নন্দীগ্রামে আপন ছোট বোনকে স্ত্রী সাঁজিয়ে ভুয়া স্বামী তালাকের কাগজ তৈরির অভিযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামে আপন ছোট বোনকে আপন বড় ভাইয়ের স্ত্রী সাঁজিয়ে স্বামী তালাকের ভুয়া কাগজ তৈরির অভিযোগ উঠেছে শ্বশুর শ্বাশুরির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামে। এই ঘটনার গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ষড়যন্ত্রের শিকার গৃহবধু বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত ৭বছর পূর্বে বর্ষন গ্রামের কোরমান আলীর ছেলে নুর আলমের সাথে ১লক্ষ ২০হাজার টাকা দেনমোহরে একই ইউনিয়নের ভাটগ্রাম গ্রামের মোজাম্মেল হকের কন্যা মোসলেমা আক্তারের বিবাহ হয়। তাদের ৭বছরের সংসারে ৪বছরের একটি ছেলে সন্তান রয়েছে। গত ১বছর পূর্বে মোসলেমা আক্তারের স্বামী নুর আলম কাজের সন্ধানে সৌদি আরব যান। সৌদি আরব যাওয়ার সময় নুর আলম তার স্ত্রী মোসলেমা আক্তারের মাধ্যমে শশুরের কাছ থেকে ১লক্ষ ৩০ হাজার টাকা নেন। এদিকে নুর আলম সৌদি আরব যাওয়ার পর থেকে স্ত্রী মোসলেমা আক্তারকে তার শশুর, শ্বাশুরি ও নোনদ মিলে নির্যাতন শুরু করেন এবং এক পর্যায়ে অপবাদ দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে মোসলেমা আক্তার তার সৌদি আরব প্রবাসী স্বামী নুর আলমকে বিষয়টি জানালে স্ত্রী মোসলেমা আক্তারকে তার বাপের বাড়িতে থাকার পরামর্শ দেন স্বামী নুর আলম। এদিকে, মোসলেমা আক্তার তার বাবার বাড়িতে থাকা কালে তার শ্বশুর শ্বাশুরি ও ননদ মিলে গুজব রটান মোসলেমা আক্তার নুর আলমকে কোর্টের মাধ্যমে স্বামী তালাক দিয়ে অন্যত্র বিবাহ করেছেন। অন্যদিকে স্বামী নুর আলমও স্ত্রী মোসলেমা আক্তারের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এমতাবস্থায়, গত ৫ই অক্টোবর মোসলেমা আক্তার তার ৪বছরের শিশু সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি বর্ষন গ্রামে গেলে তার শ্বশুর শ্বাশুরি ও ননদ মিলে বাড়িতে প্রবেশে বাঁধা প্রদান করেন এবং স্বামী তালাকের নোটিস দেখান। এসময় মোসলেমা আক্তার স্বামী তালাকের কাগজ ভূয়া উল্লেখ করে প্রতিবাদ করলে তার শ্বশুর শ্বাশুরি ও ননদ মিলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধরের হুমকি দিয়ে বাড়ি থেকে তারিয়ে দেন।
উক্ত বিষয়ে ষড়যন্ত্রের শিকার মোসলেমা আক্তার বলেন, আমার শ্বশুর শ্বাশুরি ও ননদ মিলে ষড়যন্ত্র করে মিথ্যা স্বামী তালাকের কাগজ তৈরি করে আমাকে ও আমার ৪বছরের শিশু সন্তানকে বাড়ি ছাড়া করেছে। স্বামী তালাক কাগজে আমার সইয়ের জায়গায় সই করেছে আমার নোনদ। আমি লেখা দেখেই চিনতে পেরেছি। আমার শ্বশুর শ্বাশুরি তার ছোট মেয়েকে ছেলের স্ত্রী সাজিয়ে স্বামী তালাকের ভূয়া কাগজ তৈরি করেছে। এককথায় আপন ছোট বোনকে বড় ভাইয়ের স্ত্রী সাজিয়ে কোর্টে গিয়ে স্বামী তালাক দিয়ে পোষ্ট অফিসের মাধ্যমে তাদের নিজ বাড়িতেই নোটিস পাঠিয়েছে এবং আমাকে দোষী বানানোর চেষ্টা করছে।
অভিযোগের বিষয়ে মোসলেমা আক্তারের শ্বশুর কোরমান আলীর সাথে কথা বললে তিনি বলেন দুষ্টু লোকের বুদ্ধিতে আমরা ভুল কাজ করে ফেলেছি। আর এই ভুলের জন্য আমার ছেলের বউ মোসলেমা আক্তার ও তার বাবা মানে আমার বিয়াইয়ের কাছে ক্ষমাও চেয়েছি।
উক্ত বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন
Link Copied