চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপটাল ইউনিভার্সিটি আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে সমাজ বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন

চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ ই নভেম্বর শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি মাঠে সমাজ বিজ্ঞান বিভাগ বনাম ব্যাবসায় প্রশাসন বিভাগ একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে সমাজ বিজ্ঞান বিভাগ ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। খেলার দ্বিতীয়ার্ধের শেষ দিকে সমাজ বিজ্ঞান বিভাগের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব ২ টি গোল করে গোল ব্যবধান বাড়িয়ে দেয় । খেলার বাকি সময় আর কোন গোল না হওয়ায় ৩-০ গোলে শেষ হয় খেলার নির্ধারিত সময়। খেলায় সমাজ বিজ্ঞান বিভাগ একাদশ ৩-০ গোলে ব্যবসায় প্রশাসন বিভাগ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির উপচার্য প্রফেসর ড. এম মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চুয়াডাঙ্গা ১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার সেলুন, তিনি বলেন শিক্ষার্থীদেরকে লেখা পড়ার পাশাপাশি শরীর গঠনের জন্য খেলাধুলায় মনোনিবেশ করতে হবে । খেলা ধুলার উন্নতির জন্য আমার অচিরেই ক্রীড়া শিক্ষক নিয়োগ দেব। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ট্রেজারার ড. আজিবুর রহমান, আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের আহবায়ক বোর্ড অফ ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টটন, জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর সভাপতি এখলাছ উদ্দিন সুজন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আঃ কাদের, যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম, মাহিন হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক সোহেল আকরাম, চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রেজাউল হক জোয়ার্দার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সমাজ বিজ্ঞান বিভাগ একাদশের সাকিব ( ৯), এছাড়া ম্যান অফ দ্যা ফাইনাল পুরস্কার লাভ করেন একই দলের সিনিয়র খেলোয়াড় সাকিব ( ১০)। সাহসী কোচ হিসাবে পুরস্কার পান পাবলিক হেলথ বিভাগের শরিফুল ইসলাম। গ্রাউনডস ম্যান, ম্যাচ কমিশনার, ম্যাচ রেফারি এবং স্পন্সরদের ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৫ হাজার ও রানার আপ দলকে ৪ হাজার টাকা প্রাইজমানি, কাপ ও মেডেল প্রদান করা হয়। উল্লেখ্য এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৮ টি বিভাগ দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে, বিভাগ গুলো হলো আইন বিভাগ, ট্রিপল ই, কৃষি বিভাগ, ইংরেজি বিভাগ, সমাজ বিজ্ঞান বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, পাবলিক হেলথ ও সিএসই বিভাগ।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা
