রাস্তা আটকে ট্রাক আনলোড
বটিয়াঘাটার দারোগারভিটা সহ সর্বত্র এলাকায় বালু ব্যবসায়ীরা বেপরোয়া

খুলনা-চালনা মহাসড়কের বটিয়াঘাটা দারোগারভিটা এলাকায় মেইন রাস্তার দুই পাশ জুড়ে ইট বালির ব্যবসা করছে ব্যবসায়ীরা। প্রশাসনের নাকের ডগার উপর ওই সকল বালু ব্যবসায়ীরা ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ায় এলাকাবাসি ও সড়কের উপর দিয়ে যাত্রীবাহী যানবাহন সহ পথচারী প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
সূত্র প্রকাশ, খুলনা- চালনা সড়কটি বর্তমানে একটি ব্যস্ততম সড়ক। সড়কটির উপর দিয়ে দূরপাল্লার যাত্রীবাহী বাস,হাল্কা ও ভারী যানবাহন সহ হাজার হাজার গাড়ি চলাচল করে। সড়কটির বটিয়াঘাটা উপজেলার দারোগাভিটা এলাকা সহ উপজেলার সর্বত্র অসংখ্য স্হানে রাস্তার পাশেই গড়ে উঠেছে এইসব ইট-বালুর ব্যবসা। এমনকি প্রতিদিন শত শত বালুবাহী ডাম্পার ট্রাক রাস্তা আটকে বালু লোড-আনলোড করছে বালুব্যবসায়ীরা। যে কারনে যান-জট সৃষ্টি হয়ে পথচারী চলাচলে সীমাহীন দূর্ভোগের শিকার হতে হচ্ছে। এমনকি রাস্তার পাশে স্তুূপ করে রাখা বালু দ্রুতগামী যানবাহনের আচমকা হাওয়া এবং সামান্য বাতাসেই পথচারীদের চোখে-মুখে প্রবেশ করছে। এমনকি বালু উড়ে গিয়ে আশপাশের দোকানে ঢুঁকে স্তুপে পরিনত হচ্ছে। নাক-মুখে হাত ও রুমাল ধরে চলাচল করতে হয় পথচারীদের। স্বার্থান্বেষী একটি মহল অবৈধ ওই সকল বালু ব্যবসায়ীদের কাছ থেকে সড়কের উপর দিয়ে চলাচলকারী যানবাহন চলাচলে বিঘ্নের সৃষ্টি করে সরকারী রেকর্ডীয় খাল ও খাস জমি রাতারাতি দখল করে নিচ্ছে। জনভোগান্তি সৃষ্টিকারী এসব অবৈধ বালু মহলগুলো বছরের পর বছর চলছে সুযোগ সন্ধানী কিছু প্রভাবশালীদের ক্ষমতার দাপটে। গত শনিবার বেলা ১১টার দিকে বালু ভর্তি একটি ট্রাক দারোগাভিটা এলাকায় রাস্তা আটকে বালু আনলোড করার সময়ে ডাম্বারটি বিকল হয়ে যায়। এসময় দুই দিকের শত শত যানবাহন আটকা পড়ে জন ভোগান্তিতে পতিত হয়। অবৈধ ওই বালু ব্যবসার খেসারত দিচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, পথচারী, যাত্রী ও যানবাহন চালকেরা। ধারণ ক্ষমতার দ্বিগুণ-তিনগুণ বালু ট্রাকে বহন করায় নানা স্থানে পাকা সড়গুলো পুরোপুরি ভেঙে যাচ্ছে। ব্যস্ত সড়কের পাশে বালুর ব্যবসা করার অনুমতি না থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে প্রকাশ্যে চলছে এই ব্যবসা। দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে অবৈধ এই ব্যবসার পরিধি। ফলে একদিকে দুর্ভোগ পোহাচ্ছে পথচারী অন্যদিকে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনায় পড়ছে বিভিন্ন যানবাহন। পথচারী ও যাত্রীসাধারণকে মন্তব্য করতে দেখা যায় বালু ব্যবসায়ীরা বালুর ব্যবসা করায় কোন বাধা নেই তবে সাধারন পথচারীদের ক্ষতি হয় এমন কোন কাজ করা উচিত না। এভাবে রাস্তাজুড়ে বালু রাখা এবং ট্রাক রাস্তা জুড়ে দাঁড় করিয়ে লোড এবং আনলোড করার কারনে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, পথচারী, যাত্রী ও যানবাহন চালকরা সমস্যার সম্মুখীন হচ্ছে। ভবিষ্যতে বড় ধরনের কোন দূর্ঘটনাও ঘটতে পারে বলে তারা আশংকা প্রকাশ করেন। বালু ব্যবসায়ীদের সাথে এ বিষয় জানতে চাইলে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আনডোল করে ফিরে যাওয়ার সমস্যার কথা এবং তারাও এ অঞ্চলের বাসিন্দা বলে জানান । বিষয়টি সমাধানে অতিদ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এমএসএম / এমএসএম

ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ তিন মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেফতার

গলাচিপায় ওএমএস"র" সাশ্রয় মূল্যে আটা বিক্রি

পাঁচবিবিতে বিএনপির ৪৭'তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বচ্ছতার মডেল আশুলিয়া ইউনিয়ন পরিষদ দায়িত্বশীল নেতৃত্বে রাজস্ব বৃদ্ধি, সেবায় জনআস্থা

তারাগঞ্জে নিহত ইরফানের পিতাকে ব্যাটারী চালিত অটোভ্যান প্রদান

আলুর দাম সংকটে জয়পুরহাটের কৃষকরা

যদি সংস্কার করতে না পারেন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেনঃ সেলিম উদ্দিন

কুড়িগ্রামে হস্তান্তরের আগে চিলমারী দীঘলকান্দি আশ্রয়ণের টিন ইট লুটপাট করছে স্থানীয় কিছু যুবক

কোটালীপাড়ায় শান্তি শৃংখলা রক্ষা ও মাদক বিরোধী সচেতনতা সভা

ধর্মীয় প্রতারণা ও মুক্তিযোদ্ধা পরিচয়ের দ্বিমুখী বিতর্কে জাতীয় পার্টির নেতা মোসলেম উদ্দিন মৃধা

তানোরে সম্পত্তির দখল নিয়ে বিবাদমান দু’পক্ষের মাঝে চরম উত্তেজনা

ভূরুঙ্গামারী উপজেলার প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মোঃ আজাদুল আলম এর সংক্ষিপ্ত জীবনী
