পাইকগাছায় ১৫৫ টি পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গা পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। চলতি মাসে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, অনেক জায়গায় প্রতিমা তৈরির কাজ চলছে আবার অনেক মন্দিরে রং তুলি দিচ্ছেন কারিগররা। দুর্গাপূজা উপলক্ষে থানা ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, উপজেলার সব মন্দিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকবে পূজামণ্ডপ গুলো। আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় পুলিশের চৌকস দল টহল দেবে। দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান।
উপজেলার পূজামণ্ডপ গুলোতে দিন রাত্রির পরিশ্রমে গড়া হবে দেবীর প্রতিমা। মুগ্ধ ভক্তরা আবার এই শিল্পীদের যাতে খোঁজেন, সুনাম হয়, দেবী প্রসন্ন হন সে আকাঙ্ক্ষা তাদের থাকে এ জন্যেও সর্বত্মক প্রচেষ্টায় ব্যস্ত থাকেন শিল্পীরা। সময় যত ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি
এ বছর উপজেলার ১০টি ইউনিয়নসহ ১টি পৌরসভায় মোট ১৫৫ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পৌরসভা ৬, হরিঢালী ১৯, কপিলমুনি ১৯, লতা ১৪, দেলুটি ১৫, সোলাদানা ১২, লস্কর ১৭, গদাইপুর ৫, রাড়ুলী ২২, চাদখালী ১৩ ও গড়ুইখালী ইউনিয়ানে ১৩টি মণ্ডপে পূজার প্রস্ততি চলছে। উত্তর নাজিরপুর সার্বজনীন পূজা কমিটির সিনিয়র সহ-সভাপতি শংকর সাধু জানান, আমাদের পূজামণ্ডপে প্রতিবছরের ন্যায় এবার ও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। থাকবে বিশেষ আকর্ষণ। বাংলাদেশ চলচ্চিত্র জগতের নায়ক নায়িকা ও নিত্য শিল্পী।
পূজার মন্ডপগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নের কাজ। মন্ডপে মন্ডপে চলছে প্রতীমা তৈরির মাটির কাজ। তার কয়েক দিন পর শুরু হবে প্রতিমায় রঙের কাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সভাপতি সমীরণ সাধু জানান, এ বছর উপজেলার ১৫৫টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার জন্য সব রকম প্রস্তুতি চলছে। আগামী ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠীতে শুরু হবে দুর্গাপুজো। ওই দিন রাত ১১.২৪ মিনিটে লাগবে সপ্তমী। শনিবার ২১ অক্টোবর সপ্তমী। ওই দিন রাত ৯.৫৪ মিনিটে অষ্টমী। ২২ অক্টোবর রবিবার হবে অষ্টমী পুজো। ওই দিন রাত ৭.৫৯ মিনিটে লাগবে নবমী। ২৩ অক্টোবর সোমবার নবমী ও বিকেল ৫.৪৫ মিনিটে লাগবে দশমী। ২৪ অক্টোবর মঙ্গলবার পড়েছে বিজয়া দশমী।
একটি প্রতিমা তৈরিতে বাঁশ, পেরেক ব্যবহার করে কাঠামো তৈরি করা হয়। তারপর কাঠামের সাথে খড় বা বিচালি দিয়ে পাটের রশি বা দড়ি দিয়ে বাঁধা হয়। পরে মাটি দিয়ে সংযুক্ত করে পাট, বালি ও মাটির সংমিশ্রণ করে বিভিন্ন রকম প্রতিমা মূর্তি তৈরি করা হয়। এগুলো করতে ধীরে ধীরে, শুকানোর জন্য সময় দিতে হয়। কিছু দিন পর মাটির তৈরি গহনা বা ইমিটেশান গহনা ব্যবহার করা হয়। শেষ পর্যায়ে বিভিন্ন রং এর সাহায্যে পরিপূর্ণরূপ দেওয়া হবে তৈরিকৃত প্রতিমার। কিছু কিছু পূজামণ্ডপে প্রতিবছরের ন্যায় এবার ও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। থাকবে বিশেষ আকর্ষণ। বাংলাদেশ চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাসহ নিত্য শিল্পীরা। সব মিলিয়ে উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে জোরকদমে। এখন শুধু অপেক্ষা দুর্গা উৎসবের।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান
ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা
সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার
অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক
কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ
Link Copied