার ও মিথ্যা-বানোয়াট তথ্যে ভরা প্রকাশিত সংবাদ প্রত্যাক্ষান করেন নেতাকর্মীরা। 

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ