পুলিশ বক্সে আগুন, শ্রমিকদের টানা বিক্ষোভে উত্তাল গাজীপুর

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। এর মধ্যে শফিপুর এলাকার ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনরত শ্রমিকরা। এর আগে চন্দ্রা এলাকায় আরেকটি পুলিশ বক্সে ভাঙচুর করে শ্রমিকরা।হাসপাতাল ও দোকানে ভাঙচুর চালিয়েছে। এদিকে টানা শ্রমিক বিক্ষোভের কারণে গাজীপুরে অধিকাংশ কারখানা সাধারণ ছুটি দিয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শফিপুর এলাকায় এ হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। গাজীপুর মহানগর নলজানী, চান্দ্রনা চৌরাস্তা, ভোগরা, বাসন সড়ক এলাকায় শ্রমিকরা অবস্থান নিয়ে আন্দোলন করছেন।
স্থানীয়রা জানান, গাজীপুরের শফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকার আশপাশের শ্রমিকরা বেতন বাড়ানো দাবিতে টানা অষ্টমদিনের মতো বিক্ষোভ করছে। বেলা ১১টার দিকে শফিপুরের অবস্থিত গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের বক্সে ভাঙচুর করে আগুন দেয়। এর পরপরই উত্তেজিত শ্রমিকরা চন্দ্রা এলাকায় ট্রাফিক বক্সে ভাঙচুর করে। এর আগে শফিপুর এলাকার তানহা হাসপাতাল নামের একটি প্রাইভেট হাসপাতালেও ভাঙচুর করে।
সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক ভোগড়া এলাকায় বিক্ষোভ মিছিলসহকারে এসে বেশ কয়েকটি কারখানায় হামলা চালান। এর মধ্যে ভোগড়া বাসন সড়ক এলাকায় সাংওয়াং কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।
শ্রমিকরা ওই কারখানার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালান। পরে তারা আলেমা ও মিম ডিজাইনে হামলা চালাতে গেলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে দেন। অপর দিকে বাসন চান্দপাড়া এলাকায় নিডলড্রপ পোশাক কারখানায় শ্রমিকরা ভাঙচুর করেন। পরে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠে বোর্ডবাজারের দিকে যান আন্দোলনরত শ্রমিকরা। সেখানে তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
অপরদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ও সফিপুর এলাকায় শ্রমিকরা মহাসড়ক বিক্ষোভ করে ভাঙচুর চালিয়েছে। তারা সফিপুর তানহা হাসপাতাল ভাঙচুর করেছে৷ আগুন দিয়েছে সফিপুর পুলিশ বক্সে ও ইটপাটকেল নিক্ষেপ করেছে মৌচাক পুলিশ ফাঁড়িতে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।
জানা গেছে, গাজীপুর মহানগরীর রিপন নিটওয়্যার লিমিটেড, ডিবিএল গ্রুপের জিন্নাত কমপ্লেক্স, তুসুকা গ্রুপের ৫/৭ টি কারখানা, মিতালি ফ্যাশন, মাল্টি ফ্যাবস লিমিটেড, আলিম নিড টেক্স, এমএম নিড ওয়্যার, জিএমএস কমপোজিট নিট, পি.এন কম্পোজিট, মুকুল কম্পোজিটসহ অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করেছে। এসব কারখানা কেউ ১ দিন কেউবা ২-৩ দিন ছুটি দিয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। পুলিশ ফাঁড়ি ভাঙচুর করেছে। মহাসড়কে আগুন জ্বালিয়েছে। দোকানপাট ও একটি হাসপাতাল ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পোশাক শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা রোধে শিল্প পুলিশ কাজ করে যাচ্ছে। শ্রমিকদের ভাঙচুর না করে শান্ত থাকতে অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন।
এমএসএম / এমএসএম

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

'মাছে ভাতে বাঙালি' প্রবাদটি বর্তমানে শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ

তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত এক যোদ্ধার নাম আব্দুর রকিব সরদার

অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নে বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়বঃ নবাগত ওসি

ফলন বিপর্যয়ের শঙ্কা" তানোরে আমন খেতে সাতরা পোকার আক্রমণ

কুমিল্লার মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঈশ্বরদীতে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়েছে

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মাতাশমঞ্জিল মুক্ত খেলাঘরের উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান দিলেন ছাত্রনেতা শামীম হোসেন

ত্যাগি নেতা জহুর আলম জহুর সংবর্ধীত
Link Copied