ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপটাল ইউনিভার্সিটি আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে সমাজ বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২৩ বিকাল ৫:৫৭

চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি আন্তঃ বিভাগ   ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০  ই নভেম্বর শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি মাঠে সমাজ বিজ্ঞান বিভাগ  বনাম ব্যাবসায় প্রশাসন বিভাগ একাদশের মধ্যে  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে সমাজ বিজ্ঞান বিভাগ  ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। খেলার দ্বিতীয়ার্ধের শেষ দিকে সমাজ বিজ্ঞান বিভাগের  ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব ২ টি গোল করে গোল ব্যবধান বাড়িয়ে দেয়  । খেলার বাকি সময় আর কোন গোল না হওয়ায় ৩-০ গোলে শেষ হয় খেলার নির্ধারিত সময়।  খেলায় সমাজ বিজ্ঞান বিভাগ একাদশ ৩-০ গোলে ব্যবসায় প্রশাসন বিভাগ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির উপচার্য প্রফেসর ড. এম মোফাজ্জল হোসেনের  সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের  বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চুয়াডাঙ্গা ১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার সেলুন, তিনি বলেন শিক্ষার্থীদেরকে লেখা পড়ার পাশাপাশি শরীর গঠনের জন্য  খেলাধুলায় মনোনিবেশ করতে হবে । খেলা ধুলার উন্নতির জন্য আমার অচিরেই ক্রীড়া শিক্ষক নিয়োগ দেব। এসময় বিশেষ অতিথি ছিলেন  জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ট্রেজারার ড. আজিবুর রহমান, আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের আহবায়ক  বোর্ড অফ ট্রাস্টিজের সিনিয়র  ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টটন, জেলা ফুটবল এসোসিয়েশন  (ডিএফএ) এর সভাপতি এখলাছ উদ্দিন সুজন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আঃ কাদের, যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম, মাহিন হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক সোহেল আকরাম, চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি  রেজাউল হক জোয়ার্দার।  টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সমাজ বিজ্ঞান বিভাগ একাদশের সাকিব ( ৯), এছাড়া ম্যান অফ দ্যা ফাইনাল পুরস্কার লাভ করেন একই দলের সিনিয়র খেলোয়াড় সাকিব ( ১০)।  সাহসী কোচ হিসাবে পুরস্কার পান পাবলিক হেলথ বিভাগের শরিফুল ইসলাম।  গ্রাউনডস ম্যান, ম্যাচ কমিশনার, ম্যাচ রেফারি এবং স্পন্সরদের ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। টুর্নামেন্টে  চ্যাম্পিয়ন দলকে ৫ হাজার ও রানার আপ দলকে ৪ হাজার  টাকা প্রাইজমানি, কাপ ও মেডেল প্রদান করা হয়। উল্লেখ্য এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৮ টি বিভাগ দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে, বিভাগ গুলো হলো আইন বিভাগ, ট্রিপল ই, কৃষি বিভাগ, ইংরেজি বিভাগ, সমাজ বিজ্ঞান বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, পাবলিক হেলথ ও সিএসই বিভাগ। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে

মান্দায় সওজের জমি দখল করে রেস্টুরেন্ট নির্মানের অভিযোগ