ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ভুল পদ্ধতিতে ক্যানুলা স্যালাইন, রোগীর জীবন বাঁচাতে হসপিটাল ত্যাগ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৩ বিকাল ৫:৫৫

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জলদি আধুনিক হসপিটাল লিমিটেডে ডায়রিয়া আক্রান্ত ছামিরা নামে এক শিশুর শরীরে ভুল পদ্ধতিতে ক্যানুলা স্যালাইন-ইনজেকশন পুশ, প্রাণে বাঁচাতে রোগী নিয়ে হসপিটাল ছাড়তে বাধ্য হলো অভিভাবক।
বাঁশখালী পৌরসভার উত্তর পার্শ্বে হসপিটাল টাওয়ারস্থ জলদি আধুনিক হসপিটাল লিঃ নামে এক বেসরকারি হসপিটালে এই ঘটনা ঘটেছে।

১৪ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সৌদি প্রবাসী আবুল কালাম দৈনিক সকালের সময়কে বলেন, আমার নিজবাড়ী গণ্ডামারা হলেও পৌরসভা সদরে আমি নিজস্ব ঘর করেছি, আমার বৌ বাচ্চারা সেখানে থাকে, আমার মেয়ে ছামিরা ডায়রিয়া আক্রান্ত হওয়াতে ১১ নভেম্বর জলদি আধুনিক হসপিটালে নিলে হসপিটাল কতৃপক্ষ  তাকে ভর্তি দেন। ভর্তি দেয়ার পর স্যালাইন, ইনজেকশন দেয়ার জন্যে সেখানকার নার্স ভুল পদ্ধতিতে ক্যানুলা পুশ করার ফলে এক ফোটা  স্যালাইন শরীরে ঢুকেনাই, এতে একপর্যায়ে আমার শিশুটির অবস্থা গুরুতর হয়ে পড়ে। এমনকি ইনফেকশন করে মাত্র ১৫ মাস বয়সী শিশু ছামিরার হাতে ফোস্কা ফুটে হাত ফুলে যাওয়ার বিষয়টি শিশুটির স্বজনরা বার বার নার্সদের অবহিত করলেও কোণ ধরনের কর্ণপাত করেনি হসপিটাল কতৃপক্ষ কিংবা নার্সরা। এতে একদিকে শিশু ছামিরার আর্তচিৎকারে হসপিটালের অন্যান্য রোগীরাও প্রায় অতিষ্ঠ, অপরদিকে শিশুটির অবস্থাও বেগতিক হয়ে পড়াতে শিশু ছামিরাকে প্রাণে বাঁচাতে  প্রায় ২৪ ঘন্টা পর রোগীর ছাড়পত্র নিয়ে ওই হসপিটাল ছেড়ে যেতে বাধ্য হয়েছে বলেও জানান আবুল কালাম।

একই ভাবে রোগীর সাথে থাকা মোঃ আলমগীর বলেন, ভুল পদ্ধতিতে ক্যানুলা পুশ করাতে কোন ধরনের স্যালাইন, ইনজেকশন ছামিরার শরীরে ঢোকেনি, হাত ফুলে যাওয়া ও স্যালাইন না চলার বিষয়টি নার্সদের বার বার বলেছি, কেউ এগিয়ে আসেনি, এখানে হসপিটাল খোলে অদক্ষ স্টাফ দিয়ে, নার্স দিয়ে চিকিৎসার নামে রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে হসপিটাল কতৃপক্ষ। ২৪ ঘন্টা পর্যন্ত ছামিরাকে এখানে ভর্তি রেখেছিল, তাদের চিকিৎসা অবহেলায় মৃত্যু শয্যা অবস্থা হয়েছিল ছামিরার। পরে চট্টগ্রামের অন্য একটি হাসপাতালে নেয়ার ডায়রিয়া রোগ থেকে সুস্থ হলেও জলদি আধুনিক হসপিটাল লিঃ এর নার্স ভুল পদ্ধতিতে ক্যানুলা পুশ করায় হাতে ইনফেকশন করাতে হাতের অবস্থা জটিল হয়ে গেছে। এসময় জলদি আধুনিক হসপিটাল কতৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি কান্না কণ্ঠে হসপিটাল কতৃপক্ষকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন রোগীর বাবা প্রবাসী আবুল কালাম।

এবিষয়ে সরেজমিনে পরিদর্শনে গেলে, হসপিটালের ম্যানেজার আব্দুল মান্নান বলেন, ওই রোগীকে অন্যত্রে রেফার করা হয়েছে, কারণ জানতে চাইলে তিনি আমতা আমতা করে বলেন, রোগীকে ছেড়ে দেয়া হয়নি, অভিভাবকরা ছাড়পত্র নিয়ে চলে গেছে। রোগীর কোন সমস্যা হলে কি করতে সেটা বসে সমাধান করতে হবে আর কি।

এসময় হসপিটালের স্টাফ পরিচয় দিয়ে একলোক রোগীকে সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে অভিভাবকদের সাথে বাকবিতন্ডায় জড়ানো চেষ্টা করে। তবে নার্স বলছে রোগীকে স্যালাইন চালাতে পারিনি, কিন্তু কেন? জানতে চাইলে তিনি বলেন, বাচ্চাটি বেশি কান্না করছিল, তাই হয়তো ক্যানুলা নড়াচড়া হয়ে গেছে, বিষয়টি স্যারকে বলেছিলাম। কে সে স্যার?  জানতে চাইলে কোন মন্তব্য না করে চলে যান নার্স। এসময় রোগীর অভিভাবকদের উদ্দেশ্যে ওই  হসপিটালের নাছির উদ্দীন বলেন,আগে রোগীকে ডাক্তার দেখান, রোগী সুস্থ করার চেষ্টা করেন, চিকিৎসার জন্যে কি করতে সেটা আমরা করবো।

এবিষয়ে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস. এম শোয়াইবুর রহমান বলেন, ভাই আমিতো ছিলামনা, স্টাফদের কাছ জানতে পেরেছি,তবে রোগী নিয়ে যাওয়ার সময় এবিষয়ে কিছুইতো বলেনি, যাইহোক আমাদের ভুলের কারণে যদি কোন সমস্যা হয়ে  তাহলে সেটা বসে সমাধান করা হবে।

এমএসএম / এমএসএম

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৫ সিনিয়র নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা