মা-ইলিশ রক্ষায় সমুদ্রে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা
সমুদ্রে ইলিশের প্রজন্ম সমৃদ্ধির লক্ষ্যে মা-ইলিশ রক্ষার্থে ১২ অক্টোবর থেকে আগামী ২ রা নভেম্বর পর্যন্ত সর্বমোট ২২ দিন সমুদ্র ও নদীতে ইলিশ ধরা নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
মা- ইলিশ রক্ষার্থে সমুদ্র ও নদীতে ইলিশ ধরা নিষেধাজ্ঞা জারি সংক্রান্তে বুধবার বিকেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১২ অক্টোবর বৃহস্পতিবার থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত সর্বমোট ২২ দিন সাগর ও নদীতে ইলিশ আহরণ, মজুদ, ক্রয়, বিক্রয় ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়, নিষেধাজ্ঞা অমান্যকারীদের আইনের আওতায় দণ্ডিত করা হবে মর্মেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সাথে বুধবার রাত ১২ টার আগে সাগরে মাছ ধরতে যাওয়া সব ট্রলার (ফিশিং বোট) উপকূলে চলে আসার নির্দেশ দেন উপজেলা প্রশাসন।
সাগর থেকে ট্রলার উপকূলে চলে আসার নির্দেশ দেয়ার পর থেকে বেশ কিছু ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসেন মাঝি- মোল্লারা। উপজেলার শেখেরখীল ফাঁড়ির মুখ, সরকার বাজার, খাটখালী, বাংলা বাজার জেটি এলাকায় বেশ কিছু ট্রলার উপকূলে ফিরে আসতে দেখা গেলেও এখনো পর্যন্ত বেশিরভাগ ট্রলার সাগরে ইলিশ ধরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও উপকূলে ফিরে আসা জেলেদের কাছ থেকে জানা গেছে।
বাঁশখালী বোট মালিক সমিতির ক্যাশিয়ার ও ব্যবসায়ী আব্দুস শুক্কুর বলেন, নিষেধাজ্ঞা জারির খবর পেয়ে ট্রলার নিয়ে সাগর থেকে বেশিরভাগ জেলেরা উপকূলে চলে এসেছে, তবে উপকূলে ফিরে আসা জেলেরা মাছ না পাওয়াতে একধরনের হতাশা গ্রস্ত হয়ে পড়েছে, এবছর ভরা মৌসুমেও সাগরে ইলিশের তেমন দেখা মেলেনি।
বাংলাবাজার এলাকার কালুবহদ্দার এবং কেফায়েত উল্রাহ জানান, এবছর ইলিশের ভরা মৌসুমেও সাগরে চাহিদা মোতাবেক তেমন ইলিশ ধরা না পড়াতে বেশিরভাগ সময় বোটের স্টাফদের বাজার খরচ পর্যন্ত উঠে তোলতে পারিনাই। এতে বোট মালিকদের লোকসান পোহাতে হচ্ছে। তবুও সরকার ও প্রশাসনের বেঁধে দেয়া নিষিদ্ধ সময়ে সাগরে ইলিশ ধরা থেকে বিরত থাকবেন বলে জানান তাঁরা।
নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ হিসেবে বাঁশখালী উপজেলার ৬ হাজার ৩৪২ জন জেলেকে চাল দেয়া হবে। এতে ওই জেলেরা জনপ্রতি পাবে ২৫ কেজি করে চাউল পাবে বলে জানান গেছে। তবে স্থানীয় বেশি কিছু জেলেরা বলেন, ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের জন্যে আসা বরাদ্দের চাল গুলো প্রকৃত জেলেরা সঠিক ভাবে পায়না, স্থানীয় জনপ্রতিনিধিদের খামখেয়ালির কারণে সামান্য ওই বরাদ্দের চাল থেকেও বঞ্চিত হন প্রকৃত জেলেরা। এছাড়াও জেলেদের যারা পায় তাও আবার সঠিক সময় নয়। তাই জেলেদের জন্যে আসা চাল যাতে প্রকৃত জেলেদের প্রদান করা হয় এবং সঠিক সময় বিতরণ করা হয় সেই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অনেক জেলে পরিবার।
বাঁশখালী সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, এইবারে কাউকে সুযোগ দেয়া হবে না। এ বিষয়ে বোট মালিক সমিতি, জেলে এবং স্টোক হোল্ডারদের সাথে বৈঠক করেছি, বুধবার রাত ১২টার মধ্যে সব ট্রলারকে উপকূলে চলে আসতে নির্দেশ দেয়া হয়েছে। এরপরেও যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে থাকে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাঁশখালী বোট মালিক সমিতির ক্যাশিয়ার ও ব্যবসায়ী আব্দুস শুক্কুর বলেন, নিষেধাজ্ঞা জারির খবর পেয়ে ট্রলার নিয়ে সাগর থেকে বেশিরভাগ জেলেরা উপকূলে চলে এসেছে, তবে উপকূলে ফিরে আসা জেলেরা মাছ না পাওয়াতে একধরনের হতাশা গ্রস্ত হয়ে পড়েছে, এবছর ভরা মৌসুমেও সাগরে ইলিশের তেমন দেখা মেলেনি।
বাংলাবাজার এলাকার কালুবহদ্দার এবং কেফায়েত উল্রাহ জানান, এবছর ইলিশের ভরা মৌসুমেও সাগরে চাহিদা মোতাবেক তেমন ইলিশ ধরা না পড়াতে বেশিরভাগ সময় বোটের স্টাফদের বাজার খরচ পর্যন্ত উঠে তোলতে পারিনাই। এতে বোট মালিকদের লোকসান পোহাতে হচ্ছে। তবুও সরকার ও প্রশাসনের বেঁধে দেয়া নিষিদ্ধ সময়ে সাগরে ইলিশ ধরা থেকে বিরত থাকবেন বলে জানান তাঁরা।
নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ হিসেবে বাঁশখালী উপজেলার ৬ হাজার ৩৪২ জন জেলেকে চাল দেয়া হবে। এতে ওই জেলেরা জনপ্রতি পাবে ২৫ কেজি করে চাউল পাবে বলে জানান গেছে। তবে স্থানীয় বেশি কিছু জেলেরা বলেন, ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের জন্যে আসা বরাদ্দের চাল গুলো প্রকৃত জেলেরা সঠিক ভাবে পায়না, স্থানীয় জনপ্রতিনিধিদের খামখেয়ালির কারণে সামান্য ওই বরাদ্দের চাল থেকেও বঞ্চিত হন প্রকৃত জেলেরা। এছাড়াও জেলেদের যারা পায় তাও আবার সঠিক সময় নয়। তাই জেলেদের জন্যে আসা চাল যাতে প্রকৃত জেলেদের প্রদান করা হয় এবং সঠিক সময় বিতরণ করা হয় সেই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অনেক জেলে পরিবার।
বাঁশখালী সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, এইবারে কাউকে সুযোগ দেয়া হবে না। এ বিষয়ে বোট মালিক সমিতি, জেলে এবং স্টোক হোল্ডারদের সাথে বৈঠক করেছি, বুধবার রাত ১২টার মধ্যে সব ট্রলারকে উপকূলে চলে আসতে নির্দেশ দেয়া হয়েছে। এরপরেও যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে থাকে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
Link Copied