মান্দা-৪ আসনে কে হবেন নৌকার মাঝি
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে কে হবেন, নৌকার মাঝি। এনিয়ে চলছে (মান্দা-৪) আসনে নেতাকর্মী, সমর্থকদের মধ্যে গুঞ্জন। নওগাঁর-৪৯ (মান্দা-৪) আসনে ক্ষমতাসীন দলের প্রবীণ প্রার্থীদের পাশাপাশি নবীন প্রার্থীরাও নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে মাঠে কাজ করছেন। বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে প্রার্থীতা জানান দেওয়ার পাশাপাশি নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা বলছেন সকল প্রার্থীরা। ক্ষমতাসীন দলে প্রায় ৮ থেকে ৯ জন নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে দেখা গেলেও এর মধ্যে তুঙ্গে আছেন কয়েকজন মনোনয়ন প্রত্যাশী। তুঙ্গে থাকা মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা আছেন তারা হলেন, মান্দা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তরুণ নেতা এ্যাড.নাহিদ মোর্শেদ বাবু। প্রবীন নেতা বর্তমান সংসদ সদস্য জননেতা জনাব মুহা.ইমাজ উদ্দীন প্রামাণিক (এমপি) ও নওগাঁ জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান মামুদ গামা। তিনজন প্রার্থীর পাশাপাশি কাজ করছেন শেখ আব্দুল লতিফ।
নৌকার মনোনয়ন প্রত্যাশীদের নেতাকর্মী ও সমর্থকরা স্ব স্ব প্রার্থীর হয়ে মাঠে কাজ করছেন। সবচেয়ে বেশি নেতাকর্মীর বহর নিয়ে মাঠে কাজ করতে দেখা গেছে নাহিদ মোর্শেদ বাবুকে। আসলে কে হবেন, এই আসনে নৌকার কান্ডারী বা অভিভাবক? নবীন নেতা- না প্রবীন নেতা! গুঞ্জনের শীর্ষে তালিকায় রয়েছেন ক্রমান্বয়ে এই তিন মনোনয়ন প্রত্যাশীর নাম।
প্রবীন ও নবীন প্রার্থীদের নিয়েই চলছে এই আসনে তুলকালাম। তবে মাঠে ময়দানে সবচেয়ে বেশি সময় ও শ্রম দিতে দেখা গেছে, নবীন নেতা এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু ও প্রবীন নেতার মাঝামাঝি ব্রহানী সুলতান মামুদ গামাকে। এর পরে আছেন বর্ষিয়ান ও প্রবীননেতা সংসদ সদস্য জনাব মুহা.ইমাজ উদ্দীন প্রামানিক এমপি মহোদয়। এছাড়াও মাঠে দেখা যাচ্ছে আ.লীগের বেশকিছু মনোনয়ন প্রত্যাশী। যারা হলেন, মান্দা উপজেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য শেখ আব্দুল লতিফ, নওগাঁ জেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল বাকি, যোদ্ধাকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মান্নান, মান্দা উপজেলা আ.লীগের সহ সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ,আ.লীগ পরিবারের পরিচয়দানকারী প্রার্থী আফজাল হোসেন ও মান্দা উপজেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য রায়হান কবীর।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১
নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন
শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩
মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে
গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম
সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন
আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা
জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান
শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা
ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত
নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ