স্ত্রীর অধিকার আদায়ের লক্ষে স্বামীর বাড়ির দরজার সামনে অনশন
গত ২৭ অক্টোবর হতে তারিখ হতে ২৮ অক্টোবর/২৩ ইং তারিখ প্রর্যন্ত দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মোঃ মাহফুজার রহমান পিতা- মৃত্যুঃ- তোফাজ্জল মন্ডল সাং- বাওনা (মহেশপুর) , থানা- হাকিমপুর জেলা -দিনাজপুরের বাড়ির দরজার সামনে একই উপজেলার মোছাঃ রিনি আকতার পিতা- মৃত্যু- রুবেল শেখ সাং- উত্তর বাসুদেবপুর, গত ০৯নভেন্বর/২১ ইং তারিখে দিনাজপুর জেলা নোটারি পাবলিক সাহেবের সমিপে এফিডেভিট মুলে শুভ বিবাহ বন্থনে আবদ্ধ হয়।
শুভবিবাহ বন্ধনে এফিডেভিট করার পর হইতে রিনির নিজ বাড়ীতে সুখের সংসার করিয়া আসার এক পর্যায়ে রিনির একটি পেটে বাচ্ছা জন্ম নেয়। এই বাচ্ছা পেটে থাকা অবস্হায় স্বামী মাহফুজার রহমানের কু -বুদ্ধিতের বাচ্ছাটি ডাক্তারের মাধ্যমে নষ্ট করেন। এ বিষয়ে স্হানীয় হাকিমপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সেয়ে এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসা গ্রহন করে রিনি আকতার সুস্হ্য হন।
বাচ্চা নষ্ট করার পর রিনির বাড়ীতে রাতে মাঝে মাঝে আসা যাওয়া করতো। আবার মাঝে মাঝে তাহার গ্রামের পুকুর পাড়ের ঘরে নিয়ে গিয়ে রাত্রি যাপন করতো। হঠাৎ গত ২৩মার্চ/২৩ ইং তারিখ হইতে রিনির সংগে যোগাযোগ বন্ধ করে দেয় মাহফুজার রহমান। ফোন দিলে সে ফোন রিসিভ করে না এবং কোন যোগাযোগ ও করে না। এভাবে কোন যোগাযোগ না করায় গত ২৭ অক্টোবর তারিখ হতে ২৮ অক্টোবর/২৩ ইং তারিখ প্রর্যন্ত স্ত্রীর ন্যায্য দাবী অধিকারের লক্ষে স্বামী মোঃ মাহফুজার রহমানের বাড়িতে অনশন করেও স্বামীর কোন খোঁজ খবর না পাওয়াই নিরুউপায় হয়ে রিনি আকতার তাহার নিজ বাড়িতে চলে আসে।
অনশন করা কালীর মাহফুজার রহমানের ১ম স্ত্রী রিনিকে দেখে দরজা খোলেনি। দরজা বন্ধ ছিলো। অনশন দেখতে গ্রামের শতাধিক নারী পুরুষের উপচে পড়ার ভিড় ছিলো। রিনি আকতার বাদী হয়ে বিঙ্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মাহফুজার রহমান ও তাহার ১ম স্ত্রী মোছাঃআফরুজার বিরুদ্ধে মামলা করেছেন।এ ছাড়ানরিনি বেগম ৩ নং আলীহাট ইউনিয়ন পরিষদে একটি মামলা করেন। সেই মামলার বিচারক অত্র ইউ পি চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান রিনির পক্ষে রায় প্রদান করেন।
এমএসএম / এমএসএম
মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু
শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি
মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব
বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা
গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা
চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী
শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম
প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন
মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন
মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু