ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সাভার উপজেলা পরিষদে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ২:৫৯

সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাভার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ এর সমন্বয়ে র‍্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

শনিবার ৪ ই নভেম্বর উপজেলা হল রুমে ৫২ তম সমবায় দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্যে তিনি স্মৃৃতিচারন করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের গুরুত্ব অনুধাপন করেছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন করার  পরই সংবিধানে সমবায় সমিতিকে অন্তর্ভুক্ত করছিলেন। তাই আজকে সাধারন মানুষের তিল তিল করে জমানো টাকা দিয়ে গড়া সমবায় সমিতির সুফল জনগন পেয়ে আসছে।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারী মোঃ মাহেদী হাসান মোয়াজেন, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ, মিঃ শাহনিয়াজ কবির শুভ্র,জাহাঙ্গীর নগর কপোরিটিভ হাউজিং সোসাইটির পরিচালক,সিমন উজ্জল রোজারিও ধরেন্ডা খ্রিষ্টান কো-অপারেটিভ ইউনিয়ন লিঃ এর সভাপতি,সভাপতিত্ব করেন সাভার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রুহল আমিন সভাপতির বক্তব্যে মোঃ রুহুল আমিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনের পর সমবায় সমতির গুরত্ব বিবেচনা করেছিলেন বলেই আজ ৫২ তম দিবস পালন করতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত আয়ের দেশে পরিনত হয়েছে। ডিজিটাল বাংলাদেশের প্রেরনার পরই ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের জন্য চারটি স্তম্ভের উল্লেখ করে বলেন প্রয়োজন স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি,স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। সামনে দিনে স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত এবং উদ্ভাবনী, সেই প্রেক্ষিতে এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "সমবায়ে গড়ছি  স্মার্ট হবে বাংলাদেশ " যা অত্যান্ত সময় উপযোগী স্লোগান। বঙ্গবন্ধুর স্বপ্ন দেখতেন সোনার বাংলা গড়ার, ক্ষুধা মুক্ত স্বাধীন দেশ গড়ার আর এটা সম্ভব সমবায়ের মাধ্যমে তাইতো তিনি বাংলাদেশের সংবিধানের ১৩( খ) অনুচ্ছেদে বাংলাদেশের অর্থনীতির মালিকানার দ্বিতীয় খাত হিসেবে সমবায়কে উল্লেখ করেছিলেন। বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের নিমিত্তে সাভার উপজেলা সমবায় বিভাগ সমবায় ভিত্তিক সমাজ গঠনে অধিকতর গুরুত্ব দিচ্ছে।সাভার উপজেলাতে সমবায়ের সংখ্যা ৪১৩ টি,সমবায়ীর সংখ্যা পুঃ ৬১,৫৩৮ জন, মহিলা ১৭,৮৬০ জন। অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন, সমাজসেবা অফিসার মোঃ শিবলীজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ সাজেদুল ইসলাম সহ বিভিন্ন সমবায় সমিতি লিঃ এর সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে চারটি সমবায় সমিতিকে পুরষ্কৃত করা হয়। তার মধ্যে ধরেন্ডা মিশন কো-অপারেটিভ ক্রেডিট লিঃ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ, জাহাঙ্গীরনগর কো- অপারেটিভ হাউজিং  সোসাইটি লিঃ, গ্রামীন সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিঃ,, বাকি সকলকে শুভেচ্ছা পুরষ্কার দেওয়া হয়।   সবশেষে সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। 

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি