ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

র্ফাস হোটেল এন্ড রিসোর্টসে শারদীয় ফুড ফেস্টিভ্যাল


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৩-১০-২০২৩ দুপুর ৪:৫৮

 জামিল আহমেদ ও তাজ :

রাজধানীর পল্টনস্থিত চার তারকা মানের ব্যস্ত হোটেল ফারসের ফিস্ট রেস্টুরেন্টে (লেভেল ৬) চলছে শারদীয় ফুড উৎসব। এই ফুড উৎসবে থাকছে বিভিন্ন থিমের লাঞ্চ এবং ডিনার। পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে খাওয়ার মত ব্যুফে লাঞ্চে থাকছে ৫০+ আইটেম, ডিনারে থাকছে ৬০+ আইটেম। মেন্যু দৈনিক বদল হয়। নিয়মিত আইটেমের সাথে কিছু ঐতিহ্যবাহী সনাতন ধাঁচের বাংলা খাবার এই ব্যুফেতে সংযোজিত হয়েছে, যেমনঃ লুচি, লাবড়া, পানি পুরি, রাজ কাচুরী, ফুচকা, চটপটি, পাউভাজি, নানান পদের সবজি, মাছ, ভাত, মুরলী, মোয়া, জিলাপী, গুঁড়ের বালুসাই, সন্দেশ ইত্যাদি। 

এই অফার চলছে ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর, ২০২৩। ব্যুফে আইটেমের নাম দেওয়া হয়েছে ভোজ, ভুরি ভোজ, মহা ভোজ। এছাড়াও আছে ভোজ থালি এবং বাহুবলী থালি। খাবারের মান অসাধারণ এবং পরিবেশ নান্দনিক। শীতাতপ পরিবেশে উষ্ণ খাবার, দারুণ এক সৃষ্টিশৈলী।  


ব্যুফে লাঞ্চ শুরু হয় ১২ টায়, শেষ হয় ৪ টায়; যার দাম মাথা পিছু ১৫০০ টাকা। আর ডিনার শুরু হয় ৭ টায়, চলে রাত সাড়ে দশটা অব্দি; যার দাম মাথা পিছু ১৮০০ টাকা। উভয় ক্ষেত্রে ভ্যাট ও সার্ভিস চার্জ আলাদা রয়েছে। ৩ টি ব্যাংকের ৯ ধরণের ক্রেডিট কার্ডে একটি কিনলে একটি ফ্রি সুযোগ রয়েছে।

কার্ডগুলো হলঃ ব্যাংক এশিয়া (পলাটিনাম, টাইটানিয়াম, ভিসা সিগনেচার), মারকেন্টাইল ব্যাংক (গোল্ড, পলাটিনাম, সিগনেচার) এবং এনআরবিসি (ক্লাসিক, গোল্ড, পলাটিনাম)। আরও তথ্য এবং আসন নিশ্চিত করার জন্য, হটলাইনঃ  ০১৭৬৮৬২২০৩৭, ফারস এর ফেসবুক পেজে হালনাগাদ তথ্য দেখুনঃ https://www.facebook.com/FARSHotel  

 

Sunny / Sunny