খুলনার কপিলমুনিতে পুলিশ কর্তৃক ব্যাবসায়ীকে হুমকিসহ ২০ হাজার টাকা দাবির ঘটনায় সংবাদ সম্মেলন
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি পুলিশ ফাঁড়ির এস আই সাহাজুল কর্তৃক বরফ ব্যবসায়ীকে হুমকি ধামকিসহ ২০ হাজার টাকা দাবির ঘটনায় সংবাদ সম্মেলন করেছে উপজেলার কপিলমুনি বাজারের বরফ ব্যাবসায়ী বিধান বিশ্বাস। রবিবার (১৭ সেপ্টেম্বর) কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের সামনে হাজির হয়ে বিপ্লব সাধু ও পুলিশের এ কর্তার বিরুদ্ধে অভিযোগ এনে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি কপিলমুনি বাজারের একজন স্বনামধন্য ব্যবসায়ী, বাজারের উত্তর প্রান্তে আমার বরফকল প্রতিষ্ঠানসহ ব্যবসা রয়েছে।আমার ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন ও রানীকুঠিরের পার্শ্বে আমার নিজস্ব একখণ্ড জমি রয়েছে, যেখানে বিভিন্ন ফলজ বৃক্ষ রয়েছে। এরই পার্শ্বে কপিলমুনি বাজারের স্টীল ব্যবসায়ী নির্মাণ বিপনির মালিক স্বর্গীয় বিশ্বনাথ সাধুর পুত্র প্রভাবশালী বিপ্লব সাধুর "সাধুস্টীল কর্পোরেশনের ভবনের কাজ চলমান। গত ১২ সেপ্টেম্বর আমাকে না জানিয়ে বিপ্লব সাধুর নির্দেশে তার কর্মচারী ও নিজস্ব লোকজন আমার নিজ জমির সীমানায় লাগানো ৩টি মাঝারি সাইজের আমগাছ কেটে ফেলে। এ ঘটনায় আমি রীতিমতো হতবাক হয়ে যায়। এলাকার মানুষকে জানালে বিপ্লব সাধু নিজের বেআইনি কাজকে সামাল দিতে ও আমি কোন আইনী পদক্ষেপ গ্রহণ করছি কিনা এ আশংকায় পুলিশকে দিয়ে হয়রানি করতে উঠেপড়ে লেগেছে।
এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর আনুমানিক সকাল ১১ টার সময় স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়ির দারোগা এস আই সাহাজুল ইসলাম (সাজু) সঙ্গীয় ফোর্সসহ আমার ব্যবসা প্রতিষ্ঠান বরফমিলে এসে আমাকে তাৎক্ষণিক পাইকগাছা থানা ওসি সাহেবের ডেকেছে বলে যেতে বলেন। হঠাৎ জরুরী এমন নির্দেশে কি করবো ভেবে পাচ্ছিলাম না। কি জন্য যেতে বলেছে, জানার জন্য আমি সাহাজুল স্যারকে বলি স্যার, ওসি স্যার আমাকে কোন বিষয়ে ডেকেছেন। তখন তিনি রাগান্বিত হয়ে কিছু না জানিয়ে আমাকে তাদের সাথে যেতে বলেন। আমি থানায় সাক্ষাতের জন্য একদিন সময় প্রার্থনা করলে এস আই সাহাজুল ফাঁড়িতে ফিরে যান। পরবর্তীতে বেলা ১ টার সময় এস আই সাহাজুল পুনরায় আমার বরফমিলে আসেন এবং আমাকে ধমকা ধমকি করেন। এক পর্যায় আমি সাহাজুল স্যারকে বলি, স্যার আমি যদি কোন অপরাধ করি তাহলে আমাকে ক্ষমা করে দেন। তখন তিনি পাশে ডেকে নিয়ে বলেন, যদি তুমি বিশ হাজার টাকা দাও তবে আমি মিটাতে পারি। তোমাকে থানায় ওসি সাহেবের কাছে যাওয়া লাগবে না। এমন পরিস্থিতিতে আমিসহ আমার পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছি। যে কারণে বিপ্লব সাধুর অপকৌশল ও অঙ্গুলি হেলেনে পুলিশ অফিসার সাহাজুলের এহেন কর্মকাণ্ডের হাত থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
আশুলিয়ায় অস্বাভাবিক হারে বেড়েছে ভিক্ষাবৃত্তি
কুতুবদিয়ায় মা-ছেলেসহ তিনজন অগ্নীদগ্ধ ৩
রাণীনগরে আমন ধনের বাম্পার ফলন ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা
মধুখালি উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত
মনোহরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ - ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধ ও আলোচনা সভা
নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি ৩১টি গাছ কেটে নেওয়ার ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
রাঙ্গামাটিতে তিন দিনের ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুমিল্লায় বিআরটিএর মোবাইল কোর্ট অভিযান
ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ নির্বাচিত হলেন শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমান
তানোরে সার পাচারকালে ৬০ বস্তা সার জব্দ
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে, মোহনগঞ্জে মাদকের আস্তানা উৎখাতে মশাল মিছিল ও বিক্ষোভ
আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ উদ্বোধন ও উৎসাহী খামারীদের মাঝে পুরস্কার বিতরণ
Link Copied