ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়িতে বিএনপির বিশাল সমাবেশ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ৩:৪২

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, দেশে-বিদেশে শেখ হাসিনা সরকারের বিদায়ের আওয়াজ উঠেছে। বিদেশি রাষ্ট্রগুলো শেখ হাসিনাকে না করে দিয়েছে। দেশের মানুষ রাস্তায় নেমেছে। এবার আর শেষ রক্ষা হবে না। অচিরেই বাংলার মানুষ বিজয় মিছিল করবে। বেগম খালেদা জিয়া জালিম সরকারের কবল থেকে মুক্তি পাবে, তারেক রহমান দেশে ফিরবে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে রবিবার (২৪ সেপ্টেম্বর) খাগড়াছড়িকে আয়োজিত বিশাল সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলে তার আগেই সমাবেশস্থল মিল্লাত চত্বর সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।

বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সংাগঠনিক সম্পাদক আবুল কাসেম রাসেল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা যুবদলের যুগ্ম সাধারম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক একরাম হোসেন রানা, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া ও জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, মংসুইথোয়াই চৌধুরী, হাফেজ আহমেদ ভূইয়া, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলে আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, জেলা মহিলা দলের সাধারন সম্পাদ শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহিদুল আলম ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

রূপগঞ্জে তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাপাসিয়ায় ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন