‘মেসির বিদায়ে জাদু হারাবে বার্সেলোনা’
মেসি পরবর্তী যুগের প্রথম ম্যাচে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। জিতে নিয়েছে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে খেলা হুয়ান গাম্পার ট্রফি। তবে দলের অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে মনে করে, আগের মতো নেই বার্সেলোনা।
রোববার বাংলাদেশ সময় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন মেসি। এর কয়েক ঘণ্টা পরই ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ক্রিশ্চিয়ানো রোনালদোদের মুখোমুখি হয় কাতালান ক্লাবটি। মেমফিস ডিপাই, মার্টিন ব্রাথওয়েট, রিকি পুইগদের গোলে ম্যাচ জেতে ৩-০ গোলে।
তবু বিশ্বের সেরা খেলোয়াড় চলে যাওয়ায় দলের আক্রমণে জাদু কমবে বলেই মনে করেন পিকে। তবে যা হয়েছে তা মেনে নিয়ে সামনে তাকাতে হবে জানেন পিকে নিজেও। ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণে আগের চেয়ে আরও ভালো খেলার দিকেই মনোযোগী বার্সা ডিফেন্ডার।
জুভেন্টাসকে হারানোর পর পিকে বলেছেন, ‘সত্যি বলতে, মেসির বিদায়ের খবরে পুরো দলই ভেঙে পড়েছিল। আমরা এখন আক্রমণে জাদু হারাব। তবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সমর্থকরা আমাদের কাছে ভালো কিছুর প্রত্যাশা করে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সর্বকালের সেরা খেলোয়াড়কে হারিয়েছে। এটা আমাদের কষ্ট দিয়েছে, সে নিজেও কষ্ট পেয়েছে। আমি পুরো ঘটনা জানি না। তবে দুই পক্ষই বলেছে কিছু সংখ্যার ব্যাপার ছিল। গত বছরের ক্লাব ম্যানেজম্যান্ট কোনো সাহায্যই করেনি।’
এসময় মাঠে দর্শকদের অনুপস্থিতির বিষয়ে পিকে বলেন, ‘ইতিহাস সাক্ষী আমরা উঠে দাঁড়াব। মানুষ স্টেডিয়ামে আসতে চায়। তাদেরকে উদযাপনের উপলক্ষ্য দিতে হবে। আমাদের অবশ্যই জিততে হবে এবং সমর্থকদের ভালো কিছু দিতে হবে। সবসময় সমর্থকদের প্রয়োজন আমাদের।’
এমএসএম / এমএসএম
প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল
দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল
সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে
ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা
‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’
ক্লাব কিনছেন দানি আলভেস
বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা
ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে