ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

টাঙ্গাইলে লৌহজং নদী দখলমুক্ত দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩০-১১-২০২৩ বিকাল ৬:১৭
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে লৌহজং নদী দখল ও দুষণমুক্ত দিবস ২০২৩ পালিত হয়েছে। ২০১৬ সালের ২৯ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন এর উদ্যোগে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, মানবাধিকার ও গণমাধ্যম কর্মী ও সুধীজন 'সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সম্মিলিতভাবে লৌহজং নদী দখলমুক্ত করার কার্যক্রম শুরু করেছিলেন। তার পদোন্নতি বদলীজনিত কারণে এ কার্যক্রম কেমন ভাবে আলোর মুখ দেখেনি। সকলকে আবার উজ্জীবিত করে লৌহজং নদী দখলমুক্ত করার কার্যক্রম শুরু করার লক্ষ্যে এ দিবস কি পালন করা হয়। 
নদী খাল বিল জলাশয় রক্ষা করি, সুস্থ্য সুন্দর পরিবেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে “নদী খাল বিল জলাশয় বন ও পরিবেশ রক্ষা আন্দোলন টাঙ্গাইল” এর উদ্যোগে বুধবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় টাঙ্গাইলের দৃষ্টি নন্দন এসপি পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়প কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কেক কাটা, পরিবেশ বান্ধব ফলদ -বনজ ও ঔষুধি গাছের চারা বিতরনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ষাটের দশকের অন্যতম কবি বুলবুল খান মাহবুব এর সভাপতিত্বে নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আহমেদ উল হক সিদ্দিকী (রতন সিদ্দিকী)’র পরিচালনা ও সঞ্চালনায়  আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব, মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), নারীনেত্রী নাজমুস সালেহীন, গীতিকার ও সুরকার ফিরোজ আহমেদ বাচ্চু, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক বিশিষ্ট সাহিত্যিক রোকেয়া বেগম রুকু, মানবাধিকার কর্মী মশিউর রহমান, সাংবাদিক জিয়ারত হোসেন জুয়েল ও টাঙ্গাইল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক মোঃ গোলাম মোস্তফা। বক্তাগণের বক্তব্যের মাঝে মাঝেই পরিবেশ মাদক ও সাধারন জ্ঞান এর উপর কুইজ প্রতিযোগীতার প্রশ্নউত্তর চলতে থাকে। সেইসাথে সঠিক উত্তরদাতাকে তাৎক্ষণিক পুরস্কার প্রদান করা হয়। এসময় টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ বিদ্যালয়, বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ, শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়'সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ 'সহ বিভিন্ন পর্যায়ের সুধীজন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ