টপ অর্ডার ব্যাটারদের ব্যার্থতায় দুশ্চিন্তায়
সাকিবের ইনজুরি ও টপ অর্ডার ব্যাটারদের ব্যার্থতায় দুশ্চিন্তায় টিম টাইগার । বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স ও সাকিব আল হাসানের চোট আরো ভুগবে বাংলাদেশ। জানা গেছে, সাকিবের পেশিতে চিড় ধরা পড়েছে। তবে পরের ম্যাচের আগেই সেরে ওঠার আশা করা হচ্ছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ শেষে চেন্নাই থেকে পরের ম্যাচের ভেন্যু পুনেতে উড়াল দিয়েছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার পুনেতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেই ম্যাচে সাকিবকে নিয়েই খেলতে নামার আশা করছে বাংলাদেশ।
চেন্নাইয়ে বিমানে ওঠার আগে গণমাধ্যমের মুখোমুখি হন টিম ডিরেক্টর ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তিনি জানান সাকিবের চোটের আপডেট।
সুজন বলেন, 'সাকিবের রিপোর্ট এখনও দেয়নি। ব্যথা কমে গেছে। কোন স্টেজে আছে এটার রিপোর্ট হয়ত পাব। তবে ছোট টিয়ার আছে পায়ে। আশা করছি ভারতের বিপক্ষে পাব ইনশাআল্লাহ। ছোট্ট একটা টিয়ার আছে মনে হয়। গ্রেড ওয়ান বা টু হবে মনে হয়। আজকেই হয়ত রিপোর্ট পাব।'
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ বরণ করে একপেশে পরাজয়। অধিনায়ক সাকিব অবশ্য চোট নিয়েই দলের হয়ে লড়েছেন ব্যাট-বল হাতে। ব্যাটিংয়ের সময় ৪০ রানের কার্যকরী ইনিংস খেলার পথে তার পেশিতে টান লাগে। এরপর চোট নিয়ে ব্যাট করতে গিয়ে ছিলেন অস্বস্তিতে। একপর্যায়ে উইকেট বিলিয়ে ফেরেন সাজঘরে। এরপর এই অবস্থায়ই বল করেছেন ১০ ওভার। দলের একমাত্র বোলার হিসেবে বোলিং কোটা পূর্ণ করে মাঠ ছাড়েন সাকিব। তাকে হাসপাতালে নেওয়া হয় স্ক্যান করার জন্য।
এদিকে বিশ্বকাপে সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় পেলেও পরের দুই ম্যাচে হার দেখেছে সাকিব আল হাসানের দল, এখনো ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বাংলাদেশ দলের এমনটাই মনে করেন সুজন। ‘ম্যাচ হারলে ভালো লাগবে না, স্বাভাবিক। আমরা ভালো খেলিনি। এখানে সবাই ম্যাচিউরড, সবাই বুঝে আমরা ভালো ক্রিকেট খেলিনি। ভালো খেললে জেতা সম্ভব এটাও সবাই বিশ্বাস করে। নতুন বলে ফাস্ট বোলিং ভালো হচ্ছে। তবে টপ অর্ডারের ব্যাটিং ভালো হচ্ছে না। ’নিউজিল্যান্ড ম্যাচের উইকেটে ২৪০ করে ম্যাচ জিততে পারবেন না। আমাদের ২৮৫ বা তিনশোর কাছাকাছি যেতে হতো, তখন ডিফারেন্ট বল গেম হতে পারত। আমরা ব্যর্থ হয়েছি। টপ অর্ডার ব্যর্থ হয়েছে, এটা একটা বড় ব্যাপার। এখনও আমরা বিশ্বাস করি এই জায়গা থেকে কামব্যাক করতে পারব। টপ অর্ডারের ঘুরে দাঁড়ানো দরকার। আমাদের সামর্থ্য আছে, দেখা যাক। ’
এমএসএম / এমএসএম
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
Link Copied