ঢাকা শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

হাঁসে ধান খাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা, নারায়নগঞ্জ থেকে গ্রেপ্তার স্বামী-স্ত্রী


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩-১২-২০২৩ দুপুর ১:৫৩

নোয়াখালীর কবিরহাটে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়িয়ে আলেয়া বেগমকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  
 গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের গুছিউল আলমের ছেলে আবু তাহের (৪৮) ও তার স্ত্রী রেজিয়া বেগম (৪০)।

শনিবার (২ ডিসেম্বর) রাত ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন দুপুরের দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার ২৯ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে নিহত আলেয়া বেগমের সাথে প্রতিবেশী রেজিয়া ও তার পরিবারের সদস্যদের সাথে হাঁসে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রেজিয়া বেগমের হাতে থাকা লাঠি দিয়ে আলেয়া বেগমকে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর পরই আলেয়া বেগম হত্যা মামলায় আসামিরা গা ঢাকা দেয়। পরে এ ঘটনায় নিহতের মেয়ে সুলতানা আক্তার বিউটি (২৯) বাদী হয়ে কবিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ স্যারের তত্ত¡ববধানে, কবিরহাট থানার অফিসার ইনচাজ রফিকুল ইসলাম এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই বিপ্লব বড়ুয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সহায়তায় মামলার এজাহারনামীয় দুইজনকে গ্রেফতার করা হয় এবং অপর পলাতক আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

সন্দ্বীপে ব্যতিক্রমী দূর্গোৎসব: আখড়া মন্দিরের থিম পূজা হয়ে উঠলো দর্শনার্থীদের মুগ্ধতার কেন্দ্র

কর্ণফুলীতে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ২, থানায় জিডি

নাচোলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফেসবুকে ছবি শেয়ার করাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপিতে সংঘর্ষ, আহত ৩৫

৩০তম ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু ৪ অক্টোবর

ব্লকেড কর্মসূচী দিয়েও ঠেকানো গেলনা রেঞ্জ ডিআইজির আদেশ,এসে গেল নতুন ওসি

নাফ নদীতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার

নাঙ্গলকোটে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

সাউন্ড বক্স না বাজানোয় পূজামণ্ডপে হামলা, আহত ৮

প্রতিশ্রুতি রাখলেন কেন্দ্রীয় বিএনপি নেতা শ্রাবন

কুষ্টিয়ার তালবাড়ীয়াতে গভীররাতে পদ্মায় বালু উত্তোলনের মহোৎসব

ঐতিহ্যের ধারাবাহিকতায় হিদিয়ায় ইছামতীতে নৌকা বাইচ অনুষ্ঠিত