ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ৪:৩০

সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরকে (২১) তুলে নিয়ে মারধরের পর মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের ৩ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত রাহাত সরকারকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রাহাত সরকার (২৫) গাজীপুরের জয়দেবপুর থানার পূর্ব চান্দেনা গ্রামের সাঈদ সরকারের ছেলে। বর্তমানে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকায় থাকেতেন। অভিযুক্ত রাহাত বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারকাজুল ইসলাম আকাশের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত।

মামলার অন্য আসামিরা হলেন- সাভারের বিরুলিয়ার আক্রান নামাপাড়ার জলিলের ছেলে মনছুর (৪০), একই গ্রামের নজরুলের ছেলে আশিক(২২), সাধানের ছেলে সাহিম(২৩), টিপুর ছেলে টুটুল (২৪)। নিহত হাসিবুল হাসান অন্তর ময়মনসিংহ জেলা থানার কাচারি পাড়া এলাকার ভাটিপড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে৷ তিনি ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী।

শনিবার বেলা ১২টার দিকে সাভার মডেল থানায় এবিষয়ে প্রেস ব্রিফিং করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান (পিপিএম)

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যায়  মোটরসাইকেল যোগে বিরুলিয়ার খাগান এলাকায় যান হাসিবুল হাসান অন্তর ও ফয়সাল সিদ্দিকী বাপ্পী। এসময় পূর্ব বিরোধের জেরে রাহাত সরকার, মনছুর, আশিক, সিফাত, সাহিম ও টুটুলসহ ১০/১২ জন অন্তরের সঙ্গে থাকা ফয়সাল সিদ্দিকী বাপ্পীকে চর থাপ্পড় দিয়ে তাড়িয়ে দেয়। পরে অন্তরকে অপহরণ করে পাশ্ববর্তী বউবাজারের একটি বাগানে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

আহত অন্তরকে আশুলিয়ার রাজু হাসপাতাল ও সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার। নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ নভেম্বর অন্তর মারা যান।

এ ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি প্রক্টর মো. বদরুজ্জামান বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দয়ের করলে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে প্রধান আসামি রাহাত সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান