যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যা;আদালতে মামলা
যশোরের অভয়নগরে যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা মেহেরুননেছা বিবি নিজে বাদী হয়ে জামাই জাহিদুল ইসলামকে আসামি করে যশোর আদালতে নারী ও শিশুু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মামলা দায়ের করেন।যার মামলা নাম্বার ১৫০/২৩ তারিখ ১৬-৮-২০২৩। উপজেলার দেয়াপাড়া গ্রামের জব্বার মোল্লার ছেলে যৌতুকলোভী স্বামী জাহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আজমিরা খাতুন উপজেলার রাজঘাট গ্রামের জাফরপুর এলাকার শামসুল রহমানের মেয়ে। তার মাওয়া নামের একটি ৭ বছরের কন্যা সন্তান রয়েছে। নিহতের পরিবার দাবি করে বলেন ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর রহস্য উদঘাটন হবে।
মামলার বিবরণী থেকে জানা যায়,অভয়নগর উপজেলার দিয়াপাড়া গ্রামের স্বামী জাহিদুল ইসলাম তার স্ত্রী আজমিরা খাতুন (২৬) কে শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় নির্যাতন করে বালিশ চাপা দিয়ে হত্যা করে।তার স্বামী জাহিদুল কৌশলে ঘরের আড়ায় দড়ি ঝুলিয়ে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ এসে উপজেলার দেয়াপাড়া এলাকার জব্বার মোল্লার বাড়ি থেকে আজমিরার মরাদেহ শোবার ঘর থেকে উদ্ধার করে।নিহত আজমিরার শরীরে আঘাতের চিহ্ন,মাটিতে শোয়ালে হাত মাথার উপরে উঠানো,কিন্তুু গলায় ফাঁসের দাগ নেই।তার গায়ে কাদা মাটি মাখা অবস্থায় থাকতে দেখা যায়।যে কারনে সন্দেহ করে,পুলিশ লাশ মর্গে প্রেরণ করেন।আরো জানা যায়,আসামি জাহিদুল আজমিরার বাবাকে ভুল বুঝিয়ে একটি কাগজে স্বাক্ষর করিয়ে নেন এবং তাকে থানায় যেতে নিষেধ করে।এক পযার্য়ে আসামি বাদীর স্বামীর স্বাক্ষর করা কাগজ থানায় জমা দিয়ে অপমৃত্যুর মামলা দায়ের করে।পরে পুলিশ সুরতহাল ও ময়না তদন্তের শেষে লাশ বাদীর স্বামীর নিকট হস্তান্তর করেন।ওই দিন বাদী থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার বাদী মেহেরুননেছা বলেন,আমার মেয়ে আজমিরা,তার স্বামী জাহিদুল ইসলাম তাকে আমার স্বামীর কাছ থেকে ৫০ হাজার টাকা যৌতুক আনার দাবি করে আসছিল। যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় আমার মেয়েকে বালিশ চাপা দিয় হত্যা করে এবং লাশ নিয়ে নাটক করতে থাকে।স্থানীয়রা পুলিশ খবর দিলে থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরো বলেন,আমার মেয়ে নিহত হওয়ার আগে তার স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আমাদের বাড়িতে চলে আসে। আমরা বুঝিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ঐ দিন আবার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয়।যাওয়ার ২ঘন্টা পর তাকে নির্যাতন করে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।আমার মেয়েকে হত্যা করা হয়েছে।আমি এর বিচার চাই।
নিহতের পিতা শামসুল রহমান বলেন,প্রতিনিয়ত জামাই আমাদের কাছে মেয়ের মাধ্যমে যৌতুকের টাকার জন্য বলত।পর্যায়ক্রমে ৩৫ হাজার টাকা,৪০হাজার টাকা,ইট ও টিন বাবদ ৬০হাজার টাকা,নাতি মাওয়া জন্ম গ্রহণের সময় ২৬হাজার টাকা,তার ঘরের আসবাবপত্র কিনতে ৩০হাজার টাকা নেন।
উল্ল্যেখ্য,যৌতুকের টাকা না দেওয়ায় আজমিরাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। ওই সময় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। যার মামলা নং-৩৫।কিন্তুু তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।যে কারনে থানার পুলিশ লাশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।পুলিশ জানিয়েছেন রিপার্ট এখনো হাতে আসেনি।ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে হত্যার রহস্য উদঘাটন হবে এবং আমরা সুষ্ট বিচার পাবো বলে আশাবাদী।
এমএসএম / এমএসএম
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
Link Copied