ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

তিন দশক ধরে বন্ধ মোগলহাট বন্দর, পূণরায় চালু হওয়া নিয়ে শঙ্কা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৩-৯-২০২৩ দুপুর ৩:১৮
একসময় লালমনিরহাটে ধরলা নদী তীরবর্তী মোগলহাট বন্দর দিয়ে ভারেতর সাথে সরাসরি রেল যোগাযোগ থাকলেও ৮৮ সালের বন্যায় বন্দরের ভারত সীমান্তে অবস্থিত রেল সেতুটি ক্ষতিগ্রস্থ হলে বন্ধ হয় রেল চলাচল। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় বন্দরের সকল কার্যক্রম। বন্দরটির কার্যক্রম বন্ধ হওয়ায় এই পথে যাতায়াতকারী ব্যবসায়ীদের প্রায় ১০০ কিলোমিটার পথ ঘুরে ভারত-বাংলাদেশ যাতায়াত করতে হচ্ছে। ফলে বেড়েছে ব্যয় ও ভোগান্তি। যা কমাতে বন্দরের কার্যক্রম পূণরায় চালুর দাবি তোলেন ব্যবসায়ী ও স্থানীয়রা। তবে বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পূণরায় চালুর আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। এতে শঙ্কা তৈরি হয়েছে পূণরায় মোগলহাট বন্দরের কার্যক্রম চালু হওয়া নিয়ে।
 
ব্যবসায়ী ও স্থানীয়রা জানিয়েছেন লালমনিরহাটের মোগলহাট বন্দরটিতে শুল্ক স্টেশন ও চেকপোস্ট পূণরায় চালু হলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটার পাশাপাশি বাংলাদেশের সাথে ভারত ও ভূটানের বানিজ্যের উন্নয়ন হবে। সৃষ্টি হবে কর্মসংস্থানের, পরিবর্তন হবে অবহেলিত লালমনিরহাটের অর্থনৈতিক চিত্র। আশরাফুল আলম নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, এখানে কাস্টমস ইমিগ্রেশন ছিলো, মোগলহাট দিয়ে ভারতে ট্রেনও যাতায়াত করতো। তখন ব্যবসায়ীদের পদচারণ ছিলো এই অঞ্চলে। বর্তমানে সব বন্ধ। স্থানীয় যুবক আহসান হাবিব রাজু বলেন, শুনেছি বন্ধ থাকা পোর্টটি আবারো চালু হবে। দুইবছর আগে লালমনিরহাট শহর থেকে মোগলহাট পোর্ট এলাকার ধরলা নদী পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ করা হয়েছে। কিন্তু পোর্ট চালুর বিষয়টি এখনো আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ।
 
লালমনিরহাট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল খালেক বাবু বলেন, একসময় চালু থাকা মোগলহাট বন্দর বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১০০ কিলোমিটার পথ ঘুরে ভারতে যাতায়াত করতে হচ্ছে ব্যবসায়ীদের। মোগলহাট পোর্ট লালমনিরহাট শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার আর মোগলহাট পোর্ট থেকে ভারতের দিনহাটা শহর ৩ কিলোমিটার। এই পোর্টটি চালু হলে ব্যবসায়ীদের ব্যয় কমে আসবে। এছাড়া এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। সরকার দলীয় নেতৃত্ববৃন্দ ও বন্দর সংশ্লিষ্টরা একাধিকবার আশ্বাস দিয়েছে সম্ভাবনাময় এই মোগলহাট বন্দর চালু করার। এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে দ্রুতই মোগলহাট পোর্ট চালু করার দাবি এই ব্যবসায়ী নেতার।
 
মোগলহাট বন্দরের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক বলেন, পরীক্ষা-নিরীক্ষা চলছে। আশা করছি খুব শিগগিরই অগ্রগতি দেখতে পাব।
 
লালমনিরহাটের অর্থনীতিকে এগিয়ে নিতে মোগলাহাট বন্দরের সকল কার্যক্রম দ্রুত চালু করা উচিৎ বলে মনে করে লালমনিরহাটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস বলেন, ৮৮ সালের বন্যায় ধরলা নদীর উপর কথা রেলসেতু ক্ষতিগ্রস্ত হলে দুই দেশের যোগাযোগ ব্যাহত হয়।পরে ধীরে ধীরে কাস্টমস সহ সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে যেসকল পোর্ট চালু রয়েছে মোগলহাট পোর্ট সে তালিকায় নেই। স্থানীয় জনপ্রতিনিধি ও এনবিআর যদি মনে করে এই পোর্টটি চালু হলে এই অঞ্চল ও দেশের অর্থনীতি সমৃদ্ধি হবে তাহলেই এই পোর্টটি চালু হওয়া উচিৎ। তবে দুই দেশের সীমান্তে নদী রয়েছে আর নদীতে ব্রীজ না থাকায় পোর্ট চালুর সম্ভবনা থেমে থাকে।

এমএসএম / এমএসএম

আজ কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ---আসবেন ৫ দেশের কারি

আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল

লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু

নড়াগাতীতে ধর্ষনের শিকার গৃহবধূ, ধর্ষক আটক, থানায় মামলা দায়ের

বারহাট্টায় প্রাথমিক বিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে কর্মস্থলে দুর্ঘটনা: নিহত এক নারী শ্রমিক

রাণীশংকৈলে সার বিতরণে বিশৃঙ্খলা: কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষকরা

সীমাহীন দুর্নীতি-অনিয়মের দায়ে পাবনার একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল সরদার বরখাস্ত

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে শিক্ষকদের কর্মবিরতি ,অভিভাকগণ দিশেহারা

বিজয় দিবস উদযাপনে কোটালীপাড়ায় প্রশাসনের প্রস্তুতি সভা

বাঘায় তারুণ্যের সমাবেশ ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত