বটিয়াঘাটায় ১ পুলিশ সদস্য সহ ৬জন ধর্ষন মামলার আসামী গ্রেফতার

বটিয়াঘাটা উপজেলার কল্যাণশ্রী এলাকার জনৈক এক মহিলা দর্জি (২২)কে কনসার্টে নিয়ে যাওয়ার কথা বলে পরিকল্পিতভাবে গনধর্ষন মামলায় অভিযুক্ত ৬ আসামীকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব ও থানা পুলিশ। বিভিন্ন সময়ে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব ও থানা পুলিশ। আটককৃত আসামীরা হলো উপজেলার টালিয়ামারা এলাকার খোকন শেখের পুত্র রুবেল শেখ(৩০), কল্যাণশ্রী এলাকার আমের আলী গোলদারের পুত্র নাজমুল গোলদার(৩০), রায়পুর এলাকার মোহাম্মদ হালিম সরদারের পুত্র জুয়েল সরদার(২৭) ও গফুর শেখের পুত্র রাসেল শেখ(২৮), ভগবতীপুর এলাকার হরিদাস সরকারের পুত্র মৃত্যুঞ্জয় সরকার(২৬) ও বারোআড়িয়া পুলিশ সদস্য আশিক। মামলার বিবরণ র্যাব ও পুলিশ সূত্রে প্রকাশ, ভিকটিম জনৈক মহিলা দর্জির কাজ করে পরিবাররে সাথে বসবাস করে আসছিলো। গত ১ বছর পূর্বে গণর্ধষণ মামলার মূল হোতা নাজমুল গোলদারের সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে নাজমুল তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রথম দিকে রাজি না হলেও পরর্বতীতে তাদরে মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। সেই সূত্র ধরে গত ২৩ অক্টোবর ভিকটিমকে কনর্সাট এ নিয়ে যাওয়ার কথা বলে রাতেই নাজমুল গোলদার পূর্ব পরিকল্পনা অনুযায়ী কৌশলে ভগবতীপুর কেঁছোরাবাদ স্লুুইচ গেটের পাশে তার নিজের ঘেরের পাশে ভদ্রা নদীর চরে নিয়ে অন্যান্য সহযোগীদের নিয়ে গনধর্ষন করে। বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের হলে র্যাব-৬ সদর কোম্পানীর এর একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তরি সহায়তায় নোয়াখালী চরজব্বার এলাকা থেকে গনর্ধষণরে মূলহোতা নাজমুল গোলদার(৩০), ও সহযোগী রাসেল শেখ(২৮) কে খুলনার ডুমুরয়িা এলাকা হতে গ্রেফতার করে। অপর আসামী মৃত্যুঞ্জয় সরকার, পিতা- হরিদাস সরকারকে বরিশাল নতুন বাজার এলাকা হতে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গনর্ধষণরে সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানায়। এ ব্যাপারে থানার ওসি মোঃ শওকত কবির জানান, মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে। দোষীদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম

ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ তিন মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেফতার

গলাচিপায় ওএমএস"র" সাশ্রয় মূল্যে আটা বিক্রি

পাঁচবিবিতে বিএনপির ৪৭'তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বচ্ছতার মডেল আশুলিয়া ইউনিয়ন পরিষদ দায়িত্বশীল নেতৃত্বে রাজস্ব বৃদ্ধি, সেবায় জনআস্থা

তারাগঞ্জে নিহত ইরফানের পিতাকে ব্যাটারী চালিত অটোভ্যান প্রদান

আলুর দাম সংকটে জয়পুরহাটের কৃষকরা

যদি সংস্কার করতে না পারেন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেনঃ সেলিম উদ্দিন

কুড়িগ্রামে হস্তান্তরের আগে চিলমারী দীঘলকান্দি আশ্রয়ণের টিন ইট লুটপাট করছে স্থানীয় কিছু যুবক

কোটালীপাড়ায় শান্তি শৃংখলা রক্ষা ও মাদক বিরোধী সচেতনতা সভা

ধর্মীয় প্রতারণা ও মুক্তিযোদ্ধা পরিচয়ের দ্বিমুখী বিতর্কে জাতীয় পার্টির নেতা মোসলেম উদ্দিন মৃধা

তানোরে সম্পত্তির দখল নিয়ে বিবাদমান দু’পক্ষের মাঝে চরম উত্তেজনা

ভূরুঙ্গামারী উপজেলার প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মোঃ আজাদুল আলম এর সংক্ষিপ্ত জীবনী
