ইউপি সদস্যের" ডাম্পার ট্রাক" ইচ্ছে করেই পিষিয়ে মারল এক শিশু

সাতকানিয়ায় এক ইউপি সদস্যের ইটবাহি ডাম্পার ট্রাক কেঁড়ে নিলেন এক কৃষকের ৫বছর বয়সী ছেলো শিশুর প্রাণ।শনিবার(৩০শে সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার এওচিয়ার ১নং ওয়ার্ডের ছনখোলা কেবিএম নামক ব্রিকফিল্ডের সামনে এই ঘটনা ঘটে।
গাড়িতে পিষিয়ে নিহত ছেলেটি একই এলাকার কৃষক তাজুলের প্রথম সন্তান নাম মো:জুনাঈদ বয়স তার মাত্র ৪বছর ৬মাস।পিষিয়ে মারার ঘটনায় গাড়ীসহ জাহাঙ্গীর নামে ঘাতক ড্রাইভারকে আটক করা হলেও পলাতক গাড়ীর মালিক ফজল হক ও তার পার্টনার সাবেক জনপ্রতিনিধি।
জানাযায়,এওচিয়া ছনখোলা নামক নাম্বারবিহীন অবৈধ একাধিক ডাম্পারের মালিক মাটি ব্যবসায়ী এওচিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের প্রভাবশালী ইউপি সদস্য ফজল হক, তিনি রাত-বিরেতে পাহাড় কাটার জন্য এবং ব্রিকফিল্ডের অবৈধ কাঠবহন করার জন্য এই ডাম্পারগুলি নিয়মিত ক্রয়বিক্রয় করে থাকেন এবং পাহাড়ী ওই জনপদে তার হেফাজতে সাবেক এক জনপ্রতিনিধির যৌথ পরিচালনায় অন্তত ২৫টি ডাম্পার ট্রাক ব্যবহৃত হয়।
আর ওই গাড়ী চালনার জন্য স্থানীয় এক ক্যাডার বাহিনীকে কর্মসংস্থান হিসেবে দিয়ে থাকেন সাবেক জনপ্রতিনিধি ও ইউপি সদস্য আবুল ফজল হক।
ফলে ওই গাড়ীবহর চক্রে নিয়মিত ঘটে থাকে একটা-না একটা ঘটনা।সর্বশেষ শনিবার সকালে কৃষক তাজুলের ছেলে জোনাঈদ তারই বাড়ির সামনে দাড়াঁলে বেপরোয়া গতির ডাম্পারটি ছেলেকে ধাক্কা দিলে রাস্তার পাশেই পড়ে যায় ছেলেটি তবে চলে যাওয়া ডাম্পার ট্রাক অন্তত ৩০ফুট সামনে থেকে পেছনে এসে আহত ছেলেটির পেটের উপর ডাম্পার তোলে দিয়ে মৃত্যু নিশ্চিত করেন ডাম্পারটির ঘাতক ড্রাইভার জাহাঙ্গীর।
ফলে নিহত ছেলে শিশুর পেটের আতিভূড়িঁ সব বের হয়ে যায়।এদিকে মৃত্যু নিশ্চিত করে ঘাতক ডাম্পার চালক জাহাঙ্গীর চলে যেতে চাইলো স্থানীয়রা ডাম্পারটিসহ চালক জাহাঙ্গীরকে আটকে রাখেন।পরে স্থানীয় পুলিশ বিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চালকও গাড়ী জব্দ করে স্থানীয় থানা পুলিশকে খবর দেন। পরে সাতকানিয়া থানা পুলিশের ওসি তদন্ত আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিহত পরিবারের খোঁজখবর নেন। এদিকে নিহত শিশুর পিতা কৃষক তাজুল বলেন, আমার ছেলে প্রথমে গাড়ীর সাথে ধাক্কা খায় কিন্তু ঘাতক চালক জাহাঙ্গীর আবার অন্তত ২০ফুট দূর থেকে পেছনে এসে পিষিয়ে মৃত্যু নিশ্চিত করেন,এটা গাড়ী এক্সিডেন্ট নয় এটা একটা পরিকল্পিত হত্যা,আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
এদিকে অন্তত শতাধিক স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে প্রতিবেদককে একই কথা বলে গাড়ীর মালিক ইউপি সদস্য ফজলও ঘাতক ড্রাইভার জাহাঙ্গীরের বিচার দাবীর পাশাপাশি লাইসেন্স বিহীন ড্রাইভার নিয়োগ করে পাহাড়ী জনপদে বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি করার অপরাধে এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক এক জনপ্রতিনিধি ও ইউপি সদস্য আবুল ফজল হকের বিচার দাবী করেন।
ঘটনাস্থলে প্রতিবেদক সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায় সাবেক জনপ্রতিনিধির একাধিক ক্যাডার বাহিনীরা সদস্যরা নিহতের পরিবার ও সাতকানিয়া পুলিশ প্রশাসনকে ঘাতক ড্রাইভারকে এবং জব্দকৃত গাড়ী ছাড়িয়ে দেয়ার জন্য নানান তদবির করতে কিন্তু পুলিশ প্রশাসনকে তাদের তদবিরজনিত আচরণের বিরুদ্ধে অবস্থান করতেও দেখা যায়
এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা
