ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বাঁশখালীতে গাছ কেটে পাহাড়ি বনাঞ্চল সাবাড়


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২৩ বিকাল ৫:৩৯

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর বন বিট ও পুকুরিয়া বিটের আওতাধীন পাহাড়ি এলাকায় বনের গাছ কেটে পুরো বনাঞ্চল সাবাড় করছে প্রভাবশালী সিন্ডিকেট চক্র,স্থানীয়দের অভিযোগ বিট কর্তাদের যোগসাজশে গাছ কেটে সাবাড় করছে পুরো বনাঞ্চল।

উপজেলার পুকুরিয়া ইউনিয়নের একক্যাইত্তা  পুকুর পাড়ের ১ থেকে দেড় কি. মি. পূর্বদিকে পাহাড়ি এলাকার বনাঞ্চল থেকে প্রতিনিয়ত গাছ কেটে পাচার করছে প্রভাবশালী সিন্ডিকেট চক্র। বিট কর্মকর্তাদের আঁতাত থাকায় বেপরোয়া ভাবে পাহাড় ও বনের পরিবেশ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট চক্র, এমন অভিযোগ স্থানীয়দের।

২২ অক্টোবর রবিবার বিকেলে সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়, পাহাড়ি টিলা  থেকে অন্তত ৫-৭ হাজারের অধিক গাছ কেটে স্তুপ করে রাখার যাওয়ার দৃশ্য। এসময় দেখা হয় মোঃ আবু ইউছুপ নামে এক গাছ ব্যবসায়ির সাথে, তিনি বলেন, গাছ গুলো কিনেছি, কিন্তু একেরপর এক বাঁধার কারণে গাছ কাটতে পারছিনা, কার কাছ থেকে কিনেছেন? জানতে চাইলে গাছ ব্যবসায়ি আমতা আমতা করে বলেন, পুলিশ এবং বিট অফিসের লোক আসছিল, তাদের সাথে চেয়ারম্যানের সাহেবে কথা হয়েছে। কিন্তু কি কথা হয়েছে?কে সে চেয়ারম্যান? তা জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করে হঠাৎ সাংবাদিকদের বলেন, আসেন ভাই একটু চা খাই। আপনারা এভাবে করলে আমরা কি ব্যবসা করতে পারবো? এসব কথা বলেন চন্দনাইশের ওই গাছ ব্যবসায়ি ইউছুপ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন লোক বলেন, স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট চক্রের সাথে আঁতাত করে বিট কর্মকর্তারা এই গাছ গুলো চন্দনাইশের আবু ইউছুপ নামে এক গাছ ব্যবসায়ির কাছে বিক্রি করে দিয়েছে। তারা আরো বলেন, আমরা বিষয়টি পুলিশকেও জানাইছিলাম, পুলিশ এসে প্রথমে বাঁধা দিয়েছিল, পরে পুলিশ আর আসেনাই। দিনের বেলায় গাছ কেটে স্তুপ করে রাখে, আর রাতের আঁধারে ট্রাক ভর্তিকরে গাছ গুলো পাচার করে দেয় বলেও জানান স্থানীয়রা।

স্থানীয়রা আরো বলেন, পুকুরিয়াতে যেভাবে বনের পরিবেশ ধ্বংস করছে বিট কর্তারা, তেমনি ভাবে বিভিন্ন প্রভাবশালী সিন্ডিকেটের সাথে আঁতাত করে পাহাড়ি গাছ বিক্রি করে লাখ লাখ টাকা অবৈধ উপার্জন করে যাচ্ছে সাধনপুর বিট কর্মকর্তা এহসান। সাধনপুর ইউনিয়ন পরিষদের পূর্বদিকে মডেল মাঠ সংলগ্ন পাহাড়ি টিলায় স্থানীয় প্রভাবশালীরা বিট কর্মকর্তা এহসানকে  ১০/২০ হাজার টাকার বিনিময়ে অবৈধ ভাবে সরকারি জায়গা দখল করে অনেক গুলো ঘর নির্মাণ করে ফেলেছে, ওই বিট কর্মকর্তাকে টাকা দিলেই মিলে সরকারি জায়গা এবং বনের গাছ।তার এইসব অনিয়ম দেখার কেউ নাই বলেও জানান তারা। ইতিপূর্বে সাধনপুরের সর্বপূর্বদিকে সুয়াপুরা পাহাড় নামে একটি পাহাড়ি টিলা থেকে অন্তত ১ কোটি টাকার অধিক গাছ সাতকানিয়ার এক গাছ ব্যবসায়ির কাছে বিক্রি করে পুরো পাহাড়ি টিলা গাছ শূন্য করেছে মর্মে অভিযোগও রয়েছে ওই বিট কর্মকর্তার বিরুদ্ধে।

স্থানীয় সচেতন মহলের দাবি, স্থানীয় প্রভাবশালীদের সাথে আঁতাত করে সরকারি গাছ বিক্রি  ও পাহাড়ি জায়গা অবৈধ দখল দিয়ে বিট কর্মকর্তা এহসান ও বিট অফিসের লোকজন লাখ লাখ টাকা অবৈধ ভাবে উপার্জন করলেও দেখার কেউ নেই। প্রভাবশালী সিন্ডিকেটের কাছে পাহাড়ি গাছ বিক্রি করে বনাঞ্চল সাবাড় করছে বিট কর্তারা, একই ভাবে টাকার বিনিময়ে সরকারি জায়গাও বিভিন্ন এলাকার মানুষকে দখলে দিয়ে ঘর নির্মাণও করে দিচ্ছে।

কিন্তু  ৪০/৫০ বছর যাবত দখলে থাকা লোকজন তাদের এহেন কাজে বাঁধা দিলে উচ্ছেদের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও করেন সচেতন মহল।এই বিষয়ে তদন্ত করে অভিযুক্ত বিট কর্মকর্তা এহসানসহ জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসন ও বন বিভাগের উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় সচেতন মহল।

সাধনপুর বিট কর্মকর্তা এহসান বলেন, পুকুরিয়া আমার এরিয়া নয়, এটা পুকুরিয়া বিটের এরিয়া, আপনি ওই বিটের সাথে যোগাযোগ করতে পারেন, এসময় সাধনপুর বিটের এরিয়ার মডেল মাঠ সংলগ্ন সরকারি জায়গা ঘর নির্মাণ ও সুয়াপুরা পাহাড়ি টিলা থেকে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভাই এগুলো অনেক আগের ঘটনা, এখন এইসব বিষয় নিয়ে কথা বলে লাভ নাই বলে জানান এহসান।

পুকুরিয়া বিট কর্মকর্তা আশরাফুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ভাই আমিতো বাঁশখালীতে নতুন এসেছি, ওই এলাকাটি আমার বিটের এরিয়াতে পড়ছে কিনা সেটা জানিনা, আর আমি এখন শহরে আছি,কালকে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখবো।

এবিষয়ে বন বিভাগ চট্টগ্রাম এর বিভাগীয় কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এবিষয়ে আপনি সব বিস্তারিত লিখে পাঠান, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক