ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

চাকরির প্রলোভনে প্রতারণা করে মুচলেকায় ছাড়া পেল প্রতারক নারী


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৮-১১-২০২৩ দুপুর ৩:৩৩
কুতুবদিয়ায় রেডক্রিসেন্টে চাকরি দেয়ার প্রলোভনে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে আটক নারীকে ছেড়ে দেয়া হয়েছে। তাকে উপজেলার বড়ঘোপ ইউপি চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ। 
 
বড়ঘোপ ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  (১৬ নভেম্বর) পরিষদের কার্যালয়ে  ভুক্তভোগীসহ ওই প্রতারক নারীর সাথে কথা বলেন বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম। এসময় ওই নারী চাকরি দেয়ার প্রলোভনে ২৪ জন চাকরি প্রত্যাশির নিকট থেকে ১ লক্ষ ৮০ হাজার  টাকা নিয়েছেন বলে স্বীকার করেন। 
 
এ ব্যাপারে বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালামে বলেন, চাকরি দেওয়ার প্রলোভনে ২৪ জন যুবক-যুবতীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে শারমিন আক্তার। এসব টাকা এক মাসের মধ্যে ভুক্তভোগীদের কাছে ফেরত দিবেন। পরবর্তীতে এ ধরনের প্রতারণা মূলক কাজ আর করবেন না বলে মুচলেকা দিয়েছেন শারমিন আকতার।
 
জানা যায়, প্রতারক শারমিন আক্তার (২৯) কক্সবাজারের রামু উপজেলার মধ্য মেরংলেয়া গ্রামের গোলাম সোলতানের মেয়ে। তার দাদার বাড়ী কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের উত্তর অমজাখালী এলাকায়। সে সুবাদে শারমিন প্রতারণার ফিল্ড হিসেবে কুতুবদিয়াকে বেছে নেন। দাদার বাড়ির এলাকার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে প্রতারণার ব্যবস্যা শুরু করেন। নিজের কোন চাকরি নেই। প্রতারণার ফাঁদ হিসেবে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির’ নামে নিজেই একটি প্রতিষ্ঠান খুলে বসেন। সেখানে নিয়োগ দিতে চাকরি প্রার্থীদের কাছ থেকে নেন বিভিন্ন অংকের টাকা। কিন্তু কোন কার্যক্রম না থাকায় চাকরি প্রার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
 
এদিকে যুব রেডক্রিসেন্ট কুতুবদিয়া উপজেলা থেকে বলা হয় শারমিন নামের ওই নারীর সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই।
 
বুধবার কুতুবদিয়ার উত্তর অমজাখালী এলাকা থেকে  চক্রের মূলহোতা শারমিন আক্তারকে আটক করে থানায় হস্তান্তর করেন এসিল্যান্ড জর্জ মিত্র চাকমা। কিন্তু ভুক্তভোগীরা কেউ লিখিত অভিযোগ না করায় শারমিন আক্তারকে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয় থানা থেকে। 

এমএসএম / এমএসএম

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন