রড চুরির অভিযোগে কিশোরকে,রাতভর নির্যাতন নিহতে গ্রেপ্তার-২

রাজধানীর মোহাম্মদপুর থানার টিক্কাপাড়া এলাকায় বরাবো সরকারি প্রাইমারি স্কুলের নির্মানাধীন ভবনে চোর সন্দেহে শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- জহিরুল ইসলাম বাবু, ও আব্দুল বারেক বাবু। ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার সিরাজগঞ্জ সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ।
ঘটনাস্থল থেকে নিহত কিশোরের নির্যাতনে ব্যবহৃত লাঠি, লোহার রড, ক্রিকেট খেলার স্ট্যাম্প ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়তি রায়।
তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর ভোর রাতে চোর সন্দেহে নির্মাণাধীন ভবনের নিরাপত্তা কর্মী নির্মাণ শ্রমিকরা শিশু আকাশকে আটক করে। পরবর্তীতে সকাল ছয়টা পর্যন্ত নির্যাতন চালায়। এতে আকাশ গুরুতর আহত হয় পরবর্তীতে বাসায় যাওয়ার পর সকাল ৮টার দিকে মারা যায়। এই ঘটনায় নিহতের ফুফু মালতি আক্তার (৩০) বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় তিনি অভিযোগ করেন, আকাশ (১৪) মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার হাজী চিনু মিয়া স্কুলে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। ৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আকাশ (১৪) তার বাসা থেকে বের হয়ে রাতে আর বাসায় ফেরেনি। পরবর্তীতে ৭ সেপ্টেম্বর সকাল ৬টার দিকেক একটি মোবাইল নম্বর থেকে ফোন কলে একজন ব্যক্তি জানায়, আকাশ বরাবো সরকারি প্রাইমারি স্কুলের নির্মানাধীন প্লটে পড়ে আছে তিনি যেন আকাশকে সেখান থেকে নিয়ে যান। এই সংবাদ পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ আহত অবস্থায় পড়ে থাকা আকাশকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। এই ঘটনার কিছুক্ষণ পর আকাশের সমস্ত শরীর ঠান্ডা, নিথর ও নিস্তেজ হয়ে আকাশ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে নামে থানা পুলিশ। পরবর্তীতে গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জ সদর থেকে হত্যায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতিরা হত্যার দায় স্বীকার করে পুলিশকে জানায়, ঘটনার দিন ভোর রাতে চোর সন্দেহে তারা আকাশ (১৪) কে প্রথমে আটক করে। পরবর্তীতে ৬/৭ জন মিলে আটকে রেখে দীর্ঘ সময় নির্যাতন করে। অতিরিক্ত নির্যাতনের কারণে আকাশ গুরুতর অসুস্থ হয়ে পরলে জহিরুল ইসলাম বাবু তার ফোন থেকে আকাশের ফুফু মালতি আক্তারকে ফোন করে ডেকে এনে আকাশকে বাসায় পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর আকাশের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তারা সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিয়তি রায় আরও জানান, এই ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের বিষয় তথ্য পাওয়া গেছে। তাদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। অতি দ্রুত বাকি আসামিদেরও গ্রেফতার করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নির্মাণকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হতে চলতি বছরের ২৩ জানুয়ারী থেকে বরাবো বিদ্যালয়টির নির্মাণ কাজ শুরু করে আক্কাস কনস্ট্রাকশন লিমিটেড নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। ৬,৬১,৬৬,৬৭৫ হাজার টাকা ব্যায়ে বিদ্যালয়টির নির্মাণ কাজ শুরুর পর থেকেই মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সেখানে সংঘটিত হয়ে আসছিলো বলে জানান স্থানীয়রা। তবে, স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার পর থেকে এখন পর্যন্ত আক্কাস কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে কাউকে দেখা যায়নি এমন-কি ফোন করলেও কেউ এ বিষয় কথা বলতে চায়নি। তবেঁ দায়িত্বে থাকা সাব কনট্রাকটর কাউসারের নির্দেশ ছিলো আকাশকে মারধরের পিছনে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ইচ্ছা করলে ছেলেটিকে কাউসার বাঁচাতে পারত কিন্তু তিনি তা করেনি।
স্থানীয় অনেকেই এ-বিষয় সকালের সময়কে বলেন,আকাশ ছেলেটা ভালো ছিলো,এলাকায় কোনো বদনাম ছিলোনা। আর ও তো ছোট ছেলে, ও কিসের চোর?? চিনু মিয়া স্কুলে পড়াশুনা করতো মাঝে মধ্যে বরাবো স্কুলের সামনে এসে বন্ধুদের সাথে আড্ডা ও খেলাধুলা করতো। এ হত্যার সঠিক তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে সঠিক বিচার দাবি করেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম

হাটহাজারী বিভিন্ন পুজা মন্ডপে মীর মো:হেলাল উদ্দীনে পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান

ঠাকুরগাঁও য়ে ঐতিহাসিক রসিক রায় জিউ মন্দিরের জেলা প্রশাসন ও জেলা বিএনপির নেতৃবৃন্দ

কোটালীপাড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

কেশবপুরে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড়ে উত্তরা গ্রীণটি ইন্ডাস্ট্রিজ চা কারখানা দখলের অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সর্দার দুলালসহ ১৩ জন গ্রেফতার

বাকেরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সাবেক কাউন্সিলর মোসাম্মৎ রোকসোনা বেগম

কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

দোহারের ঝনকিতে হামলার প্রতিবাদে মানববন্ধন: বিক্ষোভ মিছিল

ভূরুঙ্গামারীতে বিএনপির শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন

পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৮ নারী ও শিশু উদ্ধার

হাতিয়ায় বি এন পি নেতার ৩১ দফা বাস্তুবায়নে লিফলেট বিতরণ ও গন সংযোগ

জুড়ীতে এক আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত
Link Copied