সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের সম্প্রসারিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন
সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের সম্প্রসারিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি স্বপন সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের শূভ সূচনা হয়।
৮৮ যশোর ৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত হয়ে সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের সম্প্রসারিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানে অধ্যক্ষ আব্দুল লতিফ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২ নং সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল,বীর মুক্তিযোদ্ধা ও ২ নং সুন্দলী আওয়ামীলীগের সভাপতি অধীর কুমার পাড়ে, আওয়ামীলীগ নেতা চৈতন্য মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস,সুন্দলী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক অমর বিশ্বাস,সুন্দলী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সুন্দলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সোহাগ বিশ্বাস, ইউপি সদস্য শিশির সরকার,শিপন কুমার বিশ্বাস সহ অনেকেই।সহকারী অধ্যাপক বীরেন্দ্রনাথ সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উদ্ভোদন অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের পরিবেশনায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পরবর্তীতে খুলনা বেতার থেকে আগত শিল্পীদের পরিবেশনায় হয় বিশেষ গানের অনুষ্ঠান। শত শত দর্শনাথীদের উপস্থিতিতে মুখরিত হয় কলেজ প্রাঙ্গন।
এমএসএম / এমএসএম