কেএনএফ-শান্তি কমিটি মুখোমুখি বৈঠক

পার্বত্য চট্টগ্রামে কেএনএফ’র সাথে সরকারের শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম চলমান থাকাকালে আর কোনো সশস্ত্র তৎপরতা পরিচালনা না করার ব্যাপারে অঙ্গীকার করেছে কেএনএফ। এ ছাড়াও সম্প্রীতি প্রতিষ্ঠা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরাপত্তা বাহিনীর সাথে সহযোগিতারও অঙ্গীকার করেছে সংগঠনটি।
রবিবার (৫ নভেম্বর ২০২৩) পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রুমার মুনলাই পাড়ায় বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত শান্তি কমিটির সাথে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর প্রথম মুখোমুখি বৈঠকের পর দুপক্ষের মধ্যে সাক্ষরিত সমঝোতা পত্রে এ অঙ্গীকার করেছে কেএনএফ নেতৃবৃন্দ। বৈঠকটি সকালে শুরু হয়ে দীর্ঘসময় পর্যন্ত চলমান থাকে। এ ছাড়াও উদ্ভূত যে কোনো সমস্যা উভয়পক্ষ সংলাপের মাধ্যমে সমাধান করার অঙ্গীকারও ব্যক্ত করেছে ঐ সমঝোতাপত্রে।
বৈঠক শেষে শান্তি কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গা জানান, বৈঠকে শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে ৮ সদস্য এবং কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বমের প্রধান উপদেষ্টা লাল এন লিয়ান বমের নেতৃত্বে ৫ সদস্য বৈঠকে অংশ নেয়। এছাড়াও প্রশাসনের তরফে অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দু’পক্ষের মধ্যে এর আগে কয়েকবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক অনুষ্ঠিত হলেও সামনাসামনি এটিই প্রথম বৈঠক। স্থান নির্ধারণ ও বেশকিছু বিষয় নিয়ে সামনাসামনি অনুষ্ঠিত এই বৈঠকটির সময় এর আগে কয়েকবার পিছিয়েছে। বৈঠকে কেএনএফ’র পক্ষ থেকে পূর্বে উত্থাপিত ৬ দফা দাবিসমূহ শান্তি কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পৌঁছানোর পাশাপাশি বম সম্প্রদায়ের লোকজনকে নিত্যপ্রয়োজনীয় বাজার-সদায় ক্রয়ে বিধি নিষেধ তুলে নেওয়া, কেএনএফ সদস্যের নামে আটককৃত ৬১ জনের নিঃস্বার্থ মুক্তির দাবি জানিয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও শান্তি কমিটির চেয়ারম্যান ক্যা শৈ হ্লা জানান, কেএনএফের সাথে স্বশরীরে প্রথম বৈঠক খুবই আন্তরিক ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বর মাসে আরো একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের মাধ্যমে চলমান সমস্যা নিরসন হবে বলে প্রত্যাশা করেন তিনি।
শান্তি প্রতিষ্ঠা কমিটি এবং কেএনএফের মধ্যে সম্পাদিত উক্ত সমঝোতা স্মারকে শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বমের সিনিয়র উপদেষ্টা এবং টিম লিডার কেএনএফ রিপ্রেজেন্টেটিভ ফর পিস ডায়লগ এন্ডার লালএং লিয়ান স্বাক্ষর করেন। বৈঠকে কেএনএফের তরফে শান্তি কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট ৬ দফা দাবীনামা পেশ করা হয়।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে বান্দরবানে কেএনএফ নামে নতুন একটি সশস্ত্র সংগঠন তৎপরতা শুরু করে। এই সংগঠনটির সাথে সংঘর্ষে ও তাদের পুতে রাখা বিস্ফোরকে সেনা সদস্যসহ এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে কেএনএফ’র এর ১৭ জন সদস্য।
বান্দরবানে চলমান এই সংঘাত নিরসনে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লাকে আহবায়ক করে সম্প্রতি শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। এ কমিটি এখন কেএনএফ’র সাথে আলোচনা চালাচ্ছে।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
