পরিষদে চেয়ারে বসা নিয়ে বাকবিতন্ডা;
প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ এনে আদালতে নারী সদস্যের মামলা

কক্সবাজারের কুতুবদিয়ায় উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাকবিতন্ডার ঘটনায় পরিষদের প্যানেল চেয়ারম্যান মনছুর রব্বীর বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ এনে কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ওই ইউপির সংরক্ষিত (৪, ৫ ও ৬নং) নারী সদস্য নাছিমা আকতার। সোমবার (১১সেপ্টেম্বর) কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজে বাদি হয়ে মামলাটি দায়ের করেন এ নারী সদস্য। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ৭ দিনের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর পক্ষে নিয়োজিত আইনজীবী মুহাম্মদ এস এম ছাইফুল্লাহ খালেদ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মনছুর রাব্বী দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ওই নারী ইউপি সদস্যকে উত্ত্যক্ত করে আসছিলেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন লোভ-লালসাও দেখায়। এমনকি সুসম্পর্ক গড়ে তুললে পাকা বাড়ি নির্মাণ ও স্বর্ণালংকার দিবে মর্মেও প্রস্তাব দেন।
এতে আরও উল্লেখ করা হয় গত রবিবার (১০-সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের ২য় তলায় মহিলা কক্ষে বসা অবস্থায় ওই নারী ইউপি সদস্যকে একা পেয়ে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান পাশের চেয়ারে বসে এবং শারীরিক সম্পর্ক করার কুপ্রস্তাব দেয়। এতে সহমত পোষণ না করায় তাকে চুলের মুটি ধরে মারধরসহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করেন। পরে ভুক্তভোগী ওই নারী সদস্যের চিৎকারে অপর কয়েকজন নারী ও পুরুষ সদস্য তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিতে সহযোগিতা করেন।
এদিকে এ ঘটনার সমস্ত অভিযোগ সম্পূর্ণ সাজানো ও বানোয়াট বলে দাবি করেন মামলায় অভিযুক্ত ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও প্যানেল চেয়ারম্যান মনছুর রব্বী।
তিনি বলেন, রবিবার দুপুর ১২ টার দিকে চেয়ারম্যানের কার্যালয়ে একটি বিচার কার্যক্রমে আমিসহ আরও অনেকেই উপস্থিত ছিলাম। কক্ষে বেশ কয়েকটি চেয়ার খালি থাকা সত্বেও মহিলা মেম্বার আমাকে অপমানজনকভাবে চেয়ার ছেড়ে দিতে বলেন। এসময় প্রতিবাদ করায় সে আমার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে যায়। সে সম্পর্কে আমার ভাগ্নি হয়। তাকে কুপ্রস্তাব দেয়ার প্রশ্নই উঠে না। মূলত পরিষদের জামায়াত-বিএনপি পন্থি কিছু সদস্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
বিষয়টি নিয়ে উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম বলেন, রবিবার আমার কার্যালয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে জনসম্মুখে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় দু'জনেই আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন। পুষ্টি ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ তুলেন। মারধরের কোন ঘটনা ঘটেনি।
বাদির অভিযোগের বিষয়ে সত্য/মিথ্যা কোন কিছু বলতে রাজি হননি মামলার ৩নং সাক্ষী ৪ নং ওয়ার্ডের মেম্বার ছাবের আহমেদ। তিনি বলেন, এটি আমাদের অভ্যন্তরিন বিষয়। আমরা নিজেরা বসে মিমাংসা করে পেলব। আপনাকে কোন কিছু বলতে পারবো না। ঘটনার সত্য/মিথ্যা কিছু না বলেই ফোন কেটে দেন তিনি।
তবে ইউপি চেয়ারম্যান জানান,ঘটনার সময় মামলায় সাক্ষী হিসেবে উল্লেখ করা তিন মহিলা মেম্বারের কেউই পরিষদে উপস্থিত ছিলেন না। পুরোটাই বানোয়াট, সাজানো এবং মিথ্যা তথ্য দিয়ে মানহানি করার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন মামলার বিবাদী মনছুর রাব্বি।
স্থানীয়দের অভিযোগ পরিষদের চেয়ারম্যানসহ মেম্বারগণ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। ভাগবাটোয়ারায় যথাযথ না হওয়ায় তাঁরা নিজেরাই দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন। আর এই দ্বন্দ্বের কারনে পরিষদের অভ্যান্তরিন গ্রুপিংয়ের উত্তাপটা জনসম্মুখে বেরুচ্ছে। এতে করে সেবা প্রার্থীদের দুর্ভোগ ও ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছেন সচেতন মহল।
এমএসএম / এমএসএম

তানোর বিএনপির আদর্শিক নেতৃত্বের প্রতিচ্ছবি হযরত আলী মাষ্টার

ঝিনাইদহে গৃহবধূ হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেফতার

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

ভূরুঙ্গামারীতে রানা মেডিকেল স্টোরে চুরি হওয়া ওষুধ, দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ

চাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত
Link Copied