ফুলছড়িতে দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা

শারদীয় দূর্গাপূজা গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গাপূজা ২০২৩ উপলক্ষে বিশেষ আইন শৃংখলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান। বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী, ফুলছড়ি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অশ্বনী কুমার বর্মন, কালিরবাজার কেন্দ্রীয় মন্দিরের সভাপতি মিলন কুমার বর্মন, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, উদাখালী ইউপি চেয়ারম্যান আল আমিন আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, পল্লী বিদ্যুৎ সমিতির কালিরবাজার সাব-জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান, ফুলছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাজল মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পূজামন্ডব সমূহের সভাপতি, সাধারণ সম্পাদকগণ সহ অন্যান্যরা। এরআগে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘উপজেলায় ২০ অক্টোবর থেকে সরকারি নির্দেশনা মোতাবেক ফুলছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে ১৬টি মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে এবার প্রধানমন্ত্রীর উপহার দ্রুতই পৌঁছে দেওয়া হবে। তিনি পূজামন্ডবের সভাপতি/সম্পাদকের উদ্দেশ্যে বলেন, যেকোনো বিষয়ে সর্বক্ষণ আমাকে ফোন দিবেন, আমি আপনাদের পূজা মন্ডপে চলে যাবো। উপস্থিত সকল উপজেলা ও ইউনিয়ন পূজা কমিটির সভাপতিগণকে পূজা মন্ডপে সিসিটিভি দ্রুত স্থাপন করবেন।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী বলেন, ‘পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় পূজা মন্ডপের বাইরের এলাকায় পুলিশি টহল অব্যাহত থাকবে। পূজা মন্ডপ এলাকায় মন্দিরগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে।’
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
