ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ডামুড্যায় দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৫-৯-২০২৩ দুপুর ৪:৩২

‘শিক্ষার আলো জ্বালাব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ মুল প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দিনব্যাপী  জাতীয় শিক্ষাক্রম রুপরেখা বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নে  শিক্ষা উপকরণ মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের  আয়োজনে আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে মেলার  স্টল গুলো ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা ও ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান ,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, একাডেমিক সুপারভাইজার ফরহাদ হোসেন, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, দারুলআমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ ইঞ্চিনিয়ার ছিদ্দিকুর রহমান,ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল জহিরুল ইসলাম, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার, শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন,পূর্ব ডামুড্যা আদর্শ   উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন উপকরন দিয়ে তৈরি  টেবিল ল্যাম্প,ড্রোন,কম্পিউটার, রোবট, মাইক্রোস্কোপ,অনু বিচক্ষণ যন্ত্র সহ বিভিন্ন উপকরণ। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন দেশীয় ফলের স্টল গুলো ছিল চোখে পড়ার মতো। 

বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থীরা বলেন, আমরা নতুন শিক্ষাক্রম চালুর বিভিন্ন ভাবে বাস্তমুখী আমরা টেবিল ল্যাম্পটি তৈরি করেছি, বিদ্যুৎ চলে যাওয়ার পরেও এই ল্যাম্প দিয়ে পড়াশোনা করতে পারি। আমরা রোবট তৈরি করতে পারি।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বলেন,আমরা বিভিন্ন উপকরন দিয়ে নতুন যন্ত্র পাতি বানাতে পারি, আমরা গাড়ি বানাতে পারি।যেসব জায়গায় আমরা পৌছাতে না পারবো এর মাধ্যমে ছবিসহ তথ্য উপাত্ত পেয়ে যাবো। 

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা  বলেন, ২৩ টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ মেলা শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা নতুন শিক্ষাক্রম সম্পর্কে সহজে গ্রহণ করেছেন যার প্রতিফলন এই উপকরন মেলার মাধ্যমে উপস্থাপিত হয়েছেন।আমরা আশা করি নতুন শিক্ষা বাস্তবায়ন করতে পারলে স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার  বলেন, শিক্ষার্থীদের  নতুন নতুন উদ্ভাবন আমাকে আসার সঞ্চার ঘটেছে। এরাই পারবে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে। 

এমএসএম / এমএসএম

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই