খাস জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের তালতলা এলাকায় ৪৮০ শতাংশ সরকারি খাস জমি অবৈধ দখলদারের হাত থেকে মুক্ত করার দাবিতে বুধবার ওয়ার্ডবাসী মানববন্ধন করেছেন।
আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে উচ্ছেদ অভিযান চালিয়ে খাস জমি দখলমুক্ত করা না হলে স্মারকলিপি, ঝাড়ু মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা করা হয়েছে।বুধবার পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে যশোর-খুলনা মহাসড়কের তালতলা নামক স্থানে এ মানববন্ধন হয়।মানববন্ধনে বক্তারা নতুন কর্মসূচি ঘোষণা করেন।এর আগে গত ১৮ সেপ্টেম্বর একই দাবিতে ওয়ার্ডবাসী নওয়াপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।মানববন্ধনে সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা ফারাজী।ওয়ার্ড আওয়ালীগের সম্পাদক সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বিশ্বাস,কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা,কাউন্সিলর বিপুল শেখ, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম,কাউন্সিলর রাশেদা বেগম লিপি,পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জাকির হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক খন্দকার আল ইমরান প্রমুখ।
এমএসএম / এমএসএম