ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

প্রতারনা করে জলমহাল দখলের চেষ্টা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৭-১১-২০২৩ দুপুর ২:৯

ছয় বছরের লীজ নেয়া একটি বদ্ধ জলমহাল প্রতারণার মাধ্যমে কৌশলে ইজারা দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে খুলনা জেলার কয়রা উপজেলার নারায়নপুরে। জলমহলটি দখলে নেয়ার এই অপচেষ্টার কবলে পড়ে অসহায় হয়ে পড়েছেন ২১টি পরিবার। ভূক্তোভূগিরা তথ্য ও উপাত্ত যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন। গাজীনগর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ২০১৯ সালে ইজারার মাধ্যমে খুলনা জেলার কয়রা উপজেলার নারায়নপুরের দোয়ানিয়া বদ্ধ জলমহালটি ছয় বছরের জন্য ইাজারা নেয়। কিন্তু চার বছর শেষ হতেই একটি প্রতারক চক্র সাব-লীজের ভুয়া ডীড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মিথ্যে অভিযোগ দিয়ে জলমহালটি পুনরায় ইজারা করিয়ে কৌশলে নিজেদের দখলে নেয়ার চেষ্টা করে। চক্রটির মূল হোতা জাহাঙ্গীর হোসেন , হাফিজুল ইসলাম ও আব্দুল মান্নানসহ আরো অনেকে। তারা প্রায় দীর্ঘদিন অন্যায় ভাবে জলমহালটি দখল করে রেখেছিলো। কিন্তু ২০১৯ সালে জলমহালটির ইজারা হওয়াতে চক্রটি ক্ষেপে যেয়ে ভুয়া সাব লীজের ডীড উপস্থাপন করে জলমহালটির ইজারা বাতিল করার চেষ্টা শুরু করে। যাতে করে নিজেদের দখলে নিয়ে অন্যায় ভাবে আবারও ভোগ দখল করতে পারে। এই চক্রের সাথে কয়রা ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত। এদিকে, চক্রটির দাখিলকৃত ভুয়া দলিলে কোন সাব-লীজ বা শর্ত ভঙ্গের কারন উল্লেখ নেই। এরপর কপোতাক্ষ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিথ্যে অভিযোগ দেন। এই মিথ্যা অভিযোগের আপত্তি জানালেও কোন তদন্ত ছাড়াই গাজীনগর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের ইজারা বাতিল করে দেয়া হয়। পরবর্তীতে একটি ই-বিজ্ঞপ্তি ১২ই অক্টোবর জারি করে ১৫ অক্টোবর জলমহালটি ইজারা দেয়ার ডাক হয়। যেখানে ভুয়া দলিল উপস্থাপনকারী জাহাঙ্গীর হোসেনের চাচাতো ভাই হাফিজুল ইসলামকে জলমহাল বুঝায়ে দেয়ার ঘোষনা দেয়া হয়। গাজীনগর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ন্যায় বিচার পাওয়ার আশায় টেন্ডার বিজ্ঞপ্তি এবং নতুন নির্দেশের বিরুদ্ধে রিট করলে উচ্চ আদালত জলমহালে স্থিতি অবস্থা জারি করার নির্দেশ প্রদাণ করেন। কিন্তু আদালতের নির্দেশকে তোয়াক্কা না করেই অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ১৮ই অক্টোবর ব্যাংকে চালানের মাধ্যমে টাকা জমা দেন হাফিজুল ইসলাম। তথ্য সূত্রে, গাজীনগর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ভূমি মন্ত্রনালয় থেকে ৯১ একরের 'নারায়নপুরের দোয়ানিয়া বদ্ধ জলমহালটি' বাংলা সন ১৪২৭ থেকে ১৪৩২ সন পর্যন্ত ইজারা গ্রহণ করে। সরকারকে রাজস্ব প্রদান করে। সর্বশেষ ১৪৩০ সন পর্যন্ত আমরা রাজস্ব প্রদান করা হয়েছে। অন্যান্য তথ্য সূত্রে, ১২ অক্টোবর (বৃহস্পতিবার) জারি করা ই- বিজ্ঞপ্তির পরে এসিল্যান্ড ১৫ অক্টোবর নগদমূল্যে মোঃ হাফিজুল ইসলামের কাছে জলমহালটি বুঝায়ে দেন। ১৬ই অক্টোবর “গাজীনগর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড” উচ্চ আদালতের রায় পান। কিন্তু ১৫ তারিখে নগদমূল্যে দখল বুঝিয়ে দিলেও সরকারী কোষাগারে সেই টাকা জমা পড়ে ১৮ অক্টোবর। টাকা জমার তথ্যানুসারে দেখা যায়, হাফিজুল ইসলাম ব্যাংকে ১৮ই অক্টোবর চালানের মাধ্যমে টাকা জমা দেন। অভিযোগকারী মৎস্যজীবীরা বলেন, প্রতারক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয় প্রশাসনের সহায়তায় বদ্ধ জলমহালটি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করছেন। তিনি আমাদের নামে মিথ্যে অভিযোগ দেয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের ৩ বছরের জন্য ইজারায় অংশ নেয়ার সক্ষমতা নিষিদ্ধ করেছিলো। কয়রা ভূমি অফিসের অসাধু কর্মচারীদের সহযোগীতায় জাহাঙ্গীর তার চাচাতো ভাই হাফিজুল ইসলামকে দিয়ে রাতারাতি হওয়া টেন্ডারে অংশ নেয়ায়ে জলমহলটি কৌশলে নিতে চায়। আর জাহাঙ্গীর জাল দলিল করে আমাদের দোষি প্রমাণ করার চেষ্টা করে যাতে আমরা ইজারায় অংশ নিতে না পারি। গাজীনগর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড সমিতির সভাপতি মোজাফফার হোসেন ও সেক্রেটারি মুজিবর রহমান বলেন, ৪ বছর হয়েছে জলমহালটি সরকারের কাছে থেকে লিজ নেয়া হয়েছে। আমরা পরিশ্রম করে এখানে মাছ চাষ করছি। সরকারকে রাজস্ব দিচ্ছি। কিন্তু এখানে অসাধু একটা চক্র জলমহালটি দখলে নেয়ার অপচেষ্টা করছে। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায় বিচার করুক। হাফিজুল ইসলামের কাছে এ বিষয়ে জানার জন্য মুঠোফোনে কল করলে তিনি পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছন্ন করে দেন। কয়রার সহকারী কমিশনার (ভূমি) বি.এম.তারিক উজ জামান বলেন, গাজীনগর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড সাব-লীজ করে নিয়ম বহির্ভূত কাজ করেছে বলে তাদের ডীড বাতিল করা হয়েছে। বর্তমানে এ বিষয়টি নিয়ে মামলা মোকদ্দমা করেছে একটি পক্ষ। আদালত থেকে এ জলমহাল ব্যবহারের উপর স্থিতিস্থবতা রাখার আদেশ দেয়া হয়েছে বলে তিনি জানান। 

 

এমএসএম / এমএসএম

মান্দায় অবৈধ ইট গুড়িয়ে দিয়েছে প্রশাসন

ভিত্তিহীন অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাবনায় ছাত্র আন্দেলনের সময় দু’ছাত্র হত্যকারী সেই আ.লীগ নেতা সাঈদ চেয়ারম্যানের ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ধর্ষকের শাস্তি চেয়ে শিবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

চিলমারীতে মহাসড়কের পাশে অবৈধ ভাবে চলছে জ্বালানী তেল বিক্রি

পটুয়াখালীতে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

আইনশৃঙ্খলা অবনতির দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ দাবি ছাত্রদল নেতার

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শ্রীপুরে চার বছরের শিশুর গায়ে সৎ বাবার গরম ছুরির ছ্যাঁকা

দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে : লুনা

বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

কবরস্থান থেকে পাথর উত্তোলন নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

রায়পুরে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতেছাত্র-জনতার মশাল মিছিল