পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে বিভাগীয় চাকুরি মেলা অনুষ্ঠিত

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে বিভাগীয় চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বের) বেলা ১১ টায় খুলনা টাইগার গার্ডেন ইন্টারন্যাশল হোটেলে নাগরিক উদ্যোগের আয়োজনে এল এন ও বি কোয়ালিশন ইএলএমসি প্রকল্পের খুলনা বিভাগের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.নাজমুল হুসাইন খান, উদ্বোধক হিসেবে প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা সমাজ সেবার উপপরিচালক খান মোতাহার হোসেন, সুশীলনের প্রধান নির্বাহী মোস্তফা নুরুজ্জামান, ক্রিশ্চিয়ান এইডের প্রজেক্ট ম্যানেজার মাহেনুর আলম চৌধুরী, জবঘর ২৪.কম এর প্রধান নির্বাহী অদ্রিস দিপংকর, ক্রিশ্চিয়ান এইডের প্রোগ্রাম ম্যানেজার আনজুম নাহিদ চৌধুরী, নাগরিক উদ্যোগ প্রকল্প সমন্ময়কারী মো. আব্দুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো.মোস্তাক উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা,খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মফিদুল ইসলাম টুটুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এল এন ও বি কোয়ালিশন ইএলএমসি প্রকল্পের খুলনা বিভাগের সহ সভাপতি মারিয়া ভূঁইয়া মেরী,সদস্য সালমা জাহান,শুভব্রত কুমার মিস্ত্রি, পাখি দত্ত, ইসরাত আরা হীরা।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুমন সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহীন আহমেদ, এসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান চাকুরি মেলায় ১৪টি স্টল অংশ গ্রহণ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ও বাংলাদেশ বেতার খুলনার উপস্থাপিকা ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা। এ চাকুরি মেলায় স্থানীয় ও জাতীয় পযার্য়ের ১৩ ব্যবসায়িক প্রতিষ্ঠানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ১০৪ জন চাকুরি প্রার্থীরা অংশ গ্রহণ করেন। বক্তারা বলেন, বাংলাদেশে মোট জনসংখ্যার ১১ % পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে। এই জনগোষ্ঠীর একটি উল্লেখ যোগ্য অংশ হলো দলিত, ক্ষৃদ্র নৃ গোষ্ঠী হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তি। যে কারনে এই আয়োজন। এছাড়াও রাজশাহী বিভাগে ও সিলেট বিভাগে এই চাকুরি মেলা আয়োজন করা হবে । এই অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়ন, বন্ধু, ব্লাস্ট,নাগরিক উদ্যোগ,ওয়েভ ফাউন্ডেশন, ক্রিশ্চিয়ান এইড।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
