ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সকালের সময়ে সংবাদ প্রকাশের জের

এসিল্যান্ড আরাফাতের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৭-১১-২০২৩ দুপুর ৩:৪০

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে আদালতের আদেশ অবমাননার অভিযোগ তোলে একটি মামলা দায়ের করা হয়েছে।৭ই নভেম্বর (মঙ্গলবার) দুপুরে বাদী পক্ষের আইনজীবি শাহাদাৎ হোসেন হিরু এই তথ্য জানান।

তিনি বলেন, সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতের ২৩শে আগস্টের একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে উপজেলার পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ এলাকায় এসিল্যান্ড আরাফাত একটি জায়গা উচ্ছেদ করেন।

অথচ! উচ্ছেদ অর্ডার দেখানোর পরেও তিনি তার উচ্ছেদ অভিযান বহাল রাখেন। এবং পরের দিন তিনি আবার লোক পাঠিয়ে উচ্ছেদকৃত জায়গা মোবাইলে ভিডিও ধারণ করে আনার জন্য নির্দেশ দিয়েছিলেন। এ সংক্রান্ত সবকিছু নিয়ে কাগজপত্র পর্যালোচনা করে গত ২৪শে আগষ্ট দৈনিক সকালের সময়ের অনলাইন এবং প্রিন্ট ভার্সনে 'আদালতের আদেশ উপেক্ষা করে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে দেশ জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরে  আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত এসিল্যান্ডকে স্বশরীরে হাজির হয়ে আদালত অবমাননার ব্যাখার জন্য পরপর ২ বার আদেশ দিলেও তিনি  আদালতে আসেননি।

তাই আমরা তার বিরুদ্ধে এবং বাজালিয়া ইউনিয়ন ভূমি সহকারীসহ মোট ২ জনের বিরুদ্ধে জাতীয় দৈনিক সকালের সময় এর পেপার কাটিংসহ দিয়ে আজ  ৭ই নভেম্বর (মঙ্গলবার) সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতে একটি আদালতের আদেশ অবমাননার মামলা দায়ের করি। যার ভায়লেশন মিচ নং ১১০/২৩।

মামলার প্রথম বিবাদী এসিল্যান্ড সাতকানিয়া এবং ২য় বিবাদী বাজালিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার। 

তিনি আরো বলেন, আমার মক্কেল শাহআলমের পক্ষে মূলত দেওয়ানী আদালতের আদেশ ভঙ্গ করায়  দেওয়ানী কার্যবিধি ৩৯ আদেশের ২/৩ নিয়মমতে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রসেসিং ড্র এর আবেদন করেছি আদালতে।তার বিরুদ্ধে এটা সিরিয়াস এ্যাকশন হয়ে আদালতের আদেশ যথাযথ সম্মান ফিরে পাবে বলে আমি আশাবাদী। এদিকে আদালত সূত্রে জানা গেছে, আজকের ফাইলিং হওয়া মামলা আদালত আগামী ১৬ই নভেম্বর শুনানীর জন্য রেখেছেন।এদিকে আরো জানা গেছে, তিনি স্বশরীরে আদালতের আদেশে হাজির না হলেও মাঝখানে গত বৃহস্পতিবার  আইনজীবীর মাধ্যমে হাজির হলেও কোন সদুত্তর কিংবা ব্যাখা প্রদান করেননি তাই আজকে তার বিরুদ্ধে প্রসেসিং ড্র এর মামলার আবেদন করা হয়েছে।

এদিকে আদালত অবমাননার মামলার বিষয়ে এসিল্যান্ড আরাফাত সিদ্দিকীকে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।অপরদিকে এ বিষয়ে অবগত আছেন কিনা প্রশ্নের বিষয়ে ইউএনও মিল্টন বিশ্বাস মুঠোফোনে জানান, বিষয়টি তিনি অবগত নন, অবগত হয়ে দেখবেন বলে জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও