পেশা বদলাচ্ছেন ফুলছড়ির চরাঞ্চলের মানুষ

জলবায়ু পরিবর্তনের ফলে আমুল পরিবর্তন এসেছে মানুষের জীবন জীবিকায়। নিজের অস্তিত্ব রক্ষায় নিত্যনতুন পেশা বেছে নিচ্ছে মানুষ। বিশেষ করে কৃষিতে জলবায়ু প্রভাবে কৃষি কাজ ছেড়ে অন্য পেশায় ঝুকছে চরাঞ্চলের মানুষ। কখনো অসময় নদী ভাঙ্গন বন্যা কিংবা খরা। আবার কখনো কখনো আগাম শীতের কারণে ফসলের ক্ষতি হওয়ায় অর্থনৈতিক মন্দা এড়াতে দিন দিন বিকল্প পেশাকে চরাঞ্চলের মানুষ।
ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কৃষক হাবিবুর রহমান বলেন, আমরা আগে বইয়ের পাতায় ছয় ঋতুর দেশ বাংলাদেশ পড়লেও বর্তমানে প্রেক্ষাপট পাল্টে গেছে। জলবায়ু কারণে কাল পরিক্রমার বদল হয়েছে। কেননা গত কয়েক বছর ধরে আশানুরূপ বন্যা নেই। মৌসুমে হচ্ছে প্রচুর বৃষ্টিপাত। এছাড়া ব্রহ্মপুত্র, যমুনায় বন্যা মৌসুমে হচ্ছে নাব্যতা সংকট। ঝুঁকি এড়াতে কৃষি নির্ভর চরের মানুষ গুলো পেশাবদল করে গবাদিপশু পালনে তাদের আগ্রহ বাড়িয়েছে। কেননা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিকল্প কিছু ভাবা ছাড়া উপায় নেই।
মোঃ গোলাম মওলা বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম প্রকল্প শেষ হওয়ায় আমার চাকরি শেষ হয়ে যায়। যখন দেখলাম আমার সংসার চালানো কষ্ট হচ্ছে, তখন চিন্তা করি আমি গরু পালন করব তখন আমি প্রথমিক ভাবে ৪ টি গরু কিনি এখন আমার গরু বিক্রির টাকা দিয়ে একটি ১০০০ লেয়ার মুরগির খামার তৈরি হয়েছে।
ট্যাংরা কান্দি চরের আইলা বেগম বলেন, কয়েক বছর আগে চরের হাতে গোনা কয়েকটি বাড়িতে হাঁস মুরগি ও গরু-ছাগল পালন করতো। এখন চরের অধিকাংশ বাড়িতে গরু ছাগল, ভেড়া মহিষ পালন করছে এছাড়াও অল্প পুঁজিতে অধিক লাভের আশায় গতানুগতিক খামার ছেড়ে ভেড়া প্রজাতির দারুন উন্নত জাতের ছাগল দেশি গরু পালনে ব্যস্ত সময় পার করছেন তারা। কেননা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিকল্প কিছু ভাবা ছাড়া উপায় নেই । একই এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, আবহাওয়ার কারণে চড়ে এখন কৃষিতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চরাঞ্চলের মানুষকে। অসময়ে বন্যা খড়ার কারণে কৃষিতে তেমন ফসল ফলে না। তাই এই চরের মানুষের গবাদি পশু পালনের আগ্রহ বেড়েছে। একটি গরু পালন এক বছর পর বিক্রি করলে খরচের তুলনায় লাভ হয় মোটামুটি, কিন্তু একটা ছোট মহিষ ৫০ হাজার টাকা দিয়ে কিনে লালন পালন করে বছর শেষে প্রায় দেড় থেকে পৌনে দুই লাখ টাকা বিক্রি করা যায়। মহিষের জন্য আলাদা করে ফিড ভিটামিন ভুসি খড় কিনতে হয় না। ফলে স্বভাবে বেশি লাভ হয় মহিষে।
চরের প্রতিটি বাড়ির লোকজন এখন পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ফুলছড়ি উপজেলার প্রাণিসম্পদ অফিসার ডা: জহিরুল্ ইসলাম বলেন,ফুলছড়ির চরাঞ্চলের মানুষ জলবায়ু প্রভাবের ফলে জীবিকায় পরিবর্তন আনতে শুরু করেছে অনাকাঙ্ক্ষিত দুর্যোগ মোকাবেলা ও অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে দিন দিন গবাদি পশু পালনের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের জমিগুলো গবাদি পশু পালনের জন্য বেশি উপযোগী ফলে এক বছরে তুলনায় গরু মহিষ ছাগল ভেড়া ও গাড়ল পালনের সংখ্যাও বেড়েছে। এসব মানুষকে দোরগোড়ায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ভ্যাকসিন ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই গবাদি পশু পালনে আস্থাশীল হয়ে পড়েছে বলে জানান তিনি ।
ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ বলেন, সমাজে অনেক পরিবর্তন আসবে। লাখ লাখ কর্মজীবী মানুষ নতুন ভাবে জীবন শুরু করবেন। বর্তমানে চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ চরম অর্থনৈতিক ও মানসিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছেনতারা বেঁচে থাকার প্রয়োজনে নতুন নতুন পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন। এদের বেশিরভাগই পুরনো পেশায় ফিরতে পারবেন না।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
