ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নন্দীগ্রাম পৌরসভায় ৯ কোটি টাকা ব্যয়ে নতুন ৭৮টি উন্নয়নের প্রকল্পের তালিকা প্রকাশ


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১১-২০২৩ দুপুর ১:১

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান নৌকা প্রতিকে মেয়র নির্বাচিত হওয়ার পর পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে বিশেষ ভূমিকা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আবারও পৌরসভায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নতুন ৭৮টি উন্নয়ন প্রকল্পের তালিকা জনস্বার্থে প্রকাশ করলেন মেয়র আনিছুর রহমান। খুব অল্প সময়ের মধ্যে ৭৮টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হবে বলেও তিনি জানান।

৭৮টি উন্নয়ন প্রকল্পের তালিকা নিম্নরুপঃ

তালিকাঃ
১। নন্দীগ্রাম পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১ কোটি টাকা ব্যয়ে রোড সোলার লাইট নির্মান। 

২। নন্দীগ্রাম পুরাতন বাজার হইতে বাস স্ট্যান্ড বগুড়া-নাটোর মহাসড়ক পর্যন্ত নতুন ড্রেন নির্মাণ কাজ (স্লাব সহ প্ল্যাটফর্ম হবে)। 

৩। নন্দীগ্রাম পাইলট হাইস্কুলের গেট হতে বাস স্ট্যান্ড বগুড়া-নাটোর মহাসড়ক পর্যন্ত রাস্তা কার্পেটিং করন।

৪। বগুড়া-নাটোর মহাসড়ক হতে কালিকাপুর সরকারি প্রাথমিক স্কুল পর্যন্ত রাস্তা কার্পেটিং করন।

৫। নন্দীগ্রাম ভূমি অফিস হতে বেলঘড়িয়া পর্যন্ত রাস্তা প্রশস্ত করন সহ কার্পেটিং রাস্তা নির্মান। 

৬। নন্দীগ্রাম ভুমি অফিস হতে ঢাকইর সরকারি এমরাতুন নেছা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা কার্পেটিং করন। 

৭। দামগাড়া পূর্বপাড়া আশরাফের বাড়ি হতে রাজ্জাক এর বাড়ি পর্যন্ত রাস্তা আর সিসি করন।

৮। দামগাড়া মসজিদ মোড় সাইফুলের বাড়ি হতে আব্দুল জলিল এর বাড়ি পর্যন্ত রাস্তা আর সিসি করন।

৯। দামগাড়া লতিফুর বারিক এর বাড়ি হতে দামগাড়া মাদ্রাসা পর্যন্ত প্যালাসাইডিং সহ রাস্তা আর সিসি করন।

১০। ওমরপুর হাটের খাদ্য গুদাম হইতে গরুর হাট হয়ে বগুড়া-নাটোর মহাসড়ক পর্যন্ত আরসিসি রাস্তা নির্মান।
 
১১। নন্দীগ্রাম বালিকা বিদ্যালয়ের পিছন থেকে তালপুকুর মসজিদ পর্যন্ত আর সিসি রাস্তা নির্মান।

১২। নন্দীগ্রাম সরকারি পাইলট হাই স্কুলের পিছন হইতে দক্ষিণপাড়া আব্দুল জলিল ও মহাতাব এর বাড়ি পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ।
 
১৩। ওমুরপুর তালোড়া রোড হতে বৈলগ্রাম সাবেক কাউন্সিলর আলী হাসানের বাড়ী হয়ে হিন্দু পাড়া শ্মশান ঘাটের রাস্তা কার্পেটিং করণ।

১৪। নন্দীগ্রাম পাইলট হাইস্কুল গেট হতে বুড়া পীরের মাজার পর্যন্ত রাস্তা কার্পেটিং করন।

১৫। নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে রিক্সা স্ট্যান্ডের জন্য জায়গা সোলিং করন।

১৬। নন্দীগ্রাম মৃত আফাজ হাজীর মিল হতে পাইলট হাইস্কুলের মাঠ পর্যন্ত রাস্তা কার্পেটিং করন।

১৭। নামুইট হাসমত এর বাড়ি হতে কবরস্থানের গেট পর্যন্ত কাচা রাস্তা আরসিসি করন।

১৮। নামুইট কালাম এর মুদির দোকান হতে প্রাইমারী স্কুল পর্যন্ত রাস্তা কার্পেটিং করন।

১৯। উমরপুর-তালোড়া রোড হতে বৈলগ্রাম সোহেল এর বাড়ি ভায়া জামে মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজ।

২০। ফোকপাল রাতুল মাষ্টারের বাড়ি হতে মফিজ এর বাড়ি পর্যন্ত সোলিং রাস্তা তৈরী করন।

২১। ফোকপাল নূরুল এর বাড়ি হতে নিজ খলিয়ানের ইউ ড্রেন পর্যন্ত ব্রীক ড্রেন নির্মান।

২২। ওমরপুর-তালোড়া রোড হতে আকরাম হোসেন এর বাড়ির গেট পর্যন্ত আরসিসি রাস্তা তৈরী করন কাজ।

২৩। ওমরপুর হাইওয়ে রোড হতে সিরাজ এর ছমিল পর্যন্ত সোলিং রাস্তা নির্মান।

২৪। গুন্দইল সঞ্জয় এর পুকুর পাড় হতে সালাম এর বাড়ি পর্যন্ত সোলিং রাস্তা নির্মান।

২৫। ওমরপুর তালোড়া রোড হতে বেলঘড়িয়া কবরস্থান পর্যন্ত সোলিং রাস্তা নির্মান।

২৬। বেলঘড়িয়া কামাল হোসেন এর খলিয়ান হতে সামনের আরসিসি রোড পর্যন্ত সোলিং রাস্তা নির্মান।

২৭। বেলঘড়িয়া কামাল হোসেন এর খলিয়ান হতে কুদ্দুস হাজির খলিয়ান পর্যন্ত ব্রীক ড্রেন নির্মান।

২৮। বেলঘড়িয়া পারিবারিক গোরস্থান হতে নতুন সোলিং রাস্তা পর্যন্ত সোলিং রাস্তা নির্মান।

২৯। বৈলগ্রাম ঈদগাহ মাাঠের গেট হতে ঈদগাহ মাাঠের দক্ষিন পশ্চিম কর্নার ভায়া আকরাম হোসেন এর বাড়ি পর্যন্ত সোলিং রাস্তা নির্মান। 

৩০। বৈলগ্রাম স্কুল মাঠের দক্ষিন পশ্চিম কর্নার হতে ফেরদৌস এর বাড়ি পর্যন্ত সোলিং রাস্তা নির্মান।

৩১। নামুইট দক্ষিন পাড়া আলাউদ্দিন এর বাড়ি হতে দক্ষিন পাড়া জামে মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা নির্মান।

৩২। নামুইট চকপাড়া রফিকুল এর বাড়ি হতে চকপাড়া জামে মসজিদ এর গেট পর্যন্ত আরসিসি রাস্তা নির্মান।

৩৩। নামুইট চকপাড়া রফিকুল এর বাড়ি হতে চকপাড়া জামে মসজিদ এর উত্তর পশ্চিম কর্নার পর্যন্ত ব্রীক ড্রেন নির্মান।

৩৪। ঢাকুইর উত্তর পাড়া ঈদগাহ মাঠের মেহেরাব নির্মান।

৩৫। নন্দীগ্রাম-বিজরুল রাস্তা হতে ঢাকইর মাদ্রাসা ও মসজিদের আর সিসি রাস্তা নির্মান করন কাজ।
 
৩৬। ঢাকুইর কানু গাড়ী হবিবর এর বাড়ি হতে ওবাইদুল এর বাড়ী পর্যন্ত প্যালাসাইডিং সহ আরসিসি রাস্তা নির্মান।

৩৭। দামগাড়া জামে মসজিদ হতে নূরুল ইসলাম এর বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা নির্মান।

৩৮। দামগাড়া মাদারতলা আলম এর বাড়ি হতে সবুজ এর বাড়ি পর্যন্ত সোলিং রাস্তা নির্মান।

৩৯। দামগাড়া মাদারতলা মাসুম এর বাড়ি হতে বাবলুর জমি পর্যন্ত ব্রীক ড্রেন নির্মান।

৪০। মুনসুর হোসেন ডিগ্রী কলেজ গেটে এর সামনে হাইওয়ে রোড হতে আর এইচডি এর ড্রেন পর্যন্ত রাস্তা সোলিং করন।

৪১। নন্দীগ্রাম কলেজ পাড়ার হিন্দু মহল্লার প্রবেশ মুখে হাইওয়ে রোড হতে আর এইচডি এর ড্রেন পর্যন্ত রাস্তা সোলিং করন।

৪২। নন্দীগ্রাম কলেজ পাড়ার বিভিন্ন জায়গাতে ড্রেনের উপর আরসিসি স্লাব নির্মান।

৪৩। নন্দীগ্রাম কলেজ পাড়া সাবান হাজির মাদ্রাসা হতে কলেজ পাড়ার কবরস্থান পর্যন্ত আরসিসি রাস্তা নির্মান।

৪৪। নন্দীগ্রাম হাট বাজার উঁচু করন ও সোলিং করন কাজ।

৪৫। নন্দীগ্রাম পূর্বপাড়া পরিবার পরিকল্পনা অফিস হতে সোহাগ এর বাড়ি পর্যন্ত রাস্তা আর সিসি করন।

৪৬। নন্দীগ্রাম দক্ষিন পাড়া অপুর বাড়ির পিছনের ড্রেনের উপর আর সিসি স্লাব নির্মান।

৪৭। নন্দীগ্রাম দক্ষিন পাড়া মকবুল হাজির খলিয়ান হতে মৃত অছিম সদ্দার এর বাড়ির গেট পর্যন্ত সোলিং রাস্তা নির্মান।

৪৮। নন্দীগ্রাম দক্ষিন পাড়া আব্দুল মজিদ এর বাড়ি হতে বেলাল এর বাড়ি পর্যন্ত সোলিং রাস্তা নির্মান। 

৪৯। কালিকাপুর ঘোলাগাড়ী শাহিন এর বাড়ী হতে সিংড়া গাড়ী শুকুর এর বাড়ি পর্যন্ত সোলিং রাস্তা নির্মান।

৫০। নন্দীগ্রাম দক্ষিন পাড়া বেলাল এর বাড়ি হতে ফারুকের বাড়ি পর্যন্ত রাস্তা আরসিসি করন কাজ।

৫১। নন্দীগ্রাম হাট বাজারে ব্রীক ড্রেন নির্মান। 

৫২। নন্দীগ্রাম তালপুকুর লিটনের বাড়ি হতে লতিফ এর বাড়ি পর্যন্ত আর সিসি রাস্তা নির্মান।

৫৩। নন্দীগ্রাম অডিটোরিয়াম এর গেট হতে উত্তর দিকের সামনের ভাঙ্গা রাস্তাটুকু আরসিসি করন।

৫৪। নন্দীগ্রাম হিন্দুপাড়া রতনের বাড়ি হতে মিরার বাড়ী পর্যন্ত ব্রীক ড্রেন নির্মান। 

৫৫। নন্দীগ্রাম পশ্চিম পাড়া জুয়েল এর বাড়ি হতে আছির এর বাড়ি পর্যন্ত ব্রীক ড্রেন নির্মান।

৫৬। কালিকাপুর সড়ক পাড়া মসজিদের মেঝে ঢালাই করনের কাজ।

৫৭। ওমরপুর পুড়াতন জামে মসজিদের মেঝের আংশিক টাইলস করনের কাজ।

৫৮। বৈলগ্রাম দক্ষিন মধ্য পাড়া জামে মসজিদের মেঝে ঢালাই করনের কাজ।

৫৯। বৈলগ্রাম উত্তর পাড়া পুড়াতন মসজিদের মেঝে ঢালাই করনের কাজ।

৬০। বেলঘড়িয়া জামে মসজিদের মেঝের ঢালাই করনের কাজ।

৬১। নামুইট উত্তরপাড়া (সাবেক) রহমত কমিশনারের মসজিদের মেঝে ঢালাই করনের কাজ।

৬২। বেলঘড়িয়া ঈদগাহ মাঠ উন্নয়ন করণ কাজ।

৬৩। ওমরপুর মাদ্রাসা মসজিদের মেঝে ঢালাই করনের কাজ।

৬৪। নন্দীগ্রাম দক্ষিণপাড়া জামে মসজিদে ২টি এসি প্রদান ।

৬৫। বেলঘড়িয়া জামে মসজিদে ২টি এসি প্রদান ।

৬৬। বৈলগ্রাম মধ্যপাড়া জামে মসজিদে ২ টি এসি প্রদান । 

৬৭। পূর্ব কুচাই কুড়ি মহাশ্মশানে বাথরুম নির্মাণ কাজ।

৬৮। কালিকাপুর রাধা গোবিন্দ মন্দিরের মেঝে টাইলস করন কাজ।

৬৯। গুন্দইল উত্তরপাড়া দূর্গা মন্দিরের মেঝে ঢালাই করন কাজ।

৭০। বৈলগ্রাম মদোক পাড়া দূর্গা মন্দিরের মেঝেতে বালুভরাট ও ঢালাই করন কাজ। 

৭১। বৈলগ্রাম দক্ষিন পাড়া দূর্গা মন্দিরের মেঝে টাইলস করন কাজ।

৭২। নন্দীগ্রাম পুড়াতন গোডাউন এর সামনের রাধা গোবিন্দ মন্দিরের মেঝে টাইলস করনের কাজ। 

৭৩। নন্দীগ্রাম কলেজ পাড়া রাধা গোবিন্দ মন্দিরের মেঝে ঢালাই করনের কাজ।

৭৪। নন্দীগ্রাম ডাকনী মাতা মন্দিরের মেঝে ঢালাই ও টাইলস করনের কাজ।

৭৫। নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ২৫ টি টিউবওয়েল বসানো সহ গোড়াপাকা করনের কাজ।

৭৬। নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ২০০ সেট পিট ল্যাট্রিন সরবরাহের কাজ।

৭৭। নন্দীগ্রাম পৌরসভার ০৭,০৮,০৯ নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে সিসি ক্যামেরা সম্প্রসারণের কাজ।

৭৮। নন্দীগ্রাম সরকারি পাইলট হাই স্কুলের পিছনে রাস্তার পাশে পুকুরের পাড় মাটি দ্বারা ভরাট করণ কাজ।

উক্ত বিষয়ে মেয়র আনিছুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার সপ্ন বাস্তবায়নের জন্য তার এক নগণ্য কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন