মাগুরায় জাসদের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে মাগুরায় বর্ণাঢ্য র্যালি, সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ স্বাধীনতার পর ১৯৭২সালের ৩১শে অক্টোবর রাজধানীর পল্টন ময়দানে এর জনসভার মাধ্যমে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিষ্ঠা লাভ করে।সার্বিক সহযোগিতায় ছিলেন কেন্দ্র কমিটির সদস্য জাহিদুল আলম।
দেশী-বিদেশী ষড়যন্ত্র প্রতিহত করো-বিএনপি-জামাতের নাশকতা রুখে দাঁড়াও-সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করো-ইত্যাদি নানা স্লোগানকে সামনে রেখে সকাল ১০ টায় শহরের নোমানী ময়দানে স্বাধীণতা স্তম্ভের বেদিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জাসদ, যুবজোট এবং নারী জোট ও জাসদ ছাত্রলীগ নেতা কর্মীরা সমবেশে মিলিত হয়। পরে সুরসপ্তক সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে সেখানে দিবসটির সূচনা করা হয়। সঙ্গীতানুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১ টায় শহরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি।
মাগুরা জেলা জাসদের নেতৃত্বে বের হওয়া র্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে কলেজপাড়াস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য প্রদান করেন মাগুরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি, যুগ্ম সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, নারী জোটের আহবায়িকা ও জাসদ নেত্রী অ্যাডভোকেট আমেনা খাতুন লাবণী, জেলা জাসদ নেতা আনিচুর রহমান, জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন,শ্রীপুর উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি নিরাপদ বিশ্বাস, সাধারণ সম্পাদক নূরুল আমীন, জাসদ নেতা আবু হানিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জাসদ নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাসদ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে আজন্ম লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেখান থেকে একবিন্দু সরবে না। এ বিষয়ে কোনো আপোষও করবে না, একই সাথে সুশাসনের স্বপক্ষে জাসদ সদা সোচ্চার থাকবে।
জাসদ নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম সমস্যা দুর্নীতি এবং সিন্ডিকেট । সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। সকল ধরনের সিন্ডিকেট গুড়িয়ে দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ ঘটিয়ে সব ধরনের অপশক্তি রুখে দেওয়ার আহবান জানান তারা।
এমএসএম / এমএসএম

সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা ভাঙচুর আগুন

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

শান্তিগঞ্জে কুয়েত প্রবাসীর আত্মহত্যা

বেনাপোল ব্যবসায়ী সংগঠনের সাথে মতবিনিময় করলেন কাস্টমস কমিশনার

টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক-১

কুমিল্লার উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

চিতলমারীতে পুকুরে ডুবে প্রাণ গেল দাদা ও নাতির, অশ্রুসিক্ত পরিবার

বগুড়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবারকে আর্থিক সহায়তা দিল ‘আমরা বিএনপি পরিবার’

বিএনপির ৩১ দফায় অনুপ্রাণিত হয়ে ধানের শিষের মনোনয়ন চান আব্দুল আওয়াল

পটুয়াখালীতে ঝরে পড়া তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

কোটালীপাড়ায় ছাত্রলীগ কর্মী তৌকির গ্রেপ্তার
