ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

চুয়াডাঙ্গায় মীর সিমেন্ট শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লীগে জনি স্মৃতি চ্যাম্পিয়ন


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৩ বিকাল ৫:৫৮

 চুয়াডাঙ্গায় মীর সিমেন্ট শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই অক্টোবর  রোববার বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে দীপ্তি স্পোর্টিং ক্লাব বনাম জনি স্মৃতি ফুটবল একাদশের মধ্যে লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে জনি স্মৃতি স্পোর্টিং ক্লাব ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। খেলার দ্বিতীয়ার্ধের শেষ দিকে দীপ্তি স্পোর্টিং ক্লাবের ৯ নং খেলোয়াড় পলাশ গোল করে খেলায় সমতা ফেরান। খেলার বাকি সময় আর কোন গোল না হওয়ায় ১-১ গোলে সমতায় শেষ হয় খেলার নির্ধারিত সময়। শেষমেশ টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয়। টাইব্রেকারে জনি স্মৃতি একাদশ ৪-৩ গোলে দীপ্তি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।  খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন জনি স্মৃতি একাদশের খেলোয়াড় জীবন। খেলায় ম্যাচ কমিশনার ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল টিমের সাবেক কোচ সরোয়ার হোসেন মধু ওস্তাদ। রেফারী ছিলেন  শফিকুন্নবী রিয়ান, লিটা হোসেন, রেজাউল হক রিজু ও হাফিজুর রহমান। ধারাভাষ্য দেন চুয়াডাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজের স্বত্বাধিকারী দেশ বরেণ্য ধারা ভাষ্যকার শামীম খান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। ডিএফএ'র সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক এখলাছ উদ্দীন সুজনের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল, টাইটেল স্পন্সর মীর সিমেন্টের সহকারী সেলস ম্যানেজার রকিবুল হাসান, কো- স্পন্সর মেঘনা লাইফ ইন্স্যিুরেন্সের ডি এমডি আজিজুল ইসলাম, মাহিন হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক সোহেল আকরাম, চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি লীগ পরিচালনা কমিটির আহবায়ক রেজাউল হক জোয়ার্দার, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, ফাস্ট ট্রেড বাংলাদেশের পরিচালক জামাত আলী, দামুড়হুদা থানা প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার হোসেন বকুল, এবং এম আর লজিস্টিকস বিডি লিমিটেডের পরিচালক এমরাজ উদ্দিন খোকন। লীগে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন তালতলা একাদশের আল আমিন।  এছাড়া ৩ গোল ও সর্বোচ্চ দুইবার ম্যান অব দ্যা ম্যাচ হয়ে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের হোসেন।ফাইনালে ডাবল পেনাল্টি ঠেকিয়ে লীগের সেরা গোলকিপারের পুরস্কার জিতে নেন জনি স্মৃতি একাদশের গোলকিপার সাকিব। সেরা দর্শক নির্বাচিত হন আশিকুর রহমান। এছাড়া গ্রাউনডস ম্যান, ম্যাচ কমিশনার, ম্যাচ রেফারি এবং স্পন্সরদের ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। লীগের চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার ও রানার আপ দলকে ১৫ হাজার  টাকা প্রাইজমানি, কাপ ও মেডেল প্রদান করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন ডিএফএ'র সহসভাপতি ইমরান হোসেন, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম মালেক, শেখ রাসেল, হারুন মাস্টার, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য রাশিদুল হাসান, চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় বিপুল হাসান হ্যাজি, চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক সোহেল রানা প্রমূখ।

এমএসএম / এমএসএম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে

মান্দায় সওজের জমি দখল করে রেস্টুরেন্ট নির্মানের অভিযোগ

লোহাগড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

মেহেরপুরে " জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাগণের ভূমিকা " শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপি নেতাদের সংবাদ সম্মেলনে হাইব্রিড নেতাদের মুখোশ উন্মোচন

আদমদীঘিতে আওয়ামীলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার