ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সেতু নির্মান প্রকল্পে রুপ বদলাচ্ছে ডুমুরিয়া-পাইকগাছা উপজলোর


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১১-১১-২০২৩ দুপুর ৪:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর খুলনায় জনসভায় ভাষণ দেবেন। ওই দিন দুপুর ২টায় নগরীর সার্কিট হাউজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভা স্থল থেকে প্রধানমন্ত্রী খুলনার ২৪টি প্রকল্পের উদ্বোধন করবেন। যার মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুটি প্রকল্প রয়েছে। একটি হলো ডুমুরিয়া উপজেলার পিসি গার্ডার ব্রীজ এবং অন্যটি হলো খুলনা জেলার পাইকগাছা উপজেলার কুড়ুলিয়া নদীর উপর ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্ধোধন। ডুমুরিয়ার ভদ্রা নদী খুলনা জেলার একটি নদী। নদীটি খুলনা জেলার পশুর ও শিবসা নদীর মধ্যবর্তী ভূ-খন্ডকে বিভক্ত করেছে। এছাড়াও সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশুর ও শিবসা নদী দুটির মিলনস্থলে পতিত হয়েছে। ভদ্রা নদীর পশ্চিমপাশের্^ সাতক্ষীরা জেলার তালা উপজেলা ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার একাধিক গ্রোথ সেন্টার, হাটবাজার এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অন্যদিকে, পাইকগাছার কুড়ুলিয়া নদীর দৈর্ঘ্য-১৩ কিঃমিঃ। নদীটি খুলনা জেলার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নে প্রবাহমান কপোতাক্ষ নদ থেকে উৎপত্তি লাভ করেছে। বর্তমানে পাইকগাছা উপজেলার পানি নিষ্কাশনের জন্য নদীটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। নদীটি শিবসা নদীতে মিলিত হয়ে বঙ্গপোসাগরে পতিত হয়েছে। পাইকগাছা কুড়ুলিয়া নদীর উপর ব্রীজ নির্মান হলে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে। তথ্যসূত্রে, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাধীন বসুন্দিয়া ডাঙ্গা বাজার - মাগুরখালী ইউপি অফিস সড়কে ২৪৯০ মিঃ চেইনেজে ভদ্রা নদীর উপর ৩১৫.৩০ মিটার পিসি গার্ডার ব্রীজ উদ্বোধন হবে। নির্মানকৃত সেতুটি পিসি গার্ডার ব্রীজ। এ নির্মান প্রকল্পে ২৮,৪৬,৮৬,২৭৮ টাকা ব্যয় করা হয়েছে। ৭২টি স্পানের সংযোগে এ ব্রীজ নির্মান করা হয়েছে। এর পাইল সংখ্য ৬টি। ২০১৭ সালের নভেম্বর মাসে এ সেতু নির্মানের কাজ শুরু হয়। যা দীর্ঘ ৫ বছর পর ২০২২ সালের নভেম্বর মাসে শেষ হয়েছে। অন্যদিকে পাইকগাছা উপজেলায় কুড়-লিয়া নদীর উপর ১২০,০০,০০,০০০ টাকা ব্যয়ে সেতু নির্মানের প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সেতুটি পিসি গার্ডার ও ষ্টীল ট্রাসের ধরনের আদলে নির্মান হবে। এর দৈর্ঘ হবে ৭৪৮.৯০ মিটার। এর মোট স্প্যান সংখ্যা হবে ২৫টি। ডুমুরিয়া এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, সেতুটি নির্মিত হওয়ায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা পাইকগাছা উপজেলা ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাথে যোগাযোগের একটি বিকল্প সড়ক তৈরি হয়েছে।  সেতুটি ব্যবহার করে পাইকগাছা জেলার কপিলমুনি জিসি ও তালা উপজেলার জাতপুর ও তালা জিসির সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। এ সেতুটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনও করবে। ব্যবসায়ীরা জানান, জনগণের যাতায়াতের জন্য অনেক সময় সাশ্রয় হবে। অত্র অঞ্চলের মানুষ এখন এক নিমিশে খুলনার শহরে পৌঁছাতে পারে। ব্রীজটি নির্মাণে অত্র অঞ্চলের মানুষ এরই মধ্যে সুফল পেতে শুরু করেছে। তাদের উৎপাদিত কৃষি পণ্য ও সবজি, ঘেরের মাছ, চিংড়ী, খামারীদের দুধ ও বিভিন্ন পণ্য পরিবহনে সহজতর হয়েছে।  সংশ্লিষ্টরা বলছেন,  ব্রীজটি নির্মাণ করায় ডুমুরিয়া উপজেলাবাসী সহ খুলনার কপিলমুনি, পাইকগাছা, কয়রা, তালার মানুষ উপকৃত হবেন। পাইকগাছা এলাকার মানুষেরা অনেক আশা ব্যবক্ত করে বলেন, কুড়-লিয়া নদীর উপর সেতুটি নির্মিত হলে পাইকগাছা উপজেলার সাথে পাইকগাছা-কয়রা সড়ক ও বটিয়াঘাটা-দাকোপ উপজেলা সড়কের সাথে একটি বিকল্প সড়ক তৈরি হবে। এ সেতুটি ব্যবহার করে ব্রীজটির উত্তর পাশে ৬টি ইউনিয়ন ও দক্ষিন পাশে ৪টি ইউনিয়নের সাথে যোগাযোগ স্থাপন সম্ভব হবে। সেতুটি বাস্তবায়িত হলে পাইকগাছা থেকে খুলনা জেলার যাতায়াতে প্রায় ৩০ কি:মি: পথ কমে যাবে এবং একই সাথে সময় সাশ্রয় হবে। এছাড়াও পাইকগাছা উপজেলা খুলনা জেলার একটি উপশহর হিসেবে গড়ে ওঠার সম্ভাবনাও তৈরী হবে। এ এলাকার ব্যবসায়ীরা জানান, এ এলাকার উৎপাদিত কৃষি পণ্য, ঘেরের মাছ, চিংড়ী, খামারীদের দুধ ও বিভিন্ন পণ্য সহজে আনা-নেয়া করতে পারবে। ব্রীজ নির্মান হলে এলাকার জন-সাধারনের জীবন-মানের অনেক পরিবর্তন হবে বলে তারা আশা করেন। প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, ডুমুরিয়ায় নির্মানকৃত সেতুটি এলাকাবাসীর জন্য অনেক প্রয়োজনীয় ছিলো। যা এখন দৃশ্যমান। অন্যদিকে পাইকগাছাবাসীর জন্য সরকারের হাতে নেয়া সেতু নির্মান প্রকল্পটি এলাকায় অনেক সুফল বয়ে আনবে। এ সেতু নির্মানের ভিত্তি প্রস্তর ১৩ তারিখ উদ্ধোধন হবে বলে তারা জানান। 

এমএসএম / এমএসএম

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

নড়াইলের লোহাগড়ায় শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি সভা

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত করতে কর্মশালা

বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি সিদ্দিক ও সাধারণ সম্পাদক মিলন

নাঙ্গলকোটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

মেহেরপুরে অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

পাবিপ্রবিতে ‘ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস’ শীর্ষক কর্মশালা

বেনাপোল চেকপোষ্টে কুলি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

নেত্রকোনায় জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের উদ্যোগে ধলাই নদী পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

সিনেমা হলের শেষ গল্প: তাজ সিনেমা হল থেকে স্মৃতি হারাচ্ছে দর্শক

হাটহাজারীতে শারদীয় দূর্গা পূজার ১১৮টি মন্ডপে শেষ মুহূর্তে প্রস্তুতি

মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প