ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নন্দীগ্রামে আপন ছোট বোনকে স্ত্রী সাঁজিয়ে ভুয়া স্বামী তালাকের কাগজ তৈরির অভিযোগ


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ৩:৫
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামে আপন ছোট বোনকে আপন বড় ভাইয়ের স্ত্রী সাঁজিয়ে স্বামী তালাকের ভুয়া কাগজ তৈরির অভিযোগ উঠেছে শ্বশুর শ্বাশুরির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামে। এই ঘটনার গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ষড়যন্ত্রের শিকার গৃহবধু বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
 
অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত ৭বছর পূর্বে বর্ষন গ্রামের কোরমান আলীর ছেলে নুর আলমের সাথে ১লক্ষ ২০হাজার টাকা দেনমোহরে একই ইউনিয়নের ভাটগ্রাম গ্রামের মোজাম্মেল হকের কন্যা মোসলেমা আক্তারের বিবাহ হয়। তাদের ৭বছরের সংসারে ৪বছরের একটি ছেলে সন্তান রয়েছে। গত ১বছর পূর্বে মোসলেমা আক্তারের স্বামী নুর আলম কাজের সন্ধানে সৌদি আরব যান। সৌদি আরব যাওয়ার সময় নুর আলম তার স্ত্রী মোসলেমা আক্তারের মাধ্যমে শশুরের কাছ থেকে ১লক্ষ ৩০ হাজার টাকা নেন। এদিকে নুর আলম সৌদি আরব যাওয়ার পর থেকে স্ত্রী মোসলেমা আক্তারকে তার শশুর, শ্বাশুরি ও নোনদ মিলে নির্যাতন শুরু করেন এবং এক পর্যায়ে অপবাদ দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে মোসলেমা আক্তার তার সৌদি আরব প্রবাসী স্বামী নুর আলমকে বিষয়টি জানালে স্ত্রী মোসলেমা আক্তারকে তার বাপের বাড়িতে থাকার পরামর্শ দেন স্বামী নুর আলম। এদিকে, মোসলেমা আক্তার তার বাবার বাড়িতে থাকা কালে তার শ্বশুর শ্বাশুরি ও ননদ মিলে গুজব রটান মোসলেমা আক্তার নুর আলমকে কোর্টের মাধ্যমে স্বামী তালাক দিয়ে অন্যত্র বিবাহ করেছেন। অন্যদিকে স্বামী নুর আলমও স্ত্রী মোসলেমা আক্তারের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এমতাবস্থায়, গত ৫ই অক্টোবর মোসলেমা আক্তার তার ৪বছরের শিশু সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি বর্ষন গ্রামে গেলে তার শ্বশুর শ্বাশুরি ও ননদ মিলে বাড়িতে প্রবেশে বাঁধা প্রদান করেন এবং স্বামী তালাকের নোটিস দেখান। এসময় মোসলেমা আক্তার স্বামী তালাকের কাগজ ভূয়া উল্লেখ করে প্রতিবাদ করলে  তার শ্বশুর শ্বাশুরি ও ননদ মিলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধরের হুমকি দিয়ে বাড়ি থেকে তারিয়ে দেন। 
 
উক্ত বিষয়ে ষড়যন্ত্রের শিকার মোসলেমা আক্তার বলেন, আমার শ্বশুর শ্বাশুরি ও ননদ মিলে ষড়যন্ত্র করে মিথ্যা স্বামী তালাকের কাগজ তৈরি করে আমাকে ও আমার ৪বছরের শিশু সন্তানকে বাড়ি ছাড়া করেছে। স্বামী তালাক কাগজে আমার সইয়ের জায়গায় সই করেছে আমার নোনদ। আমি লেখা দেখেই চিনতে পেরেছি। আমার শ্বশুর শ্বাশুরি তার ছোট মেয়েকে ছেলের স্ত্রী সাজিয়ে স্বামী তালাকের ভূয়া কাগজ তৈরি করেছে। এককথায় আপন ছোট বোনকে বড় ভাইয়ের স্ত্রী সাজিয়ে কোর্টে গিয়ে স্বামী তালাক দিয়ে পোষ্ট অফিসের মাধ্যমে তাদের নিজ বাড়িতেই নোটিস পাঠিয়েছে এবং আমাকে দোষী বানানোর চেষ্টা করছে।
 
অভিযোগের বিষয়ে মোসলেমা আক্তারের শ্বশুর কোরমান আলীর সাথে কথা বললে তিনি বলেন দুষ্টু লোকের বুদ্ধিতে আমরা ভুল কাজ করে ফেলেছি। আর এই ভুলের জন্য আমার ছেলের বউ মোসলেমা আক্তার ও তার বাবা মানে আমার বিয়াইয়ের কাছে ক্ষমাও চেয়েছি। 
 
উক্ত বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা