ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সাভার উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীয়ন লক্ষ জনতার দাবী


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৬-১১-২০২৩ দুপুর ৪:১৩

সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কে ৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নয়নের জন্য  ১৯৯৫ সালের বন্ধু মেলা ও স্থানীয় জনগণের সমন্বয়ে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে মানববন্ধন করেন।
শনিবার ২৫ শে নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে ৯৫' বন্ধু আড্ডা ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা ২৫০ শয্যার দাবী বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা অনুভব করে বলেন, সাভার উপজেলাতে স্হানীয়, বিভিন্ন চাকুরীতে কর্মরত ও ভ্রাম্যমান জনগনসহ প্রায় ৪০থেকে ৫০ লক্ষ লোক বসবাস করে, যা বাংলাদেশের অন্যান্য জেলা কোন কোন বিভাগীয় শহরের চাইতেও জনবহুল উপজেলা হিসাবে পরিচিত। উপজেলাটিতে দুইটি পুলিশী থানা ও তিনটি ভূমি অফিস রইয়াছে। যা জনগণের তুলনায় অপ্রতুল। সেই সাথে স্বাস্থ্যসেবার জন্য  বিপুল জনগণের তুলনায় একটি মাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যা জনগণের স্বাস্থ্য সেবার মান নির্ধারণে আশানুরুপ নয় বলে সচেতন মহল মনে করেন। তারই ধারাবাহিকতাই ৯৫'বন্ধু আড্ডা  ও সাধারণ জনগণের এক আবেদনমূলক মানববন্ধন আয়োজন করেন। হাসপাতালটিকে  ২৫০ শয্যায় উন্নীতকরণের বিষয়ে কয়েকজন রোগীর সাথে কথা বললে, অভিমত ব্যাক্ত করে কয়েকজন রোগী বলেন, বর্তমান চাহিদা মত ওষুধপত্র ঠিকমত পাচ্ছিনা, কার্ডিয়াক রোগী হিসাবে  মুক্তিযোদ্ধা মামুনুর রহমান বলেন,কিছুদিন আগে হার্ডের রোগীদের জন্য অল্প খরচে ইকো করতে পারত,বর্তমানে ইকো মেশিন অচল হওয়ায় গরীব রোগীদের ভুগান্তি চিকিৎসা সেবা নিয়া দুরুহ হয়ে পড়েছে।  এসব কারণে হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করনের জন্য অবকাঠামগত উন্নয়ন এবং চাহিদা মোতাবেক সুযোগ-সুবিধা নিশ্চিত করার গুরুত্বরোপ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন ভুক্তভোগীরা।
ইহা ছাড়াও প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার রোগী হসপিটালে সেবা নিতে আসে,কিন্তু হাসপাতালটি  ৫০ শয্যা বিশিষ্ট হওয়ায় অনেক চিকিৎসা সেবার  সীমাবদ্ধ থাকাই সকল সেবা নিতে পারেন না অনেক রোগী। ইমারজেন্সি অনেক রোগী এখানে ভর্ত্তি হলেও ডাক্তার সংকট হওয়ায় সময় মত সিজারিয়ান অপারেশন, জেনারেল অপারেশন করা কষ্টকর হয়ে পড়ে। বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়া নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়াছে। এছাড়াও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৭০ দশকে বংশী নদী তীর ঘেষে মজবুত ভিত্তি অর্থাৎ ফাউন্ডেশন বিহীন গড়ে তোলা ইমারত যা পরিকল্পনা বিহীন ছিল। বর্তমান নতুন ফাউন্ডেশনের বিল্ডিং এবং অবকাঠামাগত উন্নয়ন চাহিদা মোতাবেক ওষুধ সরবরাহ জনবল বাড়ানো সহ হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নতি করলে জনগণের সেবার মান পূর্ণ করা সম্ভব হবে বলে স্থানীয় জনগন অভিমত ব্যক্ত করেন। ইতিমধ্যে ৯৫ বন্ধ আড্ডা কর্তৃক উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদার কাছে হস্তান্তর করলে তিনি দ্রুত বিষয়টি দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুরুল আলম রাজিব মহাদয়দ্বয়কে অবহিত করার আশ্বাস দেন এব্ং দ্রুত বাস্তবায়নের পদক্ষেপের আশাবাদ ব্যক্ত করেন।   

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান