ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

স্ত্রীর অধিকার আদায়ের লক্ষে স্বামীর বাড়ির দরজার সামনে অনশন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-১০-২০২৩ দুপুর ৩:৩০

গত ২৭ অক্টোবর হতে  তারিখ হতে ২৮ অক্টোবর/২৩ ইং তারিখ প্রর্যন্ত দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মোঃ মাহফুজার রহমান পিতা- মৃত্যুঃ- তোফাজ্জল  মন্ডল  সাং- বাওনা (মহেশপুর) , থানা- হাকিমপুর জেলা -দিনাজপুরের বাড়ির দরজার সামনে একই উপজেলার মোছাঃ রিনি আকতার পিতা- মৃত্যু- রুবেল শেখ  সাং- উত্তর বাসুদেবপুর,  গত ০৯নভেন্বর/২১ ইং তারিখে দিনাজপুর জেলা নোটারি পাবলিক সাহেবের সমিপে এফিডেভিট মুলে শুভ বিবাহ বন্থনে আবদ্ধ হয়। 

শুভবিবাহ বন্ধনে এফিডেভিট করার পর হইতে রিনির নিজ বাড়ীতে সুখের সংসার করিয়া আসার এক পর্যায়ে রিনির একটি পেটে বাচ্ছা জন্ম নেয়। এই বাচ্ছা পেটে থাকা অবস্হায় স্বামী মাহফুজার রহমানের কু -বুদ্ধিতের বাচ্ছাটি ডাক্তারের মাধ্যমে  নষ্ট করেন। এ বিষয়ে স্হানীয় হাকিমপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সেয়ে এবং দিনাজপুর এম  আব্দুর রহিম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসা গ্রহন করে রিনি আকতার সুস্হ্য হন।

বাচ্চা নষ্ট করার পর রিনির বাড়ীতে রাতে মাঝে মাঝে আসা যাওয়া করতো। আবার মাঝে মাঝে তাহার গ্রামের পুকুর পাড়ের ঘরে নিয়ে গিয়ে  রাত্রি যাপন করতো। হঠাৎ গত ২৩মার্চ/২৩ ইং তারিখ হইতে রিনির সংগে যোগাযোগ বন্ধ করে দেয় মাহফুজার রহমান। ফোন দিলে সে ফোন রিসিভ করে না এবং কোন যোগাযোগ ও করে না। এভাবে কোন যোগাযোগ না করায় গত ২৭ অক্টোবর  তারিখ হতে ২৮ অক্টোবর/২৩ ইং তারিখ প্রর্যন্ত স্ত্রীর ন্যায্য দাবী অধিকারের লক্ষে স্বামী মোঃ মাহফুজার রহমানের বাড়িতে অনশন করেও স্বামীর কোন  খোঁজ খবর না পাওয়াই নিরুউপায় হয়ে রিনি আকতার তাহার নিজ বাড়িতে চলে আসে।

অনশন করা কালীর মাহফুজার রহমানের ১ম স্ত্রী রিনিকে দেখে দরজা খোলেনি। দরজা বন্ধ ছিলো।  অনশন দেখতে  গ্রামের শতাধিক নারী পুরুষের উপচে পড়ার ভিড় ছিলো। রিনি আকতার বাদী হয়ে বিঙ্য সিনিয়র  জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মাহফুজার রহমান ও তাহার ১ম স্ত্রী মোছাঃআফরুজার  বিরুদ্ধে মামলা করেছেন।এ ছাড়ানরিনি বেগম ৩ নং আলীহাট ইউনিয়ন পরিষদে একটি মামলা করেন। সেই মামলার বিচারক অত্র ইউ পি চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান রিনির পক্ষে রায় প্রদান করেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল

ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল

ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি

পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী

গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি

বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক

রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন শেখ মোঃ আব্দুল্লাহ

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মহিতের মনোনয়নপত্র দাখিল

মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মোয়াজ্জেম হোসেন