ডামুড্যায় দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত

‘শিক্ষার আলো জ্বালাব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ মুল প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দিনব্যাপী জাতীয় শিক্ষাক্রম রুপরেখা বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নে শিক্ষা উপকরণ মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে মেলার স্টল গুলো ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা ও ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান ,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, একাডেমিক সুপারভাইজার ফরহাদ হোসেন, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, দারুলআমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ ইঞ্চিনিয়ার ছিদ্দিকুর রহমান,ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল জহিরুল ইসলাম, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার, শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন,পূর্ব ডামুড্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন উপকরন দিয়ে তৈরি টেবিল ল্যাম্প,ড্রোন,কম্পিউটার, রোবট, মাইক্রোস্কোপ,অনু বিচক্ষণ যন্ত্র সহ বিভিন্ন উপকরণ। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন দেশীয় ফলের স্টল গুলো ছিল চোখে পড়ার মতো।
বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থীরা বলেন, আমরা নতুন শিক্ষাক্রম চালুর বিভিন্ন ভাবে বাস্তমুখী আমরা টেবিল ল্যাম্পটি তৈরি করেছি, বিদ্যুৎ চলে যাওয়ার পরেও এই ল্যাম্প দিয়ে পড়াশোনা করতে পারি। আমরা রোবট তৈরি করতে পারি।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বলেন,আমরা বিভিন্ন উপকরন দিয়ে নতুন যন্ত্র পাতি বানাতে পারি, আমরা গাড়ি বানাতে পারি।যেসব জায়গায় আমরা পৌছাতে না পারবো এর মাধ্যমে ছবিসহ তথ্য উপাত্ত পেয়ে যাবো।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা বলেন, ২৩ টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ মেলা শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা নতুন শিক্ষাক্রম সম্পর্কে সহজে গ্রহণ করেছেন যার প্রতিফলন এই উপকরন মেলার মাধ্যমে উপস্থাপিত হয়েছেন।আমরা আশা করি নতুন শিক্ষা বাস্তবায়ন করতে পারলে স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার বলেন, শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন আমাকে আসার সঞ্চার ঘটেছে। এরাই পারবে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে।
এমএসএম / এমএসএম

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক

ঠাকুরগাওয়ে কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নে ইন্টারফেইজ সভা

শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার পেতাত্মারা রয়ে গেছেঃ আলতাফ হোসেন চৌধুরী

১০ লাখ টাকা চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে যুবদল নেতাদের হামলা, দু’জন গুলিবিদ্ধ

টেকসই জ্বালানি ভবিষ্যতের জন্য এখনই পদক্ষেপ দরকার

নির্বাচনে বানচাল করার জন্য পিআরের দাবীতে অপচেষ্টা চালানো হচ্ছে : ফরহাদ হোসেন আজাদ
