সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স:প্রশাসনিক অনুমোদন পেলেও জনবল অনুমোদন পায়নি

চট্টগ্রামের অন্যতম উপজেলা সাতকানিয়া। উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১৯ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি জনবল। এতে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তাঁদের দাবি, জনবল বৃদ্ধি করে দ্রুত পূর্ণাঙ্গ সেবা চালু করা হোক।
জানা যায়, ৫০ শয্যায় উন্নীত করার পর হাসপাতালে আনা হয় সিজার ডেলিভারি এবং নরমাল ডেলিভারির ব্যবস্থার সব যন্ত্রপাতি। তবে সিজারের সব যন্ত্রপাতি মজুদ থাকলেও নেই সার্জারি কনসালটেন্ট এবং সংশ্লিষ্ট গাইনি ডাক্তার। যার কারণে ৫০ শয্যায় উন্নতি হওয়া এ সরকারি হাসপাতালের সিজার সেবা থেকে বঞ্চিত হচ্ছে গর্ভবতী মায়েরা। ফলে বেসরকারি পর্যায়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে রোগীদের।
স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, গর্ভবতীদের নরমাল ডেলিভারিতে কোনো সমস্যা হয় না। যখন কোনো গর্ভবতীর সিজারের প্রয়োজন হয়, তখন অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সিজার করার মতো প্রয়োজনীয় যন্ত্রাংশ থাকার পরও জনবল না থাকায় এ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে গর্ভবতী মায়েদের ঝুঁকি নিয়ে অন্য হাসপাতালে সিজার করাতে হচ্ছে। দ্রুত জনবল নিয়োগ না দিলে দীর্ঘদিনের এ সব যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম আবদুল্লাহ আল মামুন বলেন, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় হাসপাতাল উন্নীত করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় জনবল এখনো নিয়োগ দেওয়া হয়নি। ফলে যন্ত্রপাতি থাকলেও আমরা সব সেবা দিতে পারছি না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন চৌধুরী ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, সিজারের সুবিধার জন্য ইতোমধ্যে আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। জনবল দিলেই আমরা সিজারের যাবতীয় কার্যক্রম শুরু করব। তবে আমরা এটা দ্রুত করার জন্য চেষ্টায় আছি।
জানতে চাইলে স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভী বলেন, 'আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে সাতকানিয়ার মা-বোনের সিজার করাতে যে দুঃখ-কষ্ট পোহাতে হচ্ছে তা শীঘ্রই সমাধান করা হবে ইনশা-আল্লাহ।' তিনি বলেন, বর্তমান সরকার হচ্ছে জনবান্ধব সরকার, তাই জনস্বার্থে জনবল নিয়োগে সমস্যা হবেনা।
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিন বলেন, আমি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব যাতে আমাদের সাতকানিয়াবাসীর উপকৃত হয়।
সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন 'আমি মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং সিভিল সার্জনের সাথে কথা বলে দেখব বিষয়টি কি করা যায়। ইনশাআল্লাহ সাতকানিয়াবাসী দ্রুত হাসপাতাল থেকে সিজারিয়ান সুবিধা পাবে।'
সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের বলেন, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল যন্ত্রপাতি থাকার পরেও সিজার না হওয়াটা দুঃখজনক। আমি সিভিল সার্জনের সাথে কথা বলব এবং আগামী সমন্বয় মিটিংয়ে বিষয়টি আলোচনা করব।
এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও
Link Copied