টিসিবি পণ্য বিতরণে নয় ছয়, সাংবাদিক দেখে পালালো সংশ্লিষ্টরা

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে টিসিবি পণ্য ডিলার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারি টিসিবি পণ্য বিতরণে নয় ছয় করে প্রকৃত উপকার ভোগীদের বঞ্চিত করায় কার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেছে উপকার ভোগীরা। এসময় সাংবাদিকদের দেখে পরিষদে তালা লাগিয়ে দ্রুত পালিয়ে গেলো পণ্য ডিলার ও সংশ্লিষ্টরা।
৬ নভেম্বর (সোমবার) উপজেলার সাধনপুর ইউপিতে সরকারি টিসিবি পণ্য বিতরণ করা হয়। এসময় অনলাইন কার্ডধারী উপকার ভোগীরা সকাল থেকে পরিষদ মাঠে এসে টিসিবি পণ্য কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও সংশ্লিষ্টরা সামান্য কিছু মালামাল বিতরণ করে মাঝপথে বিতরণ বন্ধ করে দিয়ে মালামাল শেষ হয়ে গেছে বলে অন্তত ৬-৭শ,অনলাইন কার্ডধারী উপকার ভোগীকে টিসিবি পণ্য না দিয়ে তাড়িয়ে দেয়ার ফলে টিসিবি ডিলার ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেছে সুবিধা বঞ্চিত ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা বলেন, তাদের অনলাইন কার্ড আছে, এছাড়াও বিতরণের কথা বলে জনপ্রতিনিধিরা তাদের টোকেনও দিয়েছে, কিন্তু পণ্য কিনতে এসে সকাল লাইনে দাঁড়িয়ে থাকা সত্বেও অন্তত ৫-৬শ লোক টিসিবি পণ্য পাননি,তাই তারা পণ্য ডিলার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে। এসময় অনেকে কান্না করতেও দেখা গেছে।
এবিষয়ে সাধনপুর ইউপি সচিব নোবেল ভট্টাচার্য বিষয়টি স্বীকার করে বলেন, স্থানীয় মেম্বারদের কাছে লিস্ট দেয়া হয়েছে, তারা কার্ড বিতরণ করেছে, সেই অনুযায়ী টিসিবি পণ্য সকাল ৯টা থেকে দুপুর ২ টার মধ্যে ১৫৩৬ জনকে বিতরণ করা হয়েছে, কিন্তু মালামাল শেষ হয়ে যাওয়াতে লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কিছু কার্ডধারী উপকার ভোগী মানুষ পণ্য পায়নি। বিষয়টি কালকে জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি। টিসিবি পণ্য ডিলার কে? জানতে চাইলে বাণীগ্রামের (নিবানী দে) নামক একটি প্রতিষ্ঠান বলে জানান সচিব।
এবিষয়ে নিবানী দে নামক টিসিবি পণ্য ডিলার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে, ফোন রিসিভ করে ডিলার পরিচয় দিয়ে এক লোক বলেন, মেম্বার, মহিলা মেম্বার ও গ্রাম পুলিশসহ সকলের উপস্থিতিতে নির্দিষ্ট সময়ে পণ্য বিতরণ করা হয়েছে। নির্দিষ্ট সময় বলতে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিতরণ করেছেন? কতজনকে বিতরণ করা হয়েছে? জানতে চাইলে তিনি বলেন, এইসব তথ্য আমার জানা নেই, ইউপি সচিব বলতে পারবে।
বিতরণকালে উপস্থিত ছিলেন কিনা? জানতে চাইলে আমতা আমতা করে ওই লোক বলেন, নিবানী দে অসুস্থ, আমি তার প্রতিনিধি বলছি, কয়টা পর্যন্ত বিতরণ করা হয়েছে সেটা আমি একটু পরে জানাচ্ছি। কারো কাছ থেকে কি জিজ্ঞেস করে জানাবেন? এমন প্রশ্নের জবাবে তিনি উল্টো হুমকি দিয়ে প্রশ্ন করে বলেন, নিবানী দেকে আপনি চিনেন? কে সে নিবানী দে? যার ক্ষমতার জোরে টিসিবি পণ্য গায়েব হয়ে যায়? নিবানী দে নামক টিসিবি পণ্য ডিলার প্রতিষ্ঠানের কারসাজিতেই যেনো গায়েব হলো টিসিবি পণ্য।
এব্যাপারে সাধনপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন কামাল বলেন,টিসিবি পণ্য বিতরণ করার নিয়ম হচ্ছে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা আসছে তাদের মধ্যে পণ্য বিতরণ করা হয়েছে, কার্ড ছাড়া কাউকে এই পণ্য বিতরণ করার নিয়ম আছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, দুইটার মধ্যে কার্ডধারীরা না আসলে অবশ্যই বিতরণ করা যাবে। কে পাইছে না পাইছে সেটাতো জানিনা তবে সব মালামাল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন,কার্ডধারীরাই টিসিবি পণ্য পাবে, তাদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। আর সাংবাদিক দেখে জনপ্রতিনিধিরা পালাবে কেন? নিশ্চিয় তারা হয়তো কোন অনিয়ম করেছে,না পালানোর কারণ নেই। সুবিধা বঞ্চিতদের কেউ অভিযোগ করলে তদন্ত করে অনিয়মকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৫ সিনিয়র নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!
