ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সাতকানিয়ার কাঞ্চনায় এক যুবক ছুরিকাহত


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৭-১০-২০২৩ বিকাল ৫:৭

চট্টগ্রামের সাতকানিয়ায় বেশ কিছুদিন ধরে একটা না-একটা ঘটনা লেগেই ঝরছে রক্তপাত,ওই রক্তপাতে কারো প্রাণ না গেলেও অনেকে পঙ্গুত্ব বরণ করছে দীর্ঘকালের জন্য।এদিকে তারই অংশ হিসেবে গত কিছুদিন ধরে  উপজেলার পশ্চিম সাতকানিয়া রক্তপাত খেলায় বেশ আলোচিত।

সর্বশেষ পশ্চিম সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নে বিদেশ ফেরত এক যুবককে জমিজমার বিরোধে প্রতিপক্ষরা নির্মমভাবে ছুরিকাঘাত করার অভিযোগ ওঠেছে।সোমবার(১৬ই অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার কান্চনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গুরগুরি এলাকার আজিজ সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে।

ঘটনায় আহত যুবক একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে নুরুল আলম(৪৫)তিনি বেশ কিছুদিন আগে বিদেশ থেকে এসে বিয়েসাদী করার জন্য চেষ্টা চালাচ্ছিলেন বলে স্থানীয়রা নিশ্চিত করেন। এবং তার পিতা-মাতা কেউ পৃথিবীতে বেঁচে নেই বলেও জানান স্থানীয়রা।জানাযায়, কান্চনার গুরগুরি এলাকার আজিজ সওদাগরের প্রতিবেশী আবদুল মাবুদ গং এর সাথে আজিজ সওদাগরদের বাড়ির পেছনে সামান্য একটা ভিটির জায়গা নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় ইউপি সদস্যের নিকট বিচারাধীনও ছিল এবং একই জায়গা নিয়ে আবার অনেকদিন ধরে আদালতে মামলা চলমান উভয় পক্ষের মধ্যে।

গত সপ্তাহে ভিটির জেরে উভয়ের মধ্যে একটা ঝামেলা হলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বিরোধীয় বিষয়টা সমাধান করেন বলেও স্থানীয়রা জানান।কিন্তু হঠাৎ করে আজ( সোমবার) রাতে আজিজ সওদাগরদের পেছনের বসত ঘরের একটি অংশ আব্দুল মাবুদের ছেলেরা পাবে দাবী করে ওটা ভাংচুর করলেই উভয়ের মাঝে এই ঝগড়ার সূত্রপাত হয়।এক পর্যায়ে নুরুল আলম পুরুষ মানুষ একজন হওয়ায় আব্দুল মাবুদের ছেলে আবুল বশর,মতিউর রহমানের ছেলে মো:রফিকুল আলম তার ভাই মো:আলী,ও আলী হোসেনের ছেলে শামসুল আলম এবং আব্দুল মাবুদের আরেক ছেলে ফরিদসহ তাদের পরিবারের মহিলারাসহ সবাই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজিজ সওদাগরদের মহিলাদেী উপর হামলে পড়লে, প্রবাসী নুরুল আলম তাদের বাধা দেয়ার চেষ্টা করা মাত্র আবুল বশর(২১)পেছন থেকে ছুরি দিয়ে উপুর্যুপরি আঘাত করেন।স্থানীয়রা এগিয়ে আসলে আবুল বশররা ২/৩পরিবার ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়।

এদিকে মারাত্মক আহত প্রবাসী নুরুল আলমকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকে কলেজ হাসপাতালে প্রেরণ করে ন হাসপাতাল কর্তৃপক্ষ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান উভয়কে থামতে বল্লে তাকেও উপুর্যুপরি আঘাত করেন আব্দুল মাবুদের ছেলে আবুল বশর।আব্দুল মান্নান মেম্বার জানান,এলাকা ভিত্তিক কিশোর গ্যাং ও ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত আবুল বশরকে আমি বাধা দেয়ার চেষ্টা করলেই আমাকে উল্টো আঘাত করে আমার সামনে ৪/৫বার ছুরি ঢুকিয়ে দেয় নুরুল আলমকে,মুহূর্তেই নুরুল আলম মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু হয়েছে মনে করে তারা সটকে পড়ে।

ঘটনার বিষয়ে সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,এবং এই ঘটনায় কাউকে ছাড় দেয়া হবেনা।এদিকে কাঞ্চনা ফুলতলার একাধিক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান,হুট করে পশ্চিম সাতকানিয়ায় চলছে একের পর এক রক্তপাতের ঘটনা।এদিকে সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায় প্রবাসী নুরুল আলমের রক্তের দাগ লেগে দেয়াল এবং মাটি লাল হয়ে গেছে।

এমনকি স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নানের পরিহিত শার্টের পেছনের অংশও রক্তে লাল হয়ে গেছে।গত সপ্তাহে এওচিয়ার শান্তিরটেকেও হয়েছে একই ঘটনা,সেখানেও জমিজমার বিরোধে দা-ছুরিকাঘাতে অন্তত ৯জন আহত হয়েছিল,এবং একই ঘটনার জেরে রাতে হয়েছিল মহড়া পরক্ষণেই এওচিয়ার দেওদীঘিতে মদ্যপান নিয়ে আরেক রক্তপাতের ঘটনা ঘটে।

অপরদিকে ১৫ই অক্টোবর এওচিয়ারটেকে প্রকাশ্যে এক দোকানিকে করা হয় অপহরণ পরে অবশ্যই রাতে পুলিশ অপহরণকারী আটকসহ অপহৃতকে উদ্ধার করেন এবং এই ঘটনায় মামলাও হয়।

এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও