ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পাহাড়ে বেঁড়েছে জায়গা দখলদারদের উৎপাত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৭-৯-২০২৩ বিকাল ৫:৪

পার্বত্য চট্টগ্রামে বেড়েছে জায়গা দখলদারদের উৎপাত। একের পর এক অন্যের জায়গা দখলে মরিয়া চক্রটি। এ প্রতারক চক্র নিজেদের খেয়াল খুশিমতো অন্যের রেকর্ডিয় জায়গায় গাছপালা কেঁটে তাতে জায়গার মালিকদের অজান্তে সীমানা বেড়া দিয়ে তা দখলের চেষ্টা করে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে প্রতিনিয়তই। বর্তমানে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী মধ্যপাড়ায় কাপ্তাই বাঁধের ক্ষতিগ্রস্থ প্রজা মৃত-ছিদ্দিক আহম্মদ এর ছেলেদের পৈত্তিক সম্পত্তিতে ধারাবাহিকভাবে প্রভাব খাঁটিয়ে অবৈধ ভাবে দখলের চেষ্টায় মামলা তদন্ত চলাকালে গাছপালা কেটে নিয়ে যাচ্ছে। এছাড়াও নানা ভাবে এ চক্রের হয়রানী থামছেই না। তারপরও প্রভাবশালীদের ইন্ধনে সক্রিয় প্রতারক,অবৈধ দখলদার চক্রটি।   

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী নামক স্থানে এক শ্রেণির প্রতারক চক্র একের পর এক হয়রানি করে যাচ্ছে রাঙ্গামাটি জেলা থেকে পূর্নবাসিত ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদেরকে। তারা একের পর এক হাইকোর্টের রায়ের নিদের্শ অমান্য করছে। একেক সময় একেক জন গাছপালা কেটে দাঁঙ্গা সৃষ্টি করে যাচ্ছে। এর অপসারণ চায় ভূক্তভোগী পরিবার। 

এসব দাঙ্গা সৃষ্টি কারীদের বিরুদ্ধে খাগড়াছড়ি আমলী আদালতে একটি ২৪৪/২২ মামলা রুজু করা হয়েছে। যা মামলা তদন্তাধীন সিআইডিকে ন্যাস্ত করা হয়েছে। মামলার তদন্ত চলাকালীন সময়ও তারা গাছ পালা কেঁটে জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দিচ্ছে প্রাণনাশের হুমকি। এ চক্রে বর্তমানে সক্রিয় সদস্যরা হচ্ছে- শাহিন, আব্দুল আলী, কামাল, রুবেল, ফাতেমা আক্তার ও ওমর ফারুক সহ ২০/২৫জন। এরা সবাই জায়গা দখলের চেষ্টা মামলার আসামী।


এর পর বাদী পক্ষের বিশেষ আবেদনের প্রেক্ষিতে মামলার নথি উপস্থাপন করা হলে, গত ৭ সেপ্টেম্বর ১৯৯৭ দেওয়ানী ২৪/৯৪ নং মামলার রায় ঘোষিত হয়। অত্র জারী মামলায় অদ্যবধি আদালতের উক্ত রায় কার্যকর হয়নি। সিভিল র্জজ আদালতে ৫২/০৩ সীমানা পরিচিহ্ন মামলা করা হয় এতে ১২জনকে প্রথমে এবং পরে ১জনেসহ মোট ১৩জনের বিরুদ্ধে পরে মামলা করা হয়। এরা হলেন, ১। হরিকুমার দাস, ২। আব্দুর রহিম, ৩। মাহামুদ আকবর ভূইয়া, ৪। আব্দুর শহিদ, ৫। জয়নাল আবেদীন, ৬। এরশাদ আলী, ৭। দারেন্দ্র দাস, ৮। দিরেন্দ্র নাথ, ৯। রসমহন দাস, ১০। বাবুল চন্দ্রশীল, ১১। অঙ্গ দেওয়ান, ১২। রফিকুল ইসলাম, ১৩। ফজর আলী। 

তবে এদের মধ্যে জয়নাল আবেদীন, মাহবুব আকবর ভূইয়া, দারেন্দ্র দাস, দীরন্দ্র নাথ, রসমহন, বাবুশীল, রফিকুল ইসলাম বিরোধকৃত জায়গা বাদীপক্ষের অনুকুলে আদালতের নিদের্শনায় ছেড়ের চলে গেলেও বর্তমানে এরশাদ আলী তার ছেলেকে দিয়ে অবৈধ ভাবে জায়গা দখলের উদ্দেশ্যে ঘর নির্মাণ ও ঘীরা বেড়া দিচ্ছে বলে যানা গেছে। এছাড়া আব্দুর রহিম আংশিক জায়গা দখল করে কিন্তু তার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। 

সিদ্দিক আহম্মদের ওয়ারিশ হিসাবে আবু তালেব গংদের নামে ২০৮নং মানিকছড়ি মৌজার ১৬৮নং খতিয়ানের ৩ একর ৯৫ শতক, ৪৮নং হোল্ডিং এর ৫ একর, ৫০৫ হোল্ডিং এর  সাড়ে তিন একর মোট ১২.৪৫ একর জমি রেকর্ড ভুক্ত আছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের রায় মোতাবেক ও হাই কোটের পর্যালোচনায় ২.৯২ একর জমি আবেদনকারী প্রাপ্ত হয়েছে। এছাড়াও ৪৮নং হোল্ডিং এর ৫৫৪০ দাগের ১ একর, ৫২৯২ দাগের ১.৩২ একর উক্ত হোল্ডিং এর ৫একর জায়গা থাকলেও দুইটি দাগে বিরোধ ছিলো। তদন্তে আরো দেখা যায় যে, ৫২৯২ দাগে ৪৮নং হোল্ডিং এর জায়গা সিদ্দিক আহাম্মদের ছেলে আবু তালেব গংদের জায়গা কিন্তু জৈনিক ফজর আলী ৬১৮নং হোল্ডিং এর ৫ একর দাবি করে। ৫৫৪০ দাগের জমিতে প্রতিপক্ষ এরশাদ সেলিম মিস্ত্রি অবৈধ দখলে আছে। তদন্তকালে তারা কোনো কাগজপত্রাদী দেখাতে পারেনী। তদন্ত বাদী পক্ষের নামীয় ৫০৫ হোল্ডিং এর উত্তর-দক্ষিন অংশে ৪৮নং হোল্ডিং এ ৫.০০ একর টিলা ভূমি ও ৫০৫নং হোল্ডিং এ ৩.৫০ একর জায়গা মোট ৮.৫০ একর জায়গা বন্দোবস্তি মূলে রেকর্ড করা হয়েছে। ২২/৭২ মামলার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের রায় মোতাবেক ও হাই কোটের পর্যালোচনায় জৈনিক ছানোয়ার মিয়ার সাথে বিরোধকৃত ২.৯২ একর জায়গা সিদ্দিক আহাম্মদ প্রাপ্ত হন। উক্ত  জায়গার মধ্যে পরবর্তিতে দুইটি শরণার্থী হোল্ডিং সৃজন করে দেখা হয় তার পূর্বেই ১৯৭৪/৭৫ মূলে ছিদ্দিক আহাম্মদের নামে বন্দোবস্তি প্রাপ্ত হয়। তাহা নাম জারী করে সিদ্দিক আহাম্মদের ছেলে নুরুল আলম, শাহ আলম ও আবু তালেবের নামে নামজারী করা হয়। সুতরাং উক্ত ভূমির বাদী পক্ষের মালিকানা বৈধ। উপরোক্ত বাদীপক্ষের মালিকানা ভূমিতে অবৈধ দখলে আছেন বিবাদীরা। বিবাদী পক্ষ বন্দোবস্তির পাওয়ার পূর্বে আবু তালেব গংরা বন্দোবস্তি পেয়েছে। তাই আইনের ন্যায় বিচারের দৃষ্টিতে বিবাদী পক্ষের রেকর্ড বাতিলের প্রয়োজন রয়েছে। একই সাথে অবৈধ দখলদারদেরকে আদালত যোগে উচ্ছেদ করার বিষয়টি জরিত রয়েছে। তাই এক পর্যায়ে মামলার বাদীপক্ষকে প্রতীকার দেওয়া যাচ্ছেনা। পরে আদালত সীমানা পরিচিহ্ন মামলা উচ্ছেদ মামলা করার নিদের্শ দেয়। তখন উক্ত বিরোধী জায়গায় বিরোধ কারীদের উচ্ছেদ করার জন্য জারী মামলা করা হয়। জারী মামলা নং- ৫৪/২০০৩ রুজু করে দীর্ঘ ৪ বছর যাবৎ আদালত মামলা পরিচালনা শেষে অবৈধ দখলকারীদের উচ্ছেদের জন্য একটি রায় প্রদান করা হয়।

ডিক্রীদার দেশের বাইরে থাকার এবং রাজনৈতিক কারণে মামলায় তদবীর করতে না পারায় জারী মামলায় রায় কার্যকর করনে বাধাগ্রস্থ হয়েছে। এক্ষণে দেওয়ানী কার্যবিধি আদেশ ২১ নিয়ম ১১ মোতাবেক বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট খাগড়াছড়ি পার্বত্য জেলার মাধ্যমে দেওয়ানী ২৪/৯৪নং মামলায় গত ৭ সেপ্টেম্বর ১৯৯৭ সালে প্রদত্ত রায় কার্যকর করার জন্য বিজ্ঞ আইনজীবীযোগে জানান। দেওয়ানী ২৪/৯৪নং মামলায় প্রদত্ত গত ৭ সেপ্টেম্বর ১৯৯৭খ্রিঃ তারিখে রায় দেখা যায়। জারী ৫৪/২০০৩নং মামলায় নথি পর্যালোচনা করলাম। আদালতে রায় কার্যকর করার জন্য উপজেলা নির্বাহী অফিসার, মানিকছড়িকে গত ৭ জুলাই ২০০৪খ্রিঃ তারিখ আদেশ দেয়া হয়েছে। কিন্তু তিনি রায় কার্যকর করে প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছেন। রায়ে দেখা যায় যে, ২০৮নং মানিকছড়ি মৌজার ৪৮নং হোল্ডিং ৫২৯০ দাগে ০.৬৮ একর, ৫২৯২নং দাগে ৩.৩২ একরের বিরোধ ১.৩২ একর এবং ৫৫৪০ নং দাগের ১.০০ একর মোট ৫.০০ একর জমিতে বাদীপক্ষের মালিকানা স্বত্ব ঘোষণা করা হয়েছে এবং অবৈধ দখলদার বিবাদীগণকে এক মাসের মধ্যে জমির দখল ছেড়ে দেয়ার জন্য আদেশ দেয়া হয়েছে। ব্যর্থতায় আইনানুগ ভাবে উচ্ছেদ করা হবে। 

পরে যেদিন প্রশাসন উচ্ছেদ কার্যক্রম করতে যায় সেই দিন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের আদালতে বিবাদী পক্ষ পূনরায় আপিল করেন। আপিলের প্রেক্ষিতে উচ্ছেদ কার্যক্রম স্থগিত হয়ে যায়। যার কারনে র্দীঘদিন মামলা চলমান থাকার পর খাগড়াছড়ি জেলা জর্জ একটি অমিমাংশিত রায় ঘোষনা করা হয়। এর পর উক্ত অমিমাংশিত রায়ের বিরুদ্ধে সিভিল রিভিশন মামলা নং ২৪৩১/২০১৩ একটি মামলা হাইকোটে রুজু করলে উক্ত অমিমাংশিত রায় স্থগিত করা হয়। পরে হাইকোট ব্যাঞ্চ আবু তালেবের করার মামলা পূর্বের রায় বহাল রেখে শুনানীর জন্য অপেক্ষামান অবস্থায় রয়েছে।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ