টাঙ্গাইলে লৌহজং নদী দখলমুক্ত দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে লৌহজং নদী দখল ও দুষণমুক্ত দিবস ২০২৩ পালিত হয়েছে। ২০১৬ সালের ২৯ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন এর উদ্যোগে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, মানবাধিকার ও গণমাধ্যম কর্মী ও সুধীজন 'সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সম্মিলিতভাবে লৌহজং নদী দখলমুক্ত করার কার্যক্রম শুরু করেছিলেন। তার পদোন্নতি বদলীজনিত কারণে এ কার্যক্রম কেমন ভাবে আলোর মুখ দেখেনি। সকলকে আবার উজ্জীবিত করে লৌহজং নদী দখলমুক্ত করার কার্যক্রম শুরু করার লক্ষ্যে এ দিবস কি পালন করা হয়।
নদী খাল বিল জলাশয় রক্ষা করি, সুস্থ্য সুন্দর পরিবেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে “নদী খাল বিল জলাশয় বন ও পরিবেশ রক্ষা আন্দোলন টাঙ্গাইল” এর উদ্যোগে বুধবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় টাঙ্গাইলের দৃষ্টি নন্দন এসপি পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়প কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কেক কাটা, পরিবেশ বান্ধব ফলদ -বনজ ও ঔষুধি গাছের চারা বিতরনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ষাটের দশকের অন্যতম কবি বুলবুল খান মাহবুব এর সভাপতিত্বে নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আহমেদ উল হক সিদ্দিকী (রতন সিদ্দিকী)’র পরিচালনা ও সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব, মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), নারীনেত্রী নাজমুস সালেহীন, গীতিকার ও সুরকার ফিরোজ আহমেদ বাচ্চু, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক বিশিষ্ট সাহিত্যিক রোকেয়া বেগম রুকু, মানবাধিকার কর্মী মশিউর রহমান, সাংবাদিক জিয়ারত হোসেন জুয়েল ও টাঙ্গাইল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক মোঃ গোলাম মোস্তফা। বক্তাগণের বক্তব্যের মাঝে মাঝেই পরিবেশ মাদক ও সাধারন জ্ঞান এর উপর কুইজ প্রতিযোগীতার প্রশ্নউত্তর চলতে থাকে। সেইসাথে সঠিক উত্তরদাতাকে তাৎক্ষণিক পুরস্কার প্রদান করা হয়। এসময় টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ বিদ্যালয়, বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ, শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়'সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ 'সহ বিভিন্ন পর্যায়ের সুধীজন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হত্যাকান্ডের শিকার হওয়া নুরুল কবির বাঁচার জন্য আশংকা প্রকাশ করে থানায় অভিযোগও করেছিল

বালু খেকোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হবে নাঃ ইউএনও তরিকুল ইসলাম

বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের
Link Copied