ঢাকা বৃহষ্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মান্দায় আধিপত্য ধরে রাখতে বাবা-ছেলের মনোনয়ন সংগ্রহ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২৩ বিকাল ৫:৮

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ-৪৯,মান্দা-৪ আসনে বর্তমান সংসদ সদস্য মুহা.ইমাজ উদ্দিন প্রামানিক ও তার জ্যৈষ্ঠ পুত্র শেফায়েত জামিল প্রামাণিক সৌরভ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

মনোনয়ন সংগ্রহের পর মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলামের বাসায় সতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে থাকার কথা জানান।
এসময় বাবা ছেলে দুইজনেই সেখানে উপস্থিত ছিলেন। 
জানাগেছে,শেফায়েত জামিল প্রামাণিক সৌরভ দীর্ঘ ২৯ বছর ধরে আমেরিকায় বসবাস করে আসছিলেন। হঠাৎ করে তিনি দেশে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হন।এরপর বাবা ও ছেলে দুজনেই দলের নিয়মনুযায়ী নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে মনোনয়ন সংগ্রহ করেন। এই আসন থেকে মোট ১৩ জন নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন।১৩ জন নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাচাই-বাছাই অন্তে এ্যাড. নাহিদ মোর্শদ বাবুকে মনোনিত করেন মনোনয়ন বোর্ড। প্রবীণনেতা নৌকার মাঝি হতে না পেরে তাদের  আধিপত্য ধরে রাখতে সতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য ও তার ছেলে মনোনয়ন সংগ্রহ করেছেন বলে অনেকে মন্তব্য করেন।
আরো জানাগেছে,জননেতা  মুহা.ইমাজ উদ্দিন প্রামানিক গত ২০০৮ সালে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে বিজয় লাভ করেন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে তিনি নৌকা প্রতিকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকে তার নির্বাচনী এলাকায় যাওয়া আসা বন্ধ করে দেন।যার কারণে সরকারের উন্নয়ন মূলক বিভিন্ন কাজে শুরু হয় স্বজনপ্রীতি। স্বজনপ্রীতির অংশ হিসাবে একই ব্যক্তিকে বারবার প্রকল্প দিয়ে উন্নয়নের নামে করেছেন হরিলুট।যার কারণে ত্যাগী নেতাকর্মীরা হয়েছেন বঞ্চিত।সে সময়ে উপজেলার কিছু নেতা প্রকল্পের গমচাল সিন্ডিকেট হয়েছেন কোটিপতি।উপজেলার অফিস পাড়া,খাদ্য গুদাম,বরেন্দ্র সেচ প্রকল্প,পল্লী বিদ্যুত অফিস, কৃষি অফিসসহ সর্বক্ষেত্রেই দূর্নীতির শক্ত সিন্ডিকেট করেছেন। যা দেখেও ব্যবস্থা নেননি তিনি। দূর্নীতিবাজরা নিরাপদ আশ্রয়ে কাজ করে গেছেন সেই সময়ে। এমন কি অসাধু কর্মকর্তা কর্মচারী সকলে দুর্নীতি করে পার পেয়ে গেছেন।তারপরও কোন ব্যবস্থা হয়নি।জোতবাজার খেয়াঘাটে সেতু নিমার্ণের জন্য কয়েক দফা মেয়াদ উত্তীর্ণ হলেও সম্পূর্ণ হয়নি সেতুর কাজ। জোতবাজার ত্রিমোহনী থেকে জোকাহাটের বন্যা কবলিত রাস্তাটি ৫ বছরেও সংস্কার হয়নি। লোটপাটের টুকরো টুকরো বরাদ্দে জোকাহাটের পাকা রাস্তাটি কাচায় রাস্তা পরিণত হয়েছে। ফলে স্বস্থির পরিবর্তে বেড়েছে ভোগান্তি।নৌকায় মনোনয়ন না পেয়ে পরিবারের আধিপত্য ধরে রাখতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষনা দিয়েছেন শেফায়েত জামিল সৌরভ অথবা তার বাবা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখন পর্যন্ত যারা মনোনয়ন সংগ্রহ করেছেন, তাঁরা হলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এসএম ব্রহানী সুলতান মামুদ গামা, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল বাকী ও আফজাল হোসেন। এ ছাড়া পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিয়াউল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। 
 উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.নাহিদ মোর্শেদ বাবু নৌকার মনোনয়ন পেলে টনক নড়ে বর্ষীয়ান নেতাদের।  নিজের অস্তিত্ব ধরে রাখতে নৌকার বিপক্ষে সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন কয়েকজন নেতা। 
এব্যারে এ্যাড.নাহিদ মোর্শেদ বাবুর সাথে কথা হলে তিনি জানান, বৃহৎ  দলে মতবিরোধ থাকবেই। সকলকে নিয়ে আমরা নৌকার পক্ষে কাজ করে যাচ্ছি।  বিজয়ের লক্ষে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের মাঠে থাকার কথা জানান ।

 

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১

নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩

মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে

গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম

সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন

আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা

জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান

শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা

ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত

নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ

ঈশ্বরদীতে নেসকো ঈশ্বরদী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদসভা ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত